![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কথা বলা হয়নি............. হয়তো কোন ভয়ে, অস্বস্তিতে, কোন বিধিনিষেধের বেড়াজালে। তেমন কিছু কথাই বলতে এসেছি।
Samsung Galaxy Young S6310 ফোনটি কিনব ভাবছি। কিন্তু ফোনটি বিভিন্ন মোশন সেন্সর-গেম সাপোর্ট করে কিনা কিভাবে বুঝব? যে সকল গেম খেলতে শুধুমাত্র ফোন নাড়াচাড়া করলেই হয় সেগুলোকেই তো মোশন সেন্সর গেম বলে, তাই না? ফোনটিতে ঐসকল গেম চলে কিনা তা কিভাবে বুঝব? ফোনটিতে প্রি-সেট যেসকল গেম আছে, তার কোনটিই তেমন কোন গেম নয়। রিভিউ তে দেখলাম ফোনটিতে প্রক্সিমিটি সেন্সর আছে। খুব সম্ভবত কম্পাস নেই। মোশন সেন্সর গেম খেলতে কোনটি প্রয়োজন?
টেঁকি ভাইয়ারা একটু হেল্প করুন
ধন্যবাদ
২| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০০
সবুজ মানব বলেছেন: ল্যান্ডস্কেপ টু পোট্রেইট -->মোশন সেন্সর
কথা বলার সময় ফোনের সামনে হাত দিলে ফোনের অফ হয়ে থাকা স্ক্রিন অন হয়ে যায়--> প্রক্সিমিটি
৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫
ত্রিদীব বলেছেন: accelerometer sensor 2D নাকি 3D? 3D games যেমন Racing Moto ইত্যাদি কি চলে? ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৪
নগর সংগীত বলেছেন: আমার এই ফোন আছে, মোশন সেন্সর গেম খেলা যায়।