নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথমেই আমি তাকে যাদু করতাম

তর্পন

দীর্ঘদিন ধরে অনলাইনের পাঠক । পত্রিকায় লিখতাম সখ করে । টাইপিং এর চেয়ে কাগজ কলম কে বেশী ভাল লাগতো তাই ব্লগিং এর তেমন ভক্ত ছিলাম না । এখন মনে হল মাঝে মাঝে কিছু লিখি ।

তর্পন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সার্চ ইঞ্জিনের ইতিহাস

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫

২০০৩

সার্চ.কম.বিডি

http://search.com.bd



টেকনোলজি: Linux, mySQL ডেটাবেজ

উদ্যোক্তা: লিনাক্স বিশেষজ্ঞ জাহিদ হোসেন স্বপন Opensource ক্রলার এবং ইনডেক্সার mnoGo এর উপর গবেষণা ([email protected]) শুরু করে ৬৩,০০০ সাইট নিয়ে। জুলাই ১, ২০০৩ এটা WWWVL এ বাংলাদেশের সার্চ ইঞ্জিন হিসেবে স্বীকৃতি পায়। A rich site with strong database, remain as the biggest search engine among engines and directories on Bangladesh. Search.com.bd is completely devoted to Bangladesh & Bangla on the net



সূত্র: Click This Link



উল্লেখ্য বাংলাপিডিয়ার ৬০০০ পৃষ্ঠায় তথ্য খুঁজতে http://banglapedia.search.com.bd/ জনপ্রিয় হয়েছিল। কিন্তু বাংলাপিডিয়া জাহিদকে কপিরাইট ভঙ্গের হুমকি দেয়।



২০০৫

বাংলা গুগল

http://google.com.bd



টেকনোলজি: গুগল, লিনাক্স, পিএইচপি, কার্ল

বাংলা ইনোভেশন থ্রু ওপেসসোর্স এর চারজন তরুণের উদ্যোগে এটা শুরু হয়। এটা বিডিকম হোস্টিং করে। বাংলাগুগলে গুগল ডুডল অপশন ছিল। পরবর্তীতে গুগল এই ডোমেইন হস্তান্তর করা হয়।

source: দৈনিক ইত্তেফাক (Click This Link )



--------------------------------------------------------------



২০০৯

খোঁজ

http://www.khonz.com/





টেকনোলজি: asp.net

বাংলাদেশের ১০০,০০০ ওয়েবসাইটের তথ্য নিয়ে খোঁজ অনলাইনে চালু হয়েছে ৯/৯/০৯-এ। খোঁজ হলো ক্রলারনির্ভর সার্চ ইঞ্জিন যা প্রতি ৭ দিন পর পর ১০০,০০০ ওয়েবসাইটের সব তথ্য আপডেট করে, যার ফলে ভিজিটর সবসময় নতুন তথ্য দেখতে পেত।

বর্তমানে ডোমেইনটি নিস্ক্রিয় আছে

সূত্র: Click This Link

--------------------------------------------------------------



২০১১

প্রভাত

http://www.provaat.com/

উদ্যোক্তা: মোসলেহ

বাংলাদেশের পেজগুলো সার্চ করার পাশাপাশি বাংলাদেশের ৬ টি বিভাগের আবহাওয়া সংবাদ এতে অন্তর্ভুক্ত ছিল। এই সাইটির সম্পর্কে বিশদ কোন তথ্য পাওয়া যায় নি।

--------------------------------------------------------------

২০১৩

পিপীলিকা

http://pipilika.com

উদ্যোক্তা: শাবিপ্রবি এবং গ্রামীন আইটি

বাংলাদেশের তরুণদের গবেষণার ফসল। অধিকাংশ পূর্ববর্তী সার্চ ইঞ্জিন ব্যবসায়িক ভাবে সফল না হওয়ায় অথবা স্পনসরশিপের অভাবে টিকে থাকতে পারে নি। আশা করছি এখানে গ্রামীন আইটি যথাযথ স্টেপ নেবে।

সাজেশন: আমি মনে করি শাবিপ্রবির গবেষণাকর্ম ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে রিলিজ দেয়া উচিত। তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয় একে উন্নত করতে কাজ করতে পারে।



বি:দ্র: এই লেখাটি কোথাও শেয়ার করলে ব্লগের লিংকটি উল্লেখ করবেন। ধন্যবাদ







মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫

রিফাত হোসেন বলেছেন: + তবে বংশী নাম একটা ছিল । তবে মনে করতে পারছি না ।

খোজের ব্যাপারটা ঠিকাছে ।

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

তর্পন বলেছেন: বিডিকম এর বাংলা সিস্টেমটাকেই বলা হতো বংশী। আপনার স্মরণ শক্তি ভাল। বাংলাগুগল প্রজেক্টটা তাদের হোস্টিং এ চলেছে দু বছর।

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

নাওেয়দ বলেছেন: ভালো লাগল। সোজা প্রিয় পোস্ট তালিকায়।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

তর্পন বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪

এলিয়ান বলেছেন: অসাধারন

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

তর্পন বলেছেন: ধন্যবাদ

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

মেহেদী হাসান_আকাশ বলেছেন: valo laglo

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

তর্পন বলেছেন: thank you mehedi

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

অপু ওপি বলেছেন: পিপীলিকা বলে তারা নাকি প্রথম , আমি কি বলব পিপীলিকা প্রথম?

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

তর্পন বলেছেন: প্রথম দ্বিতীয় নিয়ে সিদ্ধান্ত খুব বড় কিছু না। আজকের সলিড স্টেট লেজারের যুগে এসেও আমরা শ্রদ্ধাভরে প্রমিথিউসদের স্মরণ করি

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: অপু ওপি বলেছেন: পিপীলিকা বলে তারা নাকি প্রথম , আমি কি বলব পিপীলিকা প্রথম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.