নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈয়দ মামুনূর রশীদ

সৈয়দ মামুনূর রশীদ

কাঙাল মানুষ, কাঙাল মন / আগা-গোড়া কাঙালী জীবন/ দুঃখ করি না, দুঃখ দিই না/ জোৎস্নার দিঘীতে স্নান দিয়ে/ সুখে ভাসতে চাই।

সৈয়দ মামুনূর রশীদ › বিস্তারিত পোস্টঃ

নির্মাণ ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরী;

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬

নির্মাণ ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরী;
বাংলাদেশের নির্মাণ ব্যবস্থাপনা মানে জনদুর্ভোগ। নির্মাণ ব্যবস্থাপনা মানে দুর্ঘটনা, হতাহত কিংবা টেন্ডারবাজি। নির্মাণ কার্যক্রম বেড়েছে কিন্তু পদ্ধতি সেই সনাতন পন্থায় যাচ্ছে। নির্মাণ মানে পাশের রাস্তায় চলাফেরার কষ্ট, দিবস রজনী নানা মাত্রার শব্দে ঘুমানো যায় না। আগেকারদিনে কোন সোসাইটিতে বছরে হয়তো একটা বিল্ডিং উঠতো, প্রতিবেশীরা সয়ে বয়ে নিত। এখনতো প্রায় প্রতিদিনই থাকে নির্মাণ কার্যক্রম। তাহলে মানুষের সুখ কোথায়? বড় বড় রাস্তায় ফ্ল্যাইওভার হয়, যুগ যুগ ধরে কাজ চলে , ধুলাবালি আর মরণফাঁদ বাঁচিয়ে পথচারি ঘরে ফিরে। এককথায় অরাজক পরিস্থিতি । খুব সহসা উত্তরণ প্রয়োজন। নির্মাণ ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতিসহ জনবান্ধব, পরিবেশবান্ধব উন্নত ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরী প্রয়োজন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯

করুণাধারা বলেছেন: ভালো বলেছেন। কিন্তু অরণ্যে রোদন।

২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩০

ঢাকার লোক বলেছেন: ভালো বলেছেন! সরকারি কাজগুলো সময়মতো শেষ করা জরুরি , দেরি করার জন্য জরিমানার ব্যাবস্থা থাকলেও কর্মকর্তাদের অসততার কারণে উপযুক্ত জরিমানা করা হয় না, ফলে জনগনের দুর্ভোগ দীর্ঘায়িত হয়! এর আবাসন দরকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.