নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

নাবালক সন্তানের সম্পত্তি বিক্রির বিক্রির/হস্তান্তর প্রক্রিয়া

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫২

নাবালক সন্তানের সম্পত্তি আইনে উল্লেখিত বিভিন্ন কারণে বিক্রি/হস্তান্তর করা যায় । যেমন:
**সন্তানের অন্ন, বস্ত্র, বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণের জন্য তার অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা বন্ধক দেওয়া যায়।
**নাবালকের ভরণপোষণ, উইলের দাবী, ঋণ, ভূমিকর পরিশোধ ইত্যাদির জন্য একজন আইনগত অভিভাবক নিচের এক বা একাধিক কারণে স্থাবর সম্পত্তি বিক্রি করতে পারেন।

> ক্রেতা দ্বিগুন দাম দিতে প্রস্তুত হলে

>স্থাবর সম্পত্তিটি নষ্ট হওয়ার সম্ভাবনায়

>সম্পত্তিটি রক্ষণাবেক্ষণে আয়ের চেয়ে ব্যয় বেশি হতে থাকলে।

যদি আদালত কর্তৃক অভিভাবক নিয়োগ হয়ে থাকে তাহলে আদালতের অনুমতি ছাড়া কোন সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না। এক্ষেত্রে অনুমতি মামলা দায়ের করতে হয় আদালতে। আর নাবালকের অভিভাবকত্ব/ অভিভাবক নিয়োগের জন্য পারিবারিক আদালতে দরখাস্ত দায়ের করতে হয়।
The Majority Act, 1875 এর ৩ নং ধারা অনুসারে, একজন ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি নাবালক থাকবেন; তবে যে নাবালকের শরীর বা সম্পত্তি বা উভয়ই আদালত কর্তৃক নিযুক্ত কোন অভিভাবকের তত্ত্বাবধানে বা কোর্ট অব ওয়ার্ডস এর অধীনে আছে, সে নাবালকের বয়স ২১ না হওয়া পর্যন্ত তিনি সাবালক হবেন না।

মুসলিম আইন অনুসারে, পিতা নাবালকের স্বাভাবিক অভিভাবক। নাবালকের পক্ষে পিতা বিশেষ কারনে (যেমন- নাবালকের ভরন-পোষণ, শিক্ষা খরচ, চিকিৎসা খরচ ইত্যাদি) নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারে।

পিতার মৃত্যুতে অন্য কেউ নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে চাইলে তাকে আদালতের অনুমতি নিতে হবে।


- মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে আমার কোনো সম্পদ নেই।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি ভাল একটা বিষয়
তবে পিতা যদি চার সন্তানের মধ্যে
তিন সন্তানে নামে সমস্ত সম্পদ লেখে দিয়ে জান,
এবং যে সন্তানের নাম কিছু দিলো না সেই সন্তানের কি করনিও;

০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

এম টি উল্লাহ বলেছেন: দেখতে হবে কিভাবে হস্তান্তর করেছেন তা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.