![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষার পালা শেষ। অবশেষে গুগল ট্রান্সলেশন সার্ভিসে অন্তর্ভূক্ত হলো বাংলা। ইচ্ছা মত অনুবাদ করুন যেকোনো ভাষা থেকে আমাদের মাতৃভাষায়। অসংখ্য ধন্যবাদ গুগলকে এবং অবশ্যই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সার্ভিসটি শুরু করতে। ব্রাউজ করুন http://www.translate.google.com
২১ শে জুন, ২০১১ রাত ৮:২২
স্বপ্নশহর বলেছেন: মাত্রই তো শুরু হলো। অবশ্যই দশার উন্নতি হবে।
২| ২১ শে জুন, ২০১১ রাত ৮:৩৬
একাকী সমুদ্রে বলেছেন: ভাই বাংলা এমন এক ভাষা এইটার জন্য গুগল ট্রান্সলেট্রর বানানো গেছে এই জন্য গুগলকে অসংখ্য ধন্যবাদ। এরকম জটিল একটা ভাষার জন্য ট্রান্সলেট্রর বানানো আসলেই অনেক চ্যালেঞ্জিং। ধন্যবাদ গুগলকে।
২২ শে জুন, ২০১১ সকাল ৭:৫৬
স্বপ্নশহর বলেছেন: অনেক ধন্যবাদ গুগলকে। সহমত। বাংলা সত্যিই অনেক জটিল একটি ভাষা।
৩| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৪৫
মইন বলেছেন: ভালো সংবাদ।
আশা করি ভাষান্তর আরো উন্নত হবে।
২২ শে জুন, ২০১১ সকাল ৭:৫৬
স্বপ্নশহর বলেছেন: ধন্যবাদ মইন
৪| ২১ শে জুন, ২০১১ রাত ১০:০২
ফারহান আহমেদ বলেছেন: ভাই বাংলা এমন এক ভাষা এইটার জন্য গুগল ট্রান্সলেট্রর বানানো গেছে এই জন্য গুগলকে অসংখ্য ধন্যবাদ।
কিন্তু পাগলা লিখলে বাংলা যন্ত্রনা লেখা উঠে
চাই ভাষান্তর আরো উন্নত হবে।
২২ শে জুন, ২০১১ সকাল ৭:৫৯
স্বপ্নশহর বলেছেন: সমস্যা নাই ভাই। কোনো ভাষা ট্রান্সলেশনেই ১০০% সঠিক আসে না। এবং এটা সম্ভব ও না। মূল ব্যাপার হচ্ছে একটু হলেও বুঝতে পারা।
৫| ২১ শে জুন, ২০১১ রাত ১১:০০
রেজা রাজকুমার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে বিষয়টা শেয়ার করার জন্য।অনেক দিন যাবৎ প্রতীক্ষার প্রহর গুনছিলাম।
২২ শে জুন, ২০১১ সকাল ৭:৫৭
স্বপ্নশহর বলেছেন: অনেক ধন্যবাদ রেজা। আমিও অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। গুগল থেকে কোনো রেস্পন্স পাওয়া যাচ্ছিল না।
৬| ২১ শে জুন, ২০১১ রাত ১১:০১
নির্জন রহমান বলেছেন:
২২ শে জুন, ২০১১ সকাল ৮:০৪
স্বপ্নশহর বলেছেন: প্রতিটা সেন্টেন্সের শেষে ফুলস্টপ ব্যবহার করুন। অর্থ মন মত না হলে পরিবর্তন করার ও অপশন আছে। ভালো ভাবে ব্যবহার করতে শিখুন।
৭| ০১ লা জুলাই, ২০১১ সকাল ৮:০৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: খবরটা প্রথম যেদিন শুনি অনেক ভালো লেগেছিলো
১২ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৪৫
স্বপ্নশহর বলেছেন: বাংলা ভাষার জন্য এটি অনেক বড় একটি স্বীকৃতি
৮| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:৩৮
নীল-দর্পণ বলেছেন: চরম অবস্থারে ভাই!!
১২ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৪৫
স্বপ্নশহর বলেছেন: সত্যিই চরম
৯| ২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০০
ঈষাম বলেছেন: অনুবাদের অবস্থা খারাপ !
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১১ রাত ৮:০৬
আহমেদ আরিফ বলেছেন: বেহাল দশা অনুবাদের।