![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মানীর টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স করছি। এর আগে বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজী(আইইউটি) থেকে মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর করেছি। পড়াশোনার পাশাপাশি হাল্কা পাতলা গান বাজনা করি। আর ঘুরে বেড়াই। শখের বশেই লেখালিখি করি মাঝেমাঝে। নিজের স্বপ্ন আর না বলা কথাগুলোকে কিছু শব্দের মাঝে বেধে রাখার নির্মল আনন্দগুলো নিতে চাই। ফেসবুক: https://www.facebook.com/tousif.iut
আইইউটিতে থাকাকালীন সময়, জ্বর কিংবা কোন ছোটখাট কারণে শরীর খারাপ করলেও ব্যাগটা গুছিয়ে সোজা বাসায় (চট্টগ্রাম) চলে যেতাম। এর পরে বেচে থাকি, নাকি মরে যাই, এটা কোন ব্যাপার না। বাসায় আছি, এটাই বড় কথা। যা করার আম্মাই করবে
জার্মানীতে আসার পরে আল্লাহের রহমতে কোন বড় ধরণের অসুখে পড়ি নাই। ছূটকা ছাটকা সর্দি কাশি কিংবা মাঝেমধ্যে ব্যাকপেইন হলেও, এসবের সাথে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হয় নাই। কিন্তু গতকাল হঠাৎ করে যখন আকাশ বাতাস প্রকম্পিত করে জ্বর আসল, তখন খুব ইচ্ছে করছিল ব্যাগটা গুছিয়ে বাসায় চলে যাই। বেশি না তো, মাত্র ১৫ ঘন্টার ফ্লাইট টাইম। এর পরে আর কোন টেনশান নাই। যা করার আম্মাই করবে।
সবসম্ভবের এই দেশে, চাইলে সবই পাওয়া যায়। শুধু পাওয়া যায় না মায়ের ভালবাসা।
©somewhere in net ltd.