নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙ্গলীলার দর্শক

মোটাসোটা - গোলমুখ - চোখ ছোট একজন মানুষ

toysarwar

লেখার চেষ্টা করি।

toysarwar › বিস্তারিত পোস্টঃ

অনুবাদ: শাহরুখ খান এন্ড দি সিডাকটিভ ওয়ার্ল্ড অব হিন্দি সিনেমা

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

সম্প্রতি অনুবাদ করেছি অনুপমা চোপড়ার বই শাহরুখ খান এন্ড দি সিডাকটিভ ওয়ার্ল্ড অব হিন্দি সিনেমা বইটি। শাহরুখ খান এমন একজন অভিনেতা যার সিনেমা দেখে কয়েক প্রজন্ম বড় হয়েছে। ভারতীয় সিনেমার কিংবদন্তি সুপার স্টার অমিতাভ, শাহরুখের মিথ তৈরিতে ভারতের সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির রয়েছে বিশেষ ভূমিকা। নব্বই দশকে অস্থির হয়ে উঠা ভাঙ্গতে থাকা ভারতীয় সমাজে ভারতীয় পরিচয়ের নতুন সংজ্ঞা উপস্থাপন করার চেষ্টা করেছে যে সিনেমাগুলো তার মধ্যে শাহরুখের সিনেমাগুলো অন্যতম। এ সময়ই প্রবাসীদেরকে পুঁজি করে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা বিশ্ব জুড়ে হিন্দি সিনেমার নতুন বাজার তৈরি করতে শুরু করে যার শুরুর পথটা দেখিয়েছিল শাহরুখ খান কেন্দ্রিক কয়েক নির্মাতা।

রোমান্টিক নায়ক হিসেবে শাহরুখ খানের উত্থান বিস্ময়কর। অাবার শাহরুখই সেই নায়ক যার সাফল্যের শুরুটা ছিল এন্টি হিরো/খল চরিত্র দিয়ে। অাবার যে শাহরুখ স্রেফ রোমান্টিক সিনেমা করতে চায়নি কখনই সেই হয়ে উঠে এক সময়ের শ্রেষ্ঠ প্রেমিক চরিত্র। অথচ শাহরুখের চেহারা বলিউডের প্রচলিত ধারনা মতে নায়কোচিত ছিল না। কোন ঐতিহ্যবাহী বলিউড পরিবারেও সে জন্মায়নি। পাকিস্তান থেকে বিতাড়িত এক পাঠান মুসলমানের ঘরে তার জন্ম। মঞ্চ, টেলিভিশন ডিঙ্গিয়ে সুপার স্টার হবার ইতিহাসও হিন্দি সিনেমায় বিরল। জীবনের প্রথম শর্ট ফিল্মে সে করেছে এক্সট্রার অভিনয়।

এ বই শাহরুখের প্রাত্যহিক জীবনের কাহিনী বা বলিউডের চটুল গসিপ কাহিনীর অনুবাদ নয়। অাবার এসঅারকে ফ্যানদের মত তাকে শ্রেষ্ঠত্ব দেবার প্রচেষ্টাও না। বরং শাহরুখের বেড়ে উঠার সাথে সাথে কিভাবে শাহরুখ খানের কিংবদন্তি তৈরি হয়েছে তার একটা উত্তর এই অনুবাদে খোঁজার চেষ্টা করা হয়েছে। এতে যেমন শাহরুখের ব্যক্তি জীবনের উপর অালোকপাত করা হয়েছে তেমনি বলিউডের সিনেমার কিছু বৈশিষ্ট্য ও ইতিহাস তুলে ধরা হয়েছে। যারা বলিউডের সিনেমা দেখেন বা বিনোদন জগৎ নিয়ে ভাবনা চিন্তা করেন তারা এই বই থেকে চিন্তার কিছু খোরক পাবেন। পাঠককে পাঠের অামন্ত্রন রাখছি।

বইটি কিনতে পারেন -
১) Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: :|

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: বইটি সংগ্রহ করবো।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

toysarwar বলেছেন: Thank You

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.