![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিক - অর্থ "যোদ্ধা" জীবনযুদ্ধে এখনো লড়ছি, লড়ে যাবো. . . . .
আমি তখন খুব ছোট, স্কুলেও ভর্তি হইনি, মাঝে মাঝে আম্মুর হাত ধরে স্কুলে গেলেও অধিকাংশ দিন বাসাতেই থাকতাম , একা একা . . . . . .
সারাদিন বাসায় থাকলেও বিকেলে বের হতাম, জায়গাটা নিতান্তই গ্রাম টাইপের.........আকাশ আমার খুব প্রিয়, তাই আকাশ দেখতাম । প্রতিবারই মনে হতো, আকাশটা বুঝি পাশের গ্রামে গিয়ে শেষ হয়েছে, নেমে গেছে নিচের দিকে......
"কি আছে ওখানে ??" "আকাশটা যেখানে নেমে গেছে, কেমন লাগে দেখতে??", ছেলেমানুষি এসব প্রশ্ন এসে ভীড় করত মাথায়।
একদিন সাহস করে একা একাই পাশের গ্রামের দিকে হাঁটা শুরু করলাম, আমার প্রশ্নের উত্তর খুঁজতে অনেকটা দূর এসে যখন দেখলাম, আকাশটার সীমানা আরও বড়, তখন বাসার দিকেই ফিরলাম, আমার প্রশ্নের উত্তর টা না নিয়েই। আমার "curious life" আর "adventure" শুরুর গল্পটা এটাই।
"আকাশটার শেষ কোথায় ??" ছোট্টবেলার এই প্রশ্নটার উত্তর আমি আজও খুজে বেড়াই, দেশের আনাচে-কানাচে, লোকালয় থেকে দুরের দুর্গম জনপদ কিংবা আকাশের খুব কাছাকাছি কোন নির্জন পাহাড়চূড়ায়, সম্প্রতি এই ঘোরাঘুরির বৃত্তটা আরও বড় হয়েছে, দেশ ছেড়ে পা রেখেছি বিদেশের মাটিতে। অনেকবার-অনেকখানেই যাওয়া হলো, প্রশ্নটার উত্তর আজও পাইনি.....................................
©somewhere in net ltd.