নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈয়দ মামুনূর রশীদ

সৈয়দ মামুনূর রশীদ

কাঙাল মানুষ, কাঙাল মন / আগা-গোড়া কাঙালী জীবন/ দুঃখ করি না, দুঃখ দিই না/ জোৎস্নার দিঘীতে স্নান দিয়ে/ সুখে ভাসতে চাই।

সৈয়দ মামুনূর রশীদ › বিস্তারিত পোস্টঃ

গভীররাতে এক অদ্ভুত মানবের সাক্ষাত : ভিক্ষাবৃত্তিতে গীতিকাব্যের ব্যবহার

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৮

বন্দর নগরীর চকবাজার ফেলে প্যারেড কোণা। শেরে বাংলা ছাত্রাবাস তোরণ ফেলে হাতের বামে ছোট্ট মন্দির। মন্দিরের সামনে দিয়ে গণি বেকারীমুখি ফুটপাত ধরে এক অন্ধ ভিখিরি গান গেয়ে পথ চলছেন। হাতে শুকনো কঞ্চিবাঁশের লাঠি। রাস্তা প্রায় জনশুন্য । পথচারী নেই, গাড়ী চলাচলও নগন্য। গ্রাম থেকে আসা এক নিকটাত্মীয়কে জরুরী বিভাগ থেকে আপন বিভাগে ভর্তি দিয়ে রাত করে বাড়ি ফিরছিলাম। বাসা বহুদুর! মনে দুঃখ নিয়ে পায়ে হেঁটে রওনা দিলাম। জনমানবহীন বিরান পথে ভিক্ষুকটি একা। মনের দুঃখ কন্ঠে ঢেলে গাইছেন তিনি! পিছু নিলাম তার;
-----------------------------------------------------------------------------------------
আগুন...আগুন খেলা করে/ সেই আগুনে পুড়লাম না
মাওলা তোমার বাগান দেখাও না! / মোরে .. বাগান দেখাও না!
অ দয়াল তোমার দুয়ার খুলো না!!

জন্ম নিলাম পথের ধারে/ দিন কাটাইলাম ঘুরে ঘুরে ..
রঙিন মানুষ..., রঙিন ফানুষ.. কিছুই দেখলাম না!
মাওলা তোমার বাগান দেখাও না! / মোরে .. বাগান দেখাও না!
অ দয়াল! তোমার দুয়ার খুলো না!!

বুুকের ভেতর ঘরে ইছমে আযম / দিলের কাছে মায়ের কসম
মা’য়ে গেলো, বাপে ছাড়লো/ বসন-বাসন পাইলাম না
মাওলা তোমার বাগান দেখাও না! / মোরে .. বাগান দেখাও না!
অ দয়াল! তোমার দুয়ার খুলো না!!

কলব কুলুব খুশবু ছাড়ে / সেই খুশবুতে পালিয়ে মরে
দেহ পুইড়লো অঙ্গার হইলো/ কলব কিন্তু পুইড়লো না
মাওলা তোমার বাগান দেখাও না! / মোরে .. বাগান দেখাও না!
অ দয়াল! তোমার দুয়ার খুলো না!!
------------------------------------------

পেছন থেকে পিঠে হাত দিলাম। সাথে সাথে গান বন্ধ।
ভাই গানটা গান না আরেকটু! জড়িয়ে ধরে মিনতি করলাম
তিনি উত্তর দিলেন, যান বাইত যান!
পকেটে হাত দিয়ে খুচরা কিছু টাকা তুলে তাকে দিলাম।
ভিখিরি বলে, ‘রাইতের বেলা আমি টাকা নিই না!’ মেজাজে আগুন ধরে যায় আমার!
সমস্যা হলো ল্যাংড়া-লুলা ভিাখিরি হলে সহজেই তুই-তুকারি করা যায়। কিন্তু অন্ধ ভিখিরি সম্মানীয়। চোখে চোখ রাখা যায় না বলে হয়তো হুট করে তুই-তুকারি করা যায় না। মাথা ঠান্ডা রাখা চায়।
বলি, কই থাকেন?
দুনিয়াতে!
যাবেন কই?
আখেরাতে! ভিখিরির সংক্ষিপ্ত উত্তর।
আসেন আপনারে পৌঁছাইয়া দিই!
আমি পৌছাইয়া গেছি আপনে পৌছান!
অগত্যা আমি সাকা চৌধুরীর পেট্রোল পাম্প ধরে নাক-সোজা ডানে হাঁটা শুরু করি।
----------সৈয়দ মামুনূর রশীদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.