![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র 9000/- ভ্যাট জমা দিলে পাওয়া যাবে 565570/- টাকা । আমার এক কলিগকে কিছুক্ষন আগে এই অফারটি দেওয়া হয়।
উনি টাকা জমা দিতে গিয়ে ফ্লেক্সি লোডের এজেন্ট নিষেধ করায় বিষয়টি আমাদের সাথে শেয়ার করেন।
এই মাত্র ডিকশেনারী বহির্ভূত কিছু গালি দিয়ে অন্য নাম্বার থেকে এই 01760 572334 নাম্বারে ফোন দেওয়া হলো।
দেখুন তো এই প্রতারক এখন কোথায়? গ্রামীন ফোনের দৃষ্টি আকর্ষন করছি।
২| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
একাকী বালক বলেছেন: আপনার কলিগের মত বেকুব এতদিন পরও আছে? খ্যাক খ্যাক।
৩| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫০
সাদা মনের মানুষ বলেছেন: এই মাত্র ওকে ফোন দিলাম, ও বলল কিছুক্ষণের মধ্যেই আমাকে কল ব্যাক করবে । ভাবলাম নিজের টাকা খরচ করে লাভ কি? দেখি বাটপারটা ফোন দেয় কিনা, তবে আমি নিশ্চিত ও ফোন দিবে না । আর না দিলেও সমস্যা নাই ও বুঝতে পারবে যে ভবিষ্যতে বাটপারি করাটা কঠিন হবে ।
৪| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০০
এম. মাসুদ আলম. বলেছেন: এই মাত্র ফোন করলাম। ব্যাটা খুব চালাক।
৫| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৪
স্বপ্নরাজ বলেছেন:
এই সব ফোনতো এখন ডাল ভাত। তবে আপনার কলিগের মত লোক দুস্প্রাপ্য হয়ে যাচ্চে.. .....ভাই উনার নম্বরটা দেনতো একটু ধান্দা নিয়ে দেকি........
৬| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৬
দুই দুয়ারী বলেছেন: বেকুবরা একটু ধরা না খাইলে চালাক হৈব কেমনে? ফেলেক্সির বেটারে মাইনাচ।
৭| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১০
উপরঅলা বলেছেন: স্বপ্নরাজ বলেছেন:
এই সব ফোনতো এখন ডাল ভাত। তবে আপনার কলিগের মত লোক দুস্প্রাপ্য হয়ে যাচ্চে.. .....ভাই উনার নম্বরটা দেনতো একটু ধান্দা নিয়ে দেকি........
৮| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩১
শরীফ মহিউদ্দীন বলেছেন: স্বপ্নরাজ বলেছেন:
এই সব ফোনতো এখন ডাল ভাত। তবে আপনার কলিগের মত লোক দুস্প্রাপ্য হয়ে যাচ্চে.. .....ভাই উনার নম্বরটা দেনতো একটু ধান্দা নিয়ে দেকি........
৯| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই দয়া করে ১২১ এ ফোন দিয়ে বলেন কাহিনি। তাহলে ওরা ঐ একাউন্ট সাথে সাথে বন্ধ করে দিবে। আমার খুব পরিচিত ২ জন গ্রামীন কাষ্টমার কেয়ারে চাকরী করে, তাদের কাছে শুনেছি। এই বিষয় গুলি গ্রামীন সহ সব কম্পানি খুব সিরিয়াসলি নেয়।
১০| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
মেহদী১০ বলেছেন: এ সময়েও বেকুব লোক আছে তা আপনার বন্ধুকে দেখে বোঝা যায় । এসব নিয়ে কত কি হয়ে গেল জিপি বিগ্গাপন পর্যন্ত দিল তাও যদি হুস না হয় তাহলে কার কি করার আছে ।
১১| ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
রাসেল আরেফিন বলেছেন: আপনার কলিগের মনে হয় অনেক লোভ। এত লোভ ভাল নয়।
দেশের সবচেয়ে বিরক্তিকর লোক - চিনে রাখুন
১২| ২৩ শে মার্চ, ২০১২ রাত ৮:০৭
মোঃ আবদুল হাই বলেছেন: প্রতারকেরা বোঝে কোন "আবুল"কে ফাঁদে ফেলা যাবে-তাকেই ফোন করে।
১৩| ২৩ শে মার্চ, ২০১২ রাত ৮:০৮
মোঃ আবদুল হাই বলেছেন: আপনার কলিগেরমত বেউকুব্দের ধরা খাওয়াই উচিত।
১৪| ২৩ শে মার্চ, ২০১২ রাত ৯:৩৫
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: একমাত্র 01711567890 এই নাম্বার থেকে কল করলেই বুঝবেন আপনাকে জিপি থেকে কেউ কল করছে... অন্যথায় নয়। আর শিওর হওয়ার জন্য ১২১ নাম্বারতো আছেই....।
১৫| ২৩ শে মার্চ, ২০১২ রাত ১০:৪০
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
প্রায় একই রকম একটা অফার পাওয়ার পর আমি জিপিতে নিচের মেইলটা দিলাম।
Dear Concerned,
I would like to inform you that today between 7.30 to 8.30 pm I received a call from a GP number 01760475397. From that number one Mr. Nahid (who claimed himself as a GP official) informed me that as a GP STAR subscriber I won a lottery of BDT 3,62,000/- (Three lac and Sixty Two thousand). He also instructed me to send a government VAT of BDT 16,220/-(Sixteen thousand Two hundred and Twenty) to his GP number (already mentioned) to get the lottery prize money. In addition to this he told that the payment of the VAT should be made by flexiload within 45 minutes by today to become eligible to get that prize money otherwise I may miss that money.
As he told me that a SMS regarding GP STAR subscriber lottery was send to me on 21st November 2011, I checked my INBOX and did not found the SMS.
Several points such as, a pre payment of BDT 16,220/- for government VAT, the way of the payment of government VAT and lastly the mysterious SMS regarding the lottery that I did not find, raised my suspicion that a possible fraud attempt is being carried out by someone in the name of so called GP STAR subscriber lottery.
Be advised to check the call records and track records of the bill payment by flexiload of the mentioned GP number in this regard.
This is FYIANA.
Feel free to contact me for further query.
জিপির জবাবঃ
Greetings from Grameenphone Limited!
Thank you for communicating with us and bringing this issue to our attention. Regarding your email please be informed that Grameenphone is not offering such offer and we are unable to provide assurance regarding this matter. But it has been observed that, fraud activities have been spread into different aspects, and it is a matter of great regret that some deceivers are trying to persuade our subscribers through capitalizing the image of Grameenphone. Please be informed that, we have already notified such issue through different newspapers and media and mentioned that only one unique number should be considered as the official number of Grameenphone which is 121. Moreover, you can communicate with Law Enforcing authorities. If they communicate with us we will co-operate them accordingly.
Thank you once again for your kind understanding and keeping trust on Grameenphone. Please feel free to communicate with us along with your contact number.
Best regards,
------------------
Customer Service
Grameenphone Limited
২৩ শে মার্চ, ২০১২ রাত ১০:৫০
ত্রিকালদর্শী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে Actual Information টি শেয়ার করার জন্য। আমি এখনই এর প্রিন্ট কপি আমার কলিগকে পাঠিয়ে দিচ্ছি। আবারো ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
ব্লুম্যাজিক বলেছেন: অই বেটা ঠিকই আছে, যে কারো কথা হুন্নাই যাচাই করা ছাড়া হুদাই ফাল পাড়ে হেরা অইল গিয়া আসল বেকুব।