![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1. Circumlocution
noun
এর অর্থ প্রয়োজন এর অতিরিক্ত শব্দ ব্যবহার করে ঘুরিয়ে কথা বলা।
ex: The lawyer's circumlocution left everyone in the courtroom bewildered.
এর adjective হলো circumlocutory
2. Circumscribe
verb
এর অর্থ কোনো কিছুকে আয়ত্বের মধ্যে আনা, limited করা
ex: The barbed wire fence circumscribed the movement of the prisoners.
এর adjective: circumscribed, noun: circumscription
3. Circumspect
adjective
এর অর্থ কোনো কাজে নামার আগে সবকিছু
খুঁটিয়ে পরীক্ষা করা
ex: The circumspect leader was shrewd enough not to boycott the general election.
4. circumvent
verb
এর অর্থ ফাঁকি দেয়া
ex: The clever lawyer circumvented the existing tax law.
......................................................................
এই চারটি word মনে রাখার উপায়:
একই রকম চারটি word নিয়ে confusion তৈরি হওয়াই স্বাভাবিক।
চারটি word এর ই প্রথমে circum
প্রথম word টি ভেংগে ফেলি
ধরি,
circum= circle
locution= location
মনে করুন কাউকে আপনি আপনার বাড়ির নির্দিষ্ট location না দেখিয়ে চারপাশে circle বানিয়ে ঘুরাচ্ছেন এটিই circumlocution
দ্বিতীয় টার ক্ষেত্রে মনে রাখুন subscribe
যেমন আপনি একটি youtube channel এ subscribe করলে আপনি সেখানে লাইক, কমেন্ট সহ সব ভিডিও সহজে দেখতে পান, তেমনি কোনো কিছুকে circumscribe করলে আপনি সেটিকে নিজের control এ আনবেন।
তৃতীয় টির ক্ষেত্রে spect= inspect,
inspect মানে তদন্ত করা circumspect মানে কোনো ঘটনা ঘটার আগেই তদন্ত করে দেখা যে এর পরিনতি কী হবে
চতুর্থটি সবচেয়ে সহজ। vent মানে ফাটল, নির্গমপথ। বোঝাই যাচ্ছে circumvent মানে কী হতে পারে।
©somewhere in net ltd.