![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#গুগল মূল সাইটের ডুডল কে বলে গ্লোবাল ডুডল, যেটা সারাপৃথিবী দেখে। দেশ ভিত্তিক ডুডল শুধু সেই দেশ দেখে। ২০১১ থেকে গুগল পাকিস্তান কে google.com.pk তে চানতারা ভিত্তিক স্বাধীনতা দিবসের ডুডল দেখিয়ে আসছে। কিন্তু লোকাল বলে আমরা দেখছি না। ২০১১ থেকে ভারত এটা পাচ্ছে।
#বাংলাদেশে গুগল কে বাংলা করে স্বেচ্ছাসেবী একটি দল ২০০৪ সালে। google.com.bd এ সম্পূর্ণ্য নিজস্ব উদ্যোগে বাংলাগুগল প্রতিষ্ঠা হয় এবং তখন ফেস্টিভাল লগো নামে ডুডল চাওয়া হয়েছিল। এবং ২০০৫ সালের ২৬ শে মার্চ প্রথম স্বাধীনতা দিবসের ডুডল দেয়া হয়েছিল।
#গুগল ডুডল কি জন্য এত গুরুত্বপূর্ণ?
#একমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ডুডলটিই গ্লোবাল হতে পারে । স্বাধীনতা বা বিজয় দিবসকে গুগলের কাছে চাইলেও লাভ নেই।
বাকিটুকু
Click This Link
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
তর্পন বলেছেন: কথা সেখানেই। গুগল পাকিস্তানকেও এই জিনিস দিয়েছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
এ.ডি.এম শাফী বলেছেন: ২০০৫ সালের স্বাধীনতা দিবসেও দিয়েছিল? তাইলে এবার দেওয়াতে আর এতো মাতামাতির কি আছে! যদি গ্লোবাল ডুডল হতো তাইলে না হয় কথা ছিল।