নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকথা

তৌসিফ বিন আলম

জার্মানীর টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স করছি। এর আগে বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজী(আইইউটি) থেকে মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর করেছি। পড়াশোনার পাশাপাশি হাল্কা পাতলা গান বাজনা করি। আর ঘুরে বেড়াই। শখের বশেই লেখালিখি করি মাঝেমাঝে। নিজের স্বপ্ন আর না বলা কথাগুলোকে কিছু শব্দের মাঝে বেধে রাখার নির্মল আনন্দগুলো নিতে চাই। ফেসবুক: https://www.facebook.com/tousif.iut

তৌসিফ বিন আলম › বিস্তারিত পোস্টঃ

হুজুগে বাঙ্গালী এবং আমাদের ভবিষ্যত

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

জনৈক মা ও মেয়ের কথোপকথন।

মেয়েঃ আচ্ছা মা। আমরা পয়লা বৈশাখ কখন পালন করি?
মাঃ ১৪ এপ্রিল মা। :)
মেয়েঃ আর পয়লা ফাল্গুন?
মাঃ ১৩ ফেব্রুয়ারী। :)

মেয়েঃ আচ্ছা মা। আজকে কত তারিখ?
মাঃ আজকে হল XX-XX-২০XX :|
মেয়েঃ উহু। ইংরেজী তারিখ না। বাংলায় কত তারিখ? :-/
মাঃ আমি কি বাংলা ক্যালেন্ডার নিয়ে বসে আছি নাকি X(
মেয়েঃ প্লিজ মা। বল না। প্লিজ। :((
মা (রাগত স্বরে)ঃ চুপ থাক, বেয়াদপ কোথাকার। পড়ালেখার নাম নাই, খালি আজেবাজে জিনিস নিয়ে বাড়াবাড়ি। যাও পড়তে বস। X(( X((
(কাল্পনিক)

আমি জানি, আমার বউ বাচ্চার ও এই দশা হবে। একই ঘটনা ঘটবে আপনার পরিবারেও। কোন ভুল নাই।
কারণ আমরা হুজুগে বাঙ্গালী। কিছুই করার নাই। :P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

ভালমানু২২ বলেছেন: যারা বাঙালি বাঙালি বলে চেঁচা মেছি করে তারাই বাঙালি সভভতা নস্ত করতেছে

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: আশ্চর্য আপনাদের শিক্ষা। ১৪ই এপ্রিল ২০১৫ খ্রিস্টাব্দ বলার পরিবর্তে ১ লা বৈশাখ ১৪২২ আকবরী বললেই আমরা বাঙালি হয়ে যাব - এরকম উদ্ভট চিন্তা আপনার মনে এলই বা কেন? যেটাকে আপনারা বাংলা সন বলছেন - সেই আকবরী সন আমাদের দৈনন্দিন কোন কাজে লাগে? সম্রাট আকবরের হিজরি সন থেকে ফসলী সনে পরিবর্তন করা বছর নিয়ে আমাদের গর্ব করারই বা কি আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.