নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে আছি, এটাই খবর . . .

হাজার সমস্যায় ডুবে থাকার পরও নিজের দেশটাকে ভালোবাসি, নিজের মায়ের মতই

নিক-অনিক

অনিক - অর্থ "যোদ্ধা" জীবনযুদ্ধে এখনো লড়ছি, লড়ে যাবো. . . . .

নিক-অনিক › বিস্তারিত পোস্টঃ

যেখানে বৈশাখ নেই

১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

মাগো, এখানে বৈশাখ নেই,

১৪ এপ্রিলে কোন যুবতী লাল শাড়ি-চুরি পরে ঘুরতে বেরোয় না,

আনন্দে উচ্ছল কোন তরুণকে দেখা যায় না মঙ্গল শোভাযাত্রায়,

শিল্পীর রঙিন তুলির আঁচড় থাকে না কিশোরীর গালে ।





মাগো, এখানে বৈশাখ নেই,

নেই ইলিশ মাছের ঘ্রাণ, কিংবা কাচালংকা-পান্তাভাত,

রাতে ফিরতে দেরি হলেও - দরজাটা বাইরে থেকে নিজেকেই খুলতে হয়,

কেউ বলে না, "ভাত ঢাকা আছে, খেয়ে নে বাবা"



মাগো, এখানে জীবন স্কুলের সেই অঙ্কের মাস্টারমশাইয়ের থেকেও নিষ্ঠুর,

যার ভয়ে তোমার ছেলেটি রোজ স্কুল পালাতো,

জীবন এখানে ঝড়ের রাতে প্রদীপের শিখার মতো

ফুরিয়ে যাবার ভয়ে বাঁচার কি আপ্রাণ চেষ্টা. . . . . .





মাগো, এখানে কোনো নববর্ষের উল্লাস নেই,

আছে শুধু আরও একটা দিন টিকে থাকার প্রচণ্ড আকুতি।



মাগো, আমি ভালো নেই,

তুমি ভালো থেকো . . . . . . . . :((









*********************************************************

সবাইকে নববর্ষের শুভেচ্ছা - নতুন দিনগুলো আরও ভালো কাটুক

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০১

অরণ্যতা বলেছেন: প্রবাস অনেক অনেক কষ্টের। ১০ মাস ছিলাম প্রবাসে। দেশের আনন্দ কোথাও নাই।

আহারে দেশের নেতানেত্রীগুলা যদি একটু মানুষ হত সবাইকে প্রবাসে এত কষ্ট করতে হত না!

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৪

নিক-অনিক বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য :)


আসলে আমরা জেনেশুনেই আসি - যখন আর কোনো উপায় থাকে না, তখনই :(

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

স্বঘোষিত মিসির আলী বলেছেন: অনিক তুমি ফিরে আসো :((

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪

নিক-অনিক বলেছেন: বিএসসি টা শেষ হোক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.