নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাদ্দার

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

গাদ্দার

গাদ্দার › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কিংবা ফেসবুক এখনো বইয়ের বিকল্প হতে পারেনি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২০

ব্লগ কিংবা ফেসবুক স্ট্যাটাস থেকে আমি আপনি নিশ্চিতভাবেই অনেকগুলো বিষয়ের সাথে পরিচিত হচ্ছি। কিন্তু আমরা যদি বই না পড়ি তাহলে এসকল জানা সবই অসম্পূর্ণ থেকে যাবে। কি বামপন্থী কি ডানপন্থী এটা সবদিকে থেকেই ক্ষতিকর। ব্লগ কিংবা ফেসবুক স্ট্যাটাস সকলের মাঝে জানার কৌতুহল সৃষ্টি করার ক্ষেত্রে সহায়ক। কিন্তু আমরা যেনো অন্য আরেকটি ব্লগ কিংবা ফেসবুক স্ট্যাটাসের মাঝে সেই কৌতুহলের অপমৃত্যু না ঘটাই।



বেশিরভাগ ব্লগার এবং ফেসবুক স্ট্যাটাস দাতা জনপ্রিয় ব্যক্তিরা কুতর্ক করতেই বেশি পছন্দ করেন বলে আমার মনে হয়। আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতিটাকে ভীষণভাবে নষ্ট করেছে। আমরা সবকিছুতে বাড়াবাড়ি পছন্দ করি। একে অপরকে শুধু ঘায়েল করতেই পছন্দ করি। ফেসবুকে রাজনীতির একটি অপসংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে সেটা হলো কেউ হারতে রাজি না। অপরকে হারিয়ে মজা লুটতে সবাই পারঙ্গম। এবং সে কারণে কোনো তর্কই শেষ পর্যন্ত যুক্তির ধার ধারে না। এদের বেশিরভাগেরই জ্ঞান খুবই সীমিত, বিশেষত ব্লগ কিংবা ফেসবুক নির্ভর অর্থাৎ অসম্পূর্ণ। এরা যুক্তি ও জ্ঞানতাত্ত্বিক তর্কের বদলে কথার খেলায় মেতে উঠে, ব্যক্তিগত আক্রমণ করে বসে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে অনেক বাম নেতা কর্মীর মধ্যেও এ প্রবণতা ভীষণভাবে বিদ্যমান।



কয়েকজন অবশ্যই ব্যতিক্রম আছেন। যারা আসলেই জেনেশুনে ব্লগ অথবা ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেন। যেগুলো পড়ে আমরা উপকৃত হতে পারি। কিন্তু আমরা নিজেরা যদি বই না পড়ি তাতে আসলে সেই ব্লগারের বক্তব্য পুরোপুরি উপলব্ধি করা আমাদের জন্য কঠিন হবে। তাই শেষ কথা একটাই, বই পড়তে হবে। এবং অবশ্যই নির্দিষ্ট কোনো ইজম ভিত্তিক বই না পড়ে সকল কিছুই পড়া উচিৎ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

স্বপনচারিণী বলেছেন: সকল ধরনের বই পড়া উচিৎ। বিশেষ কোন পছন্দ থাকলে তা আগে পড়া দরকার। বই এর তুলনা শুধু বই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.