![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মানীর টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স করছি। এর আগে বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজী(আইইউটি) থেকে মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর করেছি। পড়াশোনার পাশাপাশি হাল্কা পাতলা গান বাজনা করি। আর ঘুরে বেড়াই। শখের বশেই লেখালিখি করি মাঝেমাঝে। নিজের স্বপ্ন আর না বলা কথাগুলোকে কিছু শব্দের মাঝে বেধে রাখার নির্মল আনন্দগুলো নিতে চাই। ফেসবুক: https://www.facebook.com/tousif.iut
তোমরাই ১৬ কোটি মানুষকে হাসাও।
তোমরাই ১৬ কোটি মানুষকে কাদাও।
তোমরাই ১৬ কোটি মানুষকে স্বপ্ন দেখাও।
তোমাদের খেলা দেখার জন্য আমরাই অপেক্ষা করি পুরোটা সপ্তাহজুড়ে। রাত জেগে, পরীক্ষার পড়া বাদ দিয়ে, চাকরি ফেলে আমরাই ছুটে যাই তোমাদের অনুপ্রেরণা দেয়ার জন্য।
এইটুকু নুন্যতম ডেডিকেশান কি আমরা তোমাদের কাছ থেকে আশা করতে পারি না।
কেন এত খামখেয়ালী ? কেন?
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
ভাঙ্গা হৃদয় বলেছেন: ভাই আফগানিস্থান আর জিম্বাবুয়ে হারানোর জন্য মাথায় তোলার ফল আমরা পাইতেছি। টার্গেট ৩৫০ আপ ধরে রাখেন।