![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] http://trivuz.com ব্লগিং করে সমাজ পরিবর্তনের ফ্যান্টাসি আর নাই
এক বন্ধুর সাথে বাংলায় চ্যাট করতে গিয়ে ঝামেলাটা হয়েছে। সবকিছু কি বাংলায় সম্ভব? আমরা প্রায়ই কোন বন্ধুকে বলি, মিসিং ইউ (Missing You).... বা I Miss You....
এখন কথা হলো Missing You কথাটা বাংলা বলতে গেলে কি বলা উচিত?
১) আমি তোকে হারিয়ে ফেলেছি?
২) তুই হারিয়ে গেছিস?
৩) হারাচ্ছিস তুই?
৪) আমি তোমার শোকে কাতর ছিলাম - (বিডি আইডল)
৫) তোকে মনে পড়ছে ভীষণ - (আইরিন সুলতানা)
৬) তোমাকে অনুভব করছি সারাক্ষণ - (আইরিন সুলতানা)
৭) তোরে লাই পরান আমার পুরতেছিলো রে পাখী----- - (চোরকাঁটা)
৮) "তুই কোনায় আছিলি? তোর লাই আর কলিজা হাডি যায়!!" - (চোরকাঁটা)
৯) তোকে ভীষণ মনে পড়ছে - (জুবাইর রেযা )
১০) "আমি তোমার শূণ্যতা অনুভব করছি" - (এ. এস. এম. রাহাত খান)
১১) তোমাকে মনে পড়ছে বা পড়েছে খুব। - (তাসমান )
১২) তোমার অনুপস্থিতিটা পীড়া দিচ্ছিল.. তুমি হীনা শুনা শুনা - (পারভেজ)
১৩) মন কান্দে তোমার লাগি। - (কে আমি)
১৪) "তুমি আছো, সবই আছে; তুমি নাই, কিছু নাই" - (প্রতিফলন)
১৫) "তোমাকে ছাড়া বাঁচবনা" - (_তানজীর_ )
১৬) তুমার শোকে পাথর হয়া গেছি - (তামিম ইরফান) (হাসতে হাসতে বলতে হবে
)
১৭) আফা কই গ্যালা-কই গ্যালা - (বিবেক সত্যি) বি.স'র মিস করার মত কেউ নাই... আপারে মিস করে.. আহারে..
১৮) ইসস যদি তুই থাকতি! - (সবাক)
১৯) কেন জানি তোর প্রয়োজন - (সবাক)
২০) মনে হচ্ছিলো তুই কাছে আছিস! - (সবাক)
১৯) "তোমার বিরহে কাতর" - (আবূসামীহা)
২০) পাচ্ছিনা তোমাকে ঠিক যেভাবে মনে আসছো। - (সুরভিছায়া)
২১) .অনেকদিন তোমাকে দেখিনা... তুমি ঠিক আছো তো? - (চিটি)
২২) আমি তোমারে মনে করতাসি। - (প্রমিত কুমার)
২৩) আমি তোমাকে অনুভব করছি সারাক্ষন...... - (আবু সালেহ)
২৪)
আষাড় শ্রাবন মানে নাতো মন
ঝরঝর ঝরঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে!(দুঃখ দুঃখ, কান্না কান্না ) - (কোজাগরী চাঁদ)
২৫) "তোমার জন্য মন পুড়ে" - রাজর্ষী
২৬) তোর কথা মনে পড়ে - (আরিফ থেকে আনা)
২৭) তুমি কৈ? - (বিবর্তনবাদী)
২৮) ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়? - (বিবর্তনবাদী)
২৯) 'তোয়ারে খুব মনত পরে আর' - (শফিউল আলম ইমন)
৩০) 'তোয়াল্লাই আর পেট ফুরের'>>>> চাটগাঁইয়া। - (শফিউল আলম ইমন)
৩১) 'তোমাকে অনুভব করছি' - (শফিউল আলম ইমন)
৩২) তোর জন্য মন কাঁদে। / তোর অভাব বোধ করছি। - (বন্ধনহীন)
৩৩) তোকে মিস করছি। - (বন্ধনহীন) : বন্ধনহীনের মতে এটাই বাংলা।
৩৪) তুই যদি আমার হইতি রে। আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, // আমি কি তোর আপন ছিলাম না! - (পথিক৪১৭)
৩৫)
আমার প্রিয়তমা তোমার বিরহে সব শূন্য লাগছে,
বুক খালি খালি নয়ন উদাস মন বিমনা হয়েছে। - (পলাশমিঞা)
৩৬) মন আমার আন্চান আন্চান করে। - (রাজর্ষী)
৩৭) আমি তোমার অভাব অনুভব করছি। - (নোক্সেনডার)
৩৮) অনুভবে তুমি ( I feel you/আক্ষরিক)/ আমি তোর (তোমার) অভাব অনুভব করি।/ কিংবা, আমি উপলব্ধি করি (করছি) তোমায়। - (আশরাফ মাহমুদ)
৩৯) কোথায় হারালে... - (এক্স ফাইলস্)
৪০) পেট পুড়ে, মন পোড়ে, পরাণ পোড়ে" ... - (নুশেরা)
৪১) ত্রিভুজ ভাই কই? আপনের জন্য পেট পুড়তেছে। - (রন্টি চৌধুরী) -এই প্রয়োগটা মনে হলো কাছাকাছি গিয়েছে..(একটু আগেও অবশ্য পেট পুড়ছে এর মানে বুঝতে পারিনি)..
৪২) এই ভেতরে সব জাগতিক পূর্নতার ভীড় সত্তেও তোমার শূন্যতাই সত্য - (আরিফুল হোসেন তুহিন)
৪৩) " ওই! তুমি কই? " - (পাতাকুড়ানি) দু:খ দু:খ মুখ নিয়ে বলতে হবে...
৪৪) তুমিহীনা আমার মাঝে দিগন্তের শূন্যতা। - (মেহরাব শাহরিয়ার)
৪৫) তোমার নিঃসঙ্গতা আমাকে কষ্ট দিচ্ছে - (তাজুল ইসলাম মুন্না)
৪৬) প্রতিমুহুর্তেই তুমি - (অবকাশ)
৪৭)
তু নাহী তো কুছ নাহী
তেরে বিনা জীভন শুনা - (পীরসাহেব)
৪৮) তোর অভাব বোধ করছি - (ফাহমিম )
৪৯) "তুঁই কিঁতা গেঁইয়িইই, আঁই তুঁয়ারে ছাঁড়া থাঁইকবার ফাঁরিনো।" - (তাজুল ইসলাম মুন্না ) (এটা নাকি স্বরে বলতে হবে)
৫০) "তোমাকে চাই" - (বিবেক সত্যি)
৫১) তোমারে পাইতাছিনা - (পথচারী)
৫২) তুমি কনে - (পথিক!!!!!!!)
৫৩) তুমি নেই, মন ভাল নেই.... - (কালপুরুষ)
৫৪) ফাইট্টা যায়...বুক্টা ফাইট্টা যায়... - (অ্যামাটার)
৫৫) কৈ থাকো? কার লগে টাংকি মারো? দেখা পাই না কেন? ফোন ধরো না কেন? - (ক্রিকেট ফ্যান)
৫৬) আমি তোমার অনেক দুরে, কিন্তু কাছে আসতে চাই - (বাংলার মানুষ)
৫৭) কোথায় শুলে গেশিলা ? - (সুরভিছায়া)
৫৮) মিসিং ইউ এর সঠিক বাংলা "মিসিং ইউ" - (তাজুল ইসলাম মুন্না)
৫৯) হৃদয়ে হারাই - (সুলতানা শিরীন সাজি)
৬০) "তোমাকে দেখতে ইচ্ছে করছে" - (শাহানা)
৬১) মিসিং ইউ?
- মানে ইউকে মিস করছি .... মানে ইংলান্ডে যাইতে চাই
।
- তোমাকে মিস করছি
- তোমার অভাব বোধ করছি। - (মাহবুবা আখতার)
৬২) আবেগে তুমি, অনুভবে তুমি। - রেডিও বাংলাদেশ বেতার
৬৩) অনুভবে তুমি... - (মদন)
৬৪) আমি তোমার শুন্যতা মনে প্রাণে অনুভব করছি- (প্রেমের ক্ষেত্রে) তোমায় ছাড়া অসম্পূর্ন লাগছে- (অন্যান্য ক্ষেত্রে) - (সুমাইয়া মুনিরা)
৬৫) আই মিস ইউ। অর্থাৎ, তোমাকে খুব মনে পড়ছে। কিংবা, আই উইল মিস ইউ। মানে, তোমাকে খুব মনে পড়বে। - (আমিনুল ইসলাম)
৬৬) তোর জন্য মরে যাচ্ছি - (তোমার বৃষ্টিতে হাটি)
৬৭) পাগ্লী তোর জন্যে দিগন্তে পাখির ঊড়ান
------তুই এলিনা, এলিনা, এলিনা আমার কাছে - (উবুনটু)
৬৮) তোমায় ছাড়া খুব একা একা লাগছে। - (জানা)
৬৯) (মন থেকে বললে) - তোমায় কাছে পেতে চাই/
(আর মন থেকে না বললে) - তুমি দুর হও আমার সামনে থেকে - (বাংলার মানুষ)
৭০) কুণ্ঠে গেলা (দুকখু দুকখু মুডে বলতে হবে)
মিচ করাতাচি (বত্রিশ দাঁত দেখাইয়া বলথে হবে)
- বাংলার CUPID
৭১) Miss = মহিলা / মেয়ে / নারী - Ing = এছে - You = তুমি
তার মানে missing you এর অর্থ = মহিলাছে / মেয়েছে / নারীছে তুমি -(জেমিনি)
-... আর কিছু?
২| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২২
ত্রিভুজ বলেছেন: ওহ.. তাই কি?
৩| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৩
মিলটন বলেছেন: হুম ত্রিভুজ চিন্তায় ফালায়া দিলেন।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৫
ত্রিভুজ বলেছেন: চিন্তা করে কিছু একটা বলেন...
৪| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৩
আইরিন সুলতানা বলেছেন: হা হা হা..
এর বাংলা, সরাসরি, শব্দার্থগত দিক দিয়ে করলে মুল ভাবটাই মিসিং হয়ে যাবে..
তারচেয়ে ভাবার্থে বলা যায়-
১. তোকে মনে পড়ছে ভীষণ
২. তোমাকে অনুভব করছি সারাক্ষণ
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৮
ত্রিভুজ বলেছেন: এই দু'টো লাই মনে হচ্ছে ভাবটা কিছুটা হলেও প্রকাশ করতে পারছে.. কিন্তু Missing You বা I Miss You বলে আমরা আসলে যা বুঝাই, তা পুরোপুরি করতে পারছে? আমার মনে হয় পারছে না...
অনুভব ইংরেজী Feel... তাহলে I feel you কি বাংলা হবে?
৫| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৪
চোরকাঁটা বলেছেন: তোরে লাই পরান আমার পুরতেছিলো রে পাখী-----
এরকম কিছু হবে মনে হ্য়!
অথবা - " তুই কোনায় আছিলি? তোর লাই আর কলিজা হাডি যায়!!"
৬| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৬
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আমি জানিনা এটা কতটা উপযুক্ত,
bt missing u দিয়ে "আমি তোমার শূণ্যতা অনুভব করছি" এটাই বুঝি...
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৬
ত্রিভুজ বলেছেন: হ্যাঁ, এটা মূল ভাবের কাছাকাছি... বলা যায় প্রায় একই.. কিন্তু "মিসি ইউ" একটু অন্যরকম না? আর লেখার জন্য ওটা ব্যবহার করলেও বলার সময় যদি ব্যবহার করেন তাহলে কেমন দেখায়?
ধরুন আপনি গিয়ে কাউকে বললেন, "আমি তোমার শূণ্যতা অনুভব করছি"... তাহলে তো আঁতেল বইলা দৌড়ানি দেয়ার একটা সম্ভাবিলিটি চরম ভাবে হ্যাজ.. কি বলেন?
৭| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৫
ত্রিভুজ বলেছেন: হা হা হা @ চোকাঁটা... জটিল!
৮| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৫
জুবাইর রেযা বলেছেন: তোকে ভীষণ মনে পড়ছে
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৩
ত্রিভুজ বলেছেন: হুমমম.. কাছাকাছি গিয়েছে.. কিন্তু মনে হয় এরচাইতেও বেশী কিছু...
৯| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৮
বিবেক সত্যি বলেছেন: আমি কাউরে মিস করিনা ... সবাই হাতের নাগালে আছে
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৬
ত্রিভুজ বলেছেন: সুখী মানুষের লক্ষণ..... গুড গুড!!
(এই কেউ আছেন, হাত তুলেন... বি.স মিস করার মত কাউকে পাচ্ছে না খুঁজে.. )
১০| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩০
তাসমান বলেছেন: তোমাকে মনে পড়ছে বা পড়েছে খুব।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৫
ত্রিভুজ বলেছেন: হুমম.... "তোমাকে মনে পড়ছে" দিয়ে বাংলায় সেটা বুঝানো হয়, সেটার আবার ইংরেজী নেই....
১১| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৭
তাসমান বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ ভাই গ্রুপে নেওয়ার জন্য।+
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫১
ত্রিভুজ বলেছেন: আরে ভাই ওয়েলকাম... নেব না কেন?
১২| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩০
কৌশিক বলেছেন: বছর দুয়েক আগে ধুসর গোধুলী ঠিক এই বিষয়টা নিয়ে পোস্ট দিয়েছিল। সেখানে কয়েক শ রেসপন্স ছিল। যদি না মুছে ফেলে থাকে একটু খুঁজে দেখতে পারেন। তারমধ্যে কার যেন কথাটা আমার পছন্দ হইছিলো। সেটা ছিল, তোর জন্য মনটা পুড়ে!
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৪
ত্রিভুজ বলেছেন: ওহ.. পোস্টটা খুঁজে দেখছি....
১৩| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩১
পারভেজ বলেছেন: তোমার অনুপস্থিতিটা পীড়া দিচ্ছিল
তুমি হীনা শুনা শুনা
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮
ত্রিভুজ বলেছেন: শুনা শুনা বিষয়টা কি? শুন্য বুঝিয়েছেন?
১৪| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩২
আইরিন সুলতানা বলেছেন:
এতো ঝামেলা হইলে, এইগুলো না বলাই ভালো মনে হয়..
অবশ্য এ.এস.এম.রাহাত খান এর কথাটাও ফেলনা না ।
তোমারি বিহনে
শূন্য পরাণে
খাঁ খাঁ মরুভুমি
বন্ধু, কোথায় তুমি !
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৯
ত্রিভুজ বলেছেন: আরে খাইসে....
১৫| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩১
ত্রিভুজ বলেছেন:
নূহান, মাইনাস দিলেন কেন? বাংলা ভাষাটা আপনার পছন্দ না?
১৬| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
েক আিম বলেছেন: মন কান্দে তোমার লাগি।
১৮ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৪২
ত্রিভুজ বলেছেন: hmmm
১৭| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
প্রতিফলন বলেছেন: "তুমি আছো, সবই আছে;
তুমি নাই, কিছু নাই"
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৪
ত্রিভুজ বলেছেন: এইটা তো পুরা ছ্যাঁকাবিতা (ছ্যাঁকা খেয়ে যে কবিতা লেখা হয়) হয়ে গেল.... বাহঃ...
১৮| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
_তানজীর_ বলেছেন: হাহা! মজা পাইলাম পোস্টটি পড়ে। লাস্ট ভ্যালেন্টাইনস ডে-তে আমার এক চাইনিজ বান্ধবী জানতে চেয়েছিল "মিস ইউ"-র বাংলা কি এবং সেটা বাংলায় লিখে দিতে। তার সম্প্রতি একটা বাঙ্গালী ছেলের উপরে ক্রাশ হয়েছে- তাকে সারপ্রাইজ দিবে। আমি পড়লাম মহা ফাপড়ে। অনেক চিন্তা করে বললাম কোন বাংলা নাই। তার পর বাকিরা ধরল আমাকে "তোমার দেশের লোক এতটাই নাদান- ভালোবাসাহীন?" আমি বললাম "আমাদের আরো ভাল জিনিস আছে। " এইবার "সেটাই বল।" আমি লিখে দিলাম "তোমাকে ছাড়া বাচবনা" হা হা।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৫
ত্রিভুজ বলেছেন: হা হা হা... এইটা তো বাংলা সিনামার ডায়লগ..
১৯| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
সাঈফ শেরিফ বলেছেন: বন্দু না বান্দুবিকে মিচ করচেন ত্রিবুঝ ভাঈ?
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭
ত্রিভুজ বলেছেন: আমারো একই প্রশ্ন... ঘটনা কি? ত্রিবুঝ ভাঈ কে জিজ্ঞাসা করতে হবে... ত্রিবুঝ ভাঈয়ের মেইল আইডে আছে?
২০| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৫
তামিম ইরফান বলেছেন: তুমার শোকে পাথর হয়া গেছি
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৮
ত্রিভুজ বলেছেন: কার শোকে তামিম? কিন্তু হাসি হাসি মুখে এই কথা বললে কেউ বিশ্বাস করবে??
২১| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৫
নাফিস ইফতেখার বলেছেন: তার আগে চ্যালেন্জ (Challenge) শব্দটার সঠিক বাংলা অর্থ বলেন......এক শব্দে.....
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫০
ত্রিভুজ বলেছেন: কুইট্টালবাম!
হইসে?
২২| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮
তারার হাসি বলেছেন: চোরকাঁটা এর জবাব সঠিক মনে হচ্ছে।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৩
ত্রিভুজ বলেছেন: চোরাকাঁটা ওটা আপনাকে বলে নাই তো আবার?
২৩| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪২
একজন ব্লগার বলেছেন: লাজবা বাজি@নাফিস!
২৪| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৪
নাফিস ইফতেখার বলেছেন: ওটা ২ শব্দ হয়ে গিয়েছে....
২৫| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৪
বিবেক সত্যি বলেছেন: ইত্যাদীর একটা "ইংলিশ ছবি বাংলা কথা" পর্বে ছিলো... আফা কই গ্যালা-কই গ্যালা... এইটা হইতে পারে...
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৭
ত্রিভুজ বলেছেন:
২৬| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৫
বিবেক সত্যি বলেছেন: এইটা কোনো আফারে মিস করলে ব্যবহার করা যাইবো
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০০
ত্রিভুজ বলেছেন: মিস করার মত তোমার কেউ নাই সেইটা বলো....
আছেন কোন সুহৃদয়বতী কইন্যা.... বি.স কে যিনি মিস করা শেখাবেন... আওয়াজ দেন... (মাইকের খরচ আমি দিমুনে..)
২৭| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৬
একজন ব্লগার বলেছেন: তাইলে খালি বাজি!
২৮| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭
হমপগ্র বলেছেন: এ খালি ইংরেজিতেই সম্ভব!
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০১
ত্রিভুজ বলেছেন: বাংলায় এরকম কিছু চালু করা যায় না?
২৯| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৮
সবাক বলেছেন:
১. ইসস যদি তুই থাকতি!
২. কেন জানি তোর প্রয়োজন
৩. মওন হচ্ছিলো তুই কাছে আছিস!
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৭
ত্রিভুজ বলেছেন: হুমমম.... ইসস যদি তুই থাকতি টা অন্যরকম হইসে... শুন্যতার্থে...
৩০| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৯
আবূসামীহা বলেছেন: "তোমার বিরহে কাতর" কেমন হয়?
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৮
ত্রিভুজ বলেছেন: বিরহ শব্দটা সবার বেলায় ব্যবহার করা যায়? যেমন ধরুন ভাই/বোন বা এমনি বন্ধুদের মিস করলে বিরহ ব্যবহার করা ঠিক হবে? (অবশ্য বিরহ শব্দটার পুরো প্রয়োগ সম্পর্কে আমার ধারনা নেই)...
তবে এই লাইনটা কারো কারো জন্য মনে হয় পারফেক্ট... কিন্তু আমার কাছে যেন কেমন ন্যাকামো ন্যাকামো মনে হয়
৩১| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৩
সুরভিছায়া বলেছেন: পাচ্ছিনা তোমাকে ঠিক যেভাবে মনে আসছো।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৪
ত্রিভুজ বলেছেন: এতবড় বড় বাক্য বলার আগেই যদি কানেকশন কেটে যায়?
যাই হোক, এটা মনে হয় কাছাকাছি গিয়েছে.. মানে অর্থটা প্রকাশ করছে.. কিন্তু পুরোটা না বা সুবিধাজনক না মনে হয়... : )
৩২| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫২
তামিম ইরফান বলেছেন: শোকে পাগল হয়া গেলে মানুষ কি না করে
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১০
ত্রিভুজ বলেছেন: ওহ.. তাও তো কথা....
৩৩| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: বাংলায় এর অর্থ বের করা অনেক জটিল।
যে যেভাবে খুঁজে সে ভাবের অর্থ বুঝায়।
Missing You).... বা I Miss You....অনেকদিন তোমাকে দেখিনা
তুমি ঠিক আছো তো?
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১২
ত্রিভুজ বলেছেন: ধরুন পরেরদিনই দেখা হলো.. তারপর বললেন Missing You.. তাহলে কি হবে?
৩৪| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০২
আবূসামীহা বলেছেন: আসলে বাংলায় সুনির্দিষ্ট একটা অর্থে কখনো এটাকে প্রকাশ করা যাবেনা। স্থান, কাল ও পাত্র/পাত্রী ভেদে এর বাংলা প্রয়োগে বিভিন্নতা থাকবে। এজন্য যে সমস্ত অনুবাদ্গুলো দেয়া তার সবগুলোই ব্যবহারোপযোগী।
৩৫| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১১
ত্রিভুজ বলেছেন: হ্যাঁ, তা হয়তো যায়.. কিন্তু যে অব্যক্ত ভাবটা আছে Missing You কথাটার মাঝে, সেটা প্রকাশ করার জন্য কোনটাকেই আমার ঠিক জুঁতসই মনে হচ্ছে না...
৩৬| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১২
প্রমিত কুমার বলেছেন: হুম মন্তব্য আর কি করুম।আমি তোমারে মনে করতাসি।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৭
ত্রিভুজ বলেছেন: হুমম.... মনে করলেই হবে? আরো কিছু যদি বুঝাতে চান? তাহলে কি করবেন?
৩৭| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৪
আবু সালেহ বলেছেন:
আমি তোমাকে অনুভব করছি সারাক্ষন......
সব ঠিক আছে ...তো??? তা তোমারে কে এই কথা বলছে সেটা আগে বলো???
৩৮| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
ত্রিভুজ বলেছেন: সালেহ মনে হচ্ছে বেশ অভিজ্ঞ....! ঘটুনা কি ভাইটু?
আমার উপরে কিসু চাপানোর চেষ্টা কইরো না.. বুঝলা! কারে অনুভব করো সেইটা কও আগে...
৩৯| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২১
কোজাগরী চাঁদ বলেছেন: আষাড় শ্রাবন মানে নাতো মন
ঝরঝর ঝরঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে!(দুঃখ দুঃখ, কান্না কান্না )
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৫
ত্রিভুজ বলেছেন: এইটা তো সিনামার গান হয়ে গেল...
৪০| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২২
আবু সালেহ বলেছেন:
কথা ঘুরাও কেন???
আমাকে অনেকে Miss করে । কিন্তু তোমাকে কে মিস করে তাই বলো??
ডুবে ডুবে জল খাচ্ছ....??
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৯
ত্রিভুজ বলেছেন: আমাকেও অনেকে মিস করে... হইসে?
আর ডুবে ডুবে জল খায় কেমনে? আমি তো গ্লাসে করে বা মগে করে খাই.. (মানে পান করি)... মাঝে মাঝে অবশ্য বোতলে মুখ লাগিও খেতে হয়... তুমি জল খাওয়ার জন্য এত কষ্ট করো? আহারে..
৪১| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৭
ত্রিভুজ বলেছেন:
দু'টোর একটিও শুনিনি মনে হচ্ছে... আপনার কাছে আছে? থাকলে কাইন্ডলি পাঠিয়ে দিবেন?
কে কিভাবে মিস করে জানছি... সবারই দেখি নিজের মত মিস করার পদ্ধতি আছে... আপনারটাও জানলাম... বেশ ভাল লাগছে... ধন্যবাদ জানা।
৪২| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: সেটা বেশ জটিল। পরের দেখা হলে সেটা তো বলার প্রয়োজন রাখে না।
৪৩| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৯
ত্রিভুজ বলেছেন: কিন্তু পরেরদিন.. এমনকি ঘন্টাখানেক পরেও অনেকে কল করে বা এসএমএস করে বলে "Missing You" ... তখন কি হবে?
৪৪| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৭
রাজর্ষী বলেছেন: "তোমার জন্য মন পুড়ে"
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
ত্রিভুজ বলেছেন: "মন পুড়ে"... বাঃ.. খারাপ নাহ!
৪৫| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: ঘটনাতো অনেক জটিল। বেশি বেশি বললে সাইক্রিয়েটিক দেখাতে হবে!!
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪১
ত্রিভুজ বলেছেন: হা হা হা... আপনি মনে হয় এখনো কারো প্রেমে পড়েননি.. : )
৪৬| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৯
আরিফ থেকে আনা বলেছেন: তোর কথা মনে পড়ে
৪৭| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪২
ত্রিভুজ বলেছেন: হুমম.. তোর কথা মনে পড়ে'র ও ইংরেজী নেই.. কাটাকাটি টাইপ হয়ে গেল?
(এইবার আপনার নাম সরাসরি কপি করে পেস্ট করেছি.. দেখেন তো বানান ঠিক আছে কিনা... )
৪৮| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৪
বিবর্তনবাদী বলেছেন:
১. তুমি কৈ?
২. ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৬
ত্রিভুজ বলেছেন: তুমি কৈ ? মন্দ হয় না... কিন্তু দুই নাম্বারে এটা কি দিলেন? আপনিও বাংলা সিনামার ভক্ত নাকি?
৪৯| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫
আরিফ থেকে আনা বলেছেন: ঠিক আছে । নামটা নিয়া মুস্কিলে পড়লাম দেখি
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৮
ত্রিভুজ বলেছেন: হু.. কিন্তু নামটার মিনিং কি?
৫০| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: সে সময় আর পেলাম কোথায়??
৫১| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৯
ত্রিভুজ বলেছেন:
"আহা...
সময়ের অভাবে জীবনটাই যাপন করা হলো না..."
এরকম কিছু?
৫২| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২১
পলাশমিঞা বলেছেন: অর্থ পেয়েছেন?
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৮
ত্রিভুজ বলেছেন: সবাই তো অনেক কিছুই দিলো.. আপনি কিছু দিয়ে যান... দেখুন কত রকম অর্থ হতে পারে....
তবে মিসিং ইউর বাংলা এখনো মিসিংই থেকে গেলে...
৫৩| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: ঠিক সে রকম কিছুনা;
জীবনটা যাপিত হয়ে যাচ্ছে..............জীবনের মত।
miss you এর মত না।
৫৪| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫০
ত্রিভুজ বলেছেন: জীবন কখোন আটকে থাকে না... সবসময়ই যাপিত হতে থাকে... জীবনের মত, এটা অবশ্য ভাল বলেছেন। জীবন যেমন হওয়ার কথা তেমনই হয় সবসময়। আমরা মানতে পারি না.. এই যা...
মিস করার ভেতরে সম্ভবত অন্য কিছু আছে... মানুষ পাওয়ার চাইতে মিস করতে বেশী পছন্দ করে মনে হয়.. কেন কে জানে...
৫৫| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
বন্ধনহীন বলেছেন: ১. তোর জন্য মন কাঁদে।
২. তোর অভাব বোধ করছি।
৩. তোকে মিস করছি।
অনেক চেষ্টায় এইগুলো মাথা থেকে বের করে আনলাম। মনে হয়, ৩ নম্বরটাই এযুগের বাঙ্গালীরা বলে থাকে। তাই এটাই বাংলা।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১০
ত্রিভুজ বলেছেন:
এইটাই বাংলা হয়ে গেসে? হায় হায় আগে বলবেন না?
... হইলে অবশ্য মন্দ হয় না...
৫৬| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
শফিউল আলম ইমন বলেছেন: 'তোয়ারে খুব মনত পরে আর'
'তোয়াল্লাই আর পেট ফুরের'>>>> চাটগাঁইয়া।
'তোমাকে অনুভব করছি' আমার মনে হয় আই মিস ইউ' এর যতার্থ বাংলা হবে। তবে, উপরের বেশীর ভাগই ঠিক আছে।
কাউকে খুব মিস করছেন বুঝি??
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১১
ত্রিভুজ বলেছেন: মিস তো আমরা সারাক্ষনই করছি.. কাউকে না কাউকে... তবে বিশেষ বিশেষ মিসিং এর বিষয় আলাদা... আর এই মিসিং এর আলাপ শুরু হয়েছে সর্বস্তরে বাংলা প্রচলন করতে গিয়ে... পোস্টের প্রথম অংশ দেখেন..
৫৭| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৭
পথিক৪১৭ বলেছেন: তুই যদি আমার হইতি রে। আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না! (
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৮
ত্রিভুজ বলেছেন: আহারে.... ( .. কেউ একটা টিস্যু দিবেন পিলিজ...
(
(
৫৮| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: "মিস করার ভেতরে সম্ভবত অন্য কিছু আছে... মানুষ পাওয়ার চাইতে মিস করতে বেশী পছন্দ করে মনে হয়." ............।জব্বর একখান কথা বলেছেন।
আসলে মানুষের অপূর্ণ আশা, ভালোবাসা.........যে গুলো ভাবায় , তা তো মিস করবে..........
না পাওয়ার জ্বালায় ......জ্বলে শেষ হয় সারাজীবন।
জীবন জীবনের মত চললেও সে সুক্ষ ভালোবাসা মনের কুঠুরীতে বার বার দোলা দেবে।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৭
ত্রিভুজ বলেছেন: তার মানে কি মানুষ চাওয়ার জন্য চায়? পাওয়াটা মূখ্য নয়? আমি অবশ্য এরকমটাই ভাবি.. অন্তত এতটুকু জীবনে যা দেখলাম... মানুষ তৃপ্তি সহকারে অতৃপ্তিকে অনুভব করতে চায় সবসময়...
৫৯| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৬
হমপগ্র বলেছেন: বাংলায় এরকম কিছু দরকার নাই।
কারণ বাংলায় অনেক অল্টার্নেটিভ আছে। তবে এই মূহুর্তে মনে আসছে না!
৬০| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৯
পলাশমিঞা বলেছেন:
আপনার জন্য অপারগ হয়ে লিখলাম, গ্রহন হলে মগজকে কষ্ট করানু সার্থক হেব,
আমার প্রিয়তমা তোমার বিরহে সব শূন্য লাগছে,
বুক খালি খালি নয়ন উদাস মন বিমনা হয়েছে।
Missing শব্দটি অনেক কারণে ব্যবহৃত হয়। আপনি সহজে বুঝতে পারবেন তা হল, আপনি কোন কিছু খুব পছন্দ করেন। যখন বসেন তখন ওটা বা ওর সাথে মন খুলে কথা বলেন বা ব্যবহার করেন। হঠাৎ একদিন ওটা বা ও ওখানে নেই বা দূরে চলে গেছে, তখন যে শূন্যতা অনুভব করা হয় সে অনুভূতির নামাই missing you.
বে শী মাস্ট হলে মাফ চাই।
৬১| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৪
ত্রিভুজ বলেছেন: আমার মনে হয় না Missing You এর পুরো ভাব বুঝানোর মত কোন অল্টার্নেটিভ আছে... তবে যদি থাকে তাহলে তো বেশ ভাল হয়...... দেখি আপনার মনে পড়লে জানাবেন...
৬২| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩২
ত্রিভুজ বলেছেন: মাঝখানের দুই লাইন মনে হয় বুজতে পারছি..
"আমার প্রিয়তমা তোমার বিরহে সব শূন্য লাগছে,
বুক খালি খালি নয়ন উদাস মন বিমনা হয়েছে।"
বাকী সব মাথার উপর দিয়া গেল...
৬৩| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪১
চিটি (হামিদা রহমান) বলেছেন: পাওয়াটা অবশ্য মুখ্য। না পওয়ার বিরহে এত কবিতা, এত গল্প এত উপন্যাস...........।এত পোষ্ট missing you.
পেয়ে গেলে আর তৃপ্তি থাকেনা ।
ভালো বাসা তখন ফিকে হয়ে আসে। না পাওয়ার মাঝে মানুষ খুঁজে পেতে যায়, স্পর্শ করতে যায় .......!!!!!
৬৪| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪২
চিটি (হামিদা রহমান) বলেছেন: যায় = চায় হবে
৬৫| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৪
ত্রিভুজ বলেছেন:
"ভালো বাসা তখন ফিকে হয়ে আসে। না পাওয়ার মাঝে মানুষ খুঁজে পেতে যায়, স্পর্শ করতে যায় .......!!!!! "
এটাই চরম সত্য... অনেকটা ঈদের মত আমরা পাওয়ার জন্য চেষ্টা করি.. পরে ঈদের দিনটাই দেখা যায় বোরিং কাটে.....
আপনার চিন্তা ভাবনা বেশ পরিষ্কার... লিখেনও দেখলাম ভাল.. বইটই লিখেন নাকি?
৬৬| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৬
রাতমজুর বলেছেন: Missing You = কৈ গেলা?
৬৭| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
ত্রিভুজ বলেছেন:
Missing You = কৈ গেলা? ??
ক্যামনে কি? :S
৬৮| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: বইটই লিখার মত দুঃসাহস আমার নেই।
ছোট কাট কবিতা টবিতা লিখি আর কি?
অনেক চেষ্টা করেছি লেখা থেকে দূরে থাকতে, পারিনা........।
missing you. এর মত শুধু ভাবায়...........। আবার কলম কাগজ চলে আসে হাতের ফাঁকে..........বড্ড জ্বালাতন করে।
অবশ্য মাঝে মাঝে মনে হয় এসর না লিখলে জীবনটা ফানসে হয়ে যেতো। মনের খরাকের জন্য লিখা।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৬
ত্রিভুজ বলেছেন: আমিও তা বুঝতে পেরেছি... সেজন্যই জিজ্ঞেস করেছি বই লিখেন নাকি...
লিখতে থাকুন.. বই যত পরে লিখবেন ততই মঙ্গল... পৃথিবীর অধিকাংশ বিখ্যাত ও অসাধারণ বই দেখবেন লেখকের মৃত্যুর পরে বেরিয়েছে... আসলে যখন কেউ ভাল লিখে বই বের করে এবং পাঠক তা গ্রহন করে দেদারসে কিনতে থাকে তখন ঐ লেখকের মৃত্যু ঘটে.. হুমায়ুন আহমদের মত অনেকটা....
৬৯| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫২
পলাশমিঞা বলেছেন: তাইলে নিশ্চই বেশী মাস্টরি করে ফলেছি
এই নিদারুণ প্রেমের কারণে আজ আমার এই দুরবস্থা.
I still miss her
৭০| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৩
ত্রিভুজ বলেছেন: উপসস......
আরে ভাই কিছুটা কিডিং ছিলো মন্তব্যে.... তবে প্রথম লাইনটা আসলেই প্রথমে বুঝি নাই-
"গ্রহন হলে মগজকে কষ্ট করানু সার্থক হেব,"...
পরে লক্ষ করলাম আকার, একার এদিক সেদিক হওয়ায় অন্যরকম হয়ে গিয়েছে....
যাকে মিস করেন, তাকে প্রতি সপ্তাহে এই ম্যাসেজ একবার করে সেন্ড করেন... অথবা ব্লগের লিংক মেইল করে দেন... তাহলে পোস্টটা সার্থক হয়...
৭১| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১০
পলাশমিঞা বলেছেন: তার সাথে আর যোগাযোগ হবেনা। না হ্ওয়ার জন্য দোয়া করবেন। কারণ বছর ছয়েক পড় বড় মেয়েকে বিয়ে দেব। আমি অখন বুড়া মানুষ পীরিতি করতা চাইনা।
দোয়া করবেন।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৪
ত্রিভুজ বলেছেন: ..... হুম.....
সত্যিই এখনো মিস করেন?
৭২| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১০
চিটি (হামিদা রহমান) বলেছেন: আসলে যখন কেউ ভাল লিখে বই বের করে এবং পাঠক তা গ্রহন করে দেদারসে কিনতে থাকে তখন ঐ লেখকের মৃত্যু ঘটে.. হুমায়ুন আহমদের মত অনেকটা.................কথাটা দিন-রাত্রির মত সত্যি।
এক সময় হুমায়ুন আহমদের একনিষ্ঠ পাঠিকা ছিলাম। এখন ১০০ হাত দূরে থাকি।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৯
ত্রিভুজ বলেছেন: হুমম... আমিও আগে হুমায়ুন আহমেদ পড়তাম.... এখন শুধু হিমু সিরিজটা পড়ি.. তাও শেষ কয়েকটা পর্ব একেবারেই ভাল লাগেনি...
৭৩| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১১
রাতমজুর বলেছেন:
Livin' la Vida Loca ( English: Living the Crazy Life) এর হিন্দি চেয়ে ফানি একটা কনটেষ্ট করেছিল এম-টিভি, অনেক আগে।
বিজয়ী উত্তর ছিল : তুনে মেরে ভ্যাসকো ডান্ডা কিঁউ মারা? (আমার মহিষরে ডান্ডা মারলি ক্যান?)
৭৪| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১২
ত্রিভুজ বলেছেন: হা হা হা হা......
আপনার মন্তব্যে ১০+ .. কিন্তু আপনার ব্লগ ফাঁকা কেন? ঘটনা কি রাতমজুর ভাই?
৭৫| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৩
রাজর্ষী বলেছেন: মন আমার আন্চান আন্চান করে।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৮
ত্রিভুজ বলেছেন: মন আমার আন্চান আন্চান করে রে.......
ও ব্ন্ধু ঠিক আছে.. ঠিক আছে.... ঠিকাছে...
আমার প্রিয় একটা গান.. জেমসের... মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ রাজর্ষী। উত্তরটা ভাল লেগেছে...
৭৬| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৫
রাতমজুর বলেছেন:
@ত্রিভুজ
আমার লেখা সব ডাষ্টবিনে, যেখানে থাকার কথা।
৭৭| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:২২
পলাশমিঞা বলেছেন: আমার লেখা পড়েননা। সব লেখা ওকে নিয়ে। মাহাউপন্যাস একটা লিখেছি। এখানে কেউ পড়ে না তাই দেইন। দিলেও মুছে ফেলি।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৪
ত্রিভুজ বলেছেন: আপনার লেখা পড়িনা কে বললো? অবশ্য সবগুলো পড়া হয়নি.. চোখে পড়লে পড়া হয়...
মহাউপন্যাসটা দিয়ে ফেলুন.. .... অপেক্ষায় রইলাম।
৭৮| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:২১
ত্রিভুজ বলেছেন: কেন ভাই... এটা কেমন কথা? লেখাগুলো ফিরিয়ে আনুন.. কম পক্ষে ব্লগ স্পটে একটা ব্লগ খুলে সেখানে রেখে দিন... ব্লগ স্পটের কখনো না গেলে বলেন.. আমি করে দিচ্ছি সব।
৭৯| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:২২
চিটি (হামিদা রহমান) বলেছেন: উনার গল্প পড়ার চেয়ে ব্লগে যে সব ভালো ভালো গল্প আসে তাই পড়া অনেক ভালো। অন্ততঃ কিছু শিখার আছে, জানার আছে.........
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩২
ত্রিভুজ বলেছেন: হা, তা ঠিক... বিশেষ করে মন্তব্যগুলো থেকে মানুষ সম্পর্কে অনেক জানা যায়....
৮০| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৪
রাতমজুর বলেছেন:
@ত্রিভুজ
ব্লগস্পটেই পাবেন কিছু কিছু, তবে কদিন পরে।
৮১| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৪
ত্রিভুজ বলেছেন: অপেক্ষায় থাকলাম.. লিংকটা জানাবেন মনে করে... আমার মেইল আইডে উপরেই ঝুলানো আছে...
৮২| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: একটা খাঁটি কথা বলেছেন............
যার যে রকম মনোভাব সেটা ফুটে উঠবে, ঢেকে রাখতে পরবে না।
human behavior এমন একটা জিনিস।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০১
ত্রিভুজ বলেছেন: হ্যাঁ, সেটাই.... অনলাইনে বরং আসল চেহারাটা ফুটে ওঠে অনেকের...
৮৩| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৮
পলাশমিঞা বলেছেন: একবার কয়েক পাতা দিয়েছিলাম। আবার দেব। তবে আস্তটা দেওয়া যাবেনা। ১৬০০ পৃষ্টা দিলে আমি ফতুরাআলী হয়ে যাব
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১৩
ত্রিভুজ বলেছেন: ১৬০০ পৃষ্টা????
গিনেস বুকে নাম লেখাইতে চান নাকি? পোস্ট করে ফেলেন... এই বস্তু মিস করা যায় না......
৮৪| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫২
নোক্সেনডার বলেছেন: আমি তোমার অভাব অনুভব করছি
আসলে পুরো ব্যপারটা মনের। ভাষায় বর্ণনা করা ১০০% সম্ভব না।
৮৫| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১৪
ত্রিভুজ বলেছেন: সেটা ঠিক... বিষয়টা মনের.. তবুও মিসিং ইউ বলে যতটুকু বোঝানো যায় আরকি....
৮৬| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১৫
পলাশমিঞা বলেছেন: তাহলে আসল নামে দিতে হবে। প্রথম পাঁচ পাত আগামী কাল দেব। আবার পড়তে হবে। বানান ঠিক করার জন্য। বানানের কারণ বই ছাপাতে পারিনা এখন ঠিক হচ্ছে। অবলীলা পড়েছিলেন?
৮৭| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১৯
ত্রিভুজ বলেছেন: অবলীলা [আঞ্চলিক ভাষায় উপন্যাস] ?? নাহ.. শুধু ব্লগে যেটুকু লিখেছিলো ওটুকুই....
আসল নামেই লিখতে শুরু করুন...
৮৮| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:২১
পলাশমিঞা বলেছেন: খুব ভয় হয় তাই দেইনা। অনেকে নকল করতে শুরু করেছে তাই।
৮৯| ১৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৫১
ত্রিভুজ বলেছেন: বই বের করার প্লান থাকলে ব্লগে দেয়াটা কিছুটা রিস্কিই বটে... তবুও কিছু কিছু দিতে পারেন...
৯০| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:০৩
আশরাফ মাহমুদ বলেছেন: আমি তোর (তোমার) অভাব অনুভব করি। ( I miss you ).
অনুভবে তুমি ( I feel you/আক্ষরিক)। কিংবা, আমি উপলব্ধি করি (করছি) তোমায়।
....................................
আমার এরকম মনে হয়।
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৭
ত্রিভুজ বলেছেন: অর্থগুলো সব ঠিকই আছে.. কিন্তু মিস ইউ যেভাবে প্রয়োগ করা যায়, এগুলো কি করা যাবে? চিন্তা করে দেখুন ম্যাসেজ করলেন- "আমি তোর অভাব অনুভব করি।" লিখে সেন্ড করলেন... ক্যামন ক্যামন হয়ে গেল না?
৯১| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:০৫
এক্স ফাইলস্ বলেছেন: কোথায় হারালে...
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৪
ত্রিভুজ বলেছেন: হুমম.... অল্প কথায় ম্যাসেজ করার জন্য ভালো.. কিন্তু সামনাসামনি এটা বলা যাবে?
৯২| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৮
নুশেরা বলেছেন: ত্রিভুজের ভাবনাটা বেশ ভাল।
আক্ষরিক অনুবাদের চেয়ে আঞ্চলিক কথ্যরীতির কিছু প্রকাশভঙ্গিই মনে হয় অনুভবটার বেশী কাছাকাছি, যেমন "পেট পুড়ে, মন পোড়ে, পরাণ পোড়ে" ...
(অফটপিক- আঞ্চলিক কিছু এক্সপ্রেশন আসলেই অদ্বিতীয়। জ্বলন্ত মোমবাতির পাশ বেয়ে মোম গলে পড়ছে- এটার খুব ভাল প্রকাশ আছে আঞ্চলিক কথ্যরীতিতে- চলতি শুদ্ধ ভাষায় নেই)
৯৩| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৩
ত্রিভুজ বলেছেন:
আক্ষরিক অনুবাদে যে উত্তর হয় তা তো রীতিমত হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে... বরং অল্টারনেটিভ কিছু দেখতে হবে... আঞ্চলিক কিছু কথা আসলেই ভাল.. যদিও আমি কয়েকটির কোন মিনিং পাইনি.. মানে "পেট পুড়ে" বিষয়টা আমার কাছে পরিষ্কার না... যাকে বলা হবে তার হয়তো শুনে হাসিই পাবে... (গ্যস্টিকের ঔষধ খেতে না বললেই হয়...)
জ্বলন্ত মোমবাতির পাশ বেয়ে মোম গলে পড়ছে এটার আঞ্চলিকটা কি?
৯৪| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৭
নুশেরা বলেছেন: ভাই ত্রিভুজ, ভাটিয়ালী- ভাওয়াইয়ার , বিশেষত ভাওয়াইয়ার কথা মন দিয়ে শুনে দেখবেন, কত অচেনা টার্ম। "পেট"এর প্রায়োগিক অর্থ অঞ্চলবিশেষে "মন"।
("ট্যাবাই ট্যাবাই মোম পড়ে"- এটা মনে পড়ছে। "চুইয়ে চুইয়ে" কিন্তু যথাযথ না; ওতে ছাকনির একটা যোগসূত্র থাকে। ডঃ মুহম্মদ শহীদুল্লাহর আঞ্চলিক ভাষার অভিধানটা একটা দুর্দান্ত কাজ।)
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৪
ত্রিভুজ বলেছেন: তারমানে বইটা জোগার করতে হবে... আঞ্চলিক ভাষার প্রতি আমার একটা টান আছে... আমি অনেকগুলো আঞ্চলিক ভাষার অনেক শব্দ জানি.. কথাও বরলে পারি টুকটাক...
"ট্যাবাই ট্যাবাই মোম পড়ে" - কথাটা অদ্ভুত... আগে শুনিনি..
৯৫| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৯
রন্টি চৌধুরী বলেছেন: ত্রিভুজ ভাই কই>? আপনের জন্য পেট পুড়তেছে।
লাইভলিতে কদিন আপনাকে আছাড় দেই না
৯৬| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫১
নিলা বলেছেন: এইটার অনেক বাংলা শিখতে পারলাম এখান থেকে।
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৪
ত্রিভুজ বলেছেন: আপনিও কিছু শিখিয়ে যেতে পারেন.. আমাদের শেখা এখনো শেষ হয়নি...
৯৭| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫২
ত্রিভুজ বলেছেন: হা হা হা.. এসে পড়ো রন্টি... আমি আর প্রলয় আছি অনেক গফসফ করলাম এতক্ষন......
৯৮| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৮
আশরাফ মাহমুদ বলেছেন: লিখতে লিখতে সব অভ্যাস হয়ে যায়,, দেখবেন এটাও হবে। "মুঠোফোন" এর কথাই ভাবুন। আগে সবাই তো মোবাইল ফোন, সেন ফোন বলত, এখন অনেকেই মুঠোফোন বলে। শুনতে সুরেলা লাগে। আমি মাঝে মাঝে ই-মেইল কে বেতার বার্তা বলি, প্রথম প্রথম শুনে অবাক হয়, কিন্তু দু'দিন পর ঠিক হয়ে যায়। এটা ভাষারই অবদান, ব্যবহারেই এর উৎকর্ষ।
৯৯| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০৮
ত্রিভুজ বলেছেন: তা ঠিক... অভ্যাস হয়ে গেলেই হয়... ভাষা যেহেতু মানুষেরই সৃষ্টি সেহেতু নাথিং ইজ এ্যবস্যুলেট ...
তবে ই-মেইল কে বেতার বার্তা বললে মনে হয় একটু ভুল হবে.. এই শব্দটি ব্যবহৃত হয় রেডিও ম্যাসেজের ক্ষেত্রে। কার যেন ব্লগে একবার দেখেছিলাম তড়িৎ-ডাক বা এধরনের কিছু.. ই-মেইল = ইলেকট্রিক মেইল থেকে সম্ভবত তড়িৎ ডাক বানিয়েছিলেন। তবে ই-মেইল শব্দটাই ভাল... শুনতে ও বলতে সহজ.. তবুও ভাল ও সুন্দর দেখে একটা বানিয়ে নেয়া যায়... যেমন ইন্টারনেটকে "অর্ন্তজাল" বানানো হয়েছে.. শুনতে বেশ মধুর লাগে...
১০০| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:১৪
আরিফুল হোসেন তুহিন বলেছেন: এই ভেতরে সব জাগতিক পূর্নতার ভীড় সত্তেও তোমার শূন্যতাই সত্য
১০১| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:১৭
ত্রিভুজ বলেছেন: তুহিন ভাই, ডরাইলাম!
১০২| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৯
পাতাকুড়ানি বলেছেন: " ওই! তুমি কই? "
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৫
ত্রিভুজ বলেছেন: এটা বেশ বাস্তব হইছে... +
১০৩| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:০৮
একজন ব্লগার বলেছেন: ৫ নংটা আগে আমিও সঠিক ভাবতাম তবে এখন ১০ নংটা আমার কাছে সবচে বেশী সঠিক বলে মনে হচ্ছে!
১০৪| ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:২৮
বিবর্তনবাদী বলেছেন: ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়? ............ এতে তো মিসিং ইয়ু এর পুরা ফিলিংস বাইর হইয়া পরে।
বাংলা ছিনেমার ভক্ত কি আর না হয়ে পারা যায় বলুন??
১০৫| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৪
ত্রিভুজ বলেছেন: তাও ঠিক....
১০৬| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩২
বিবেক সত্যি বলেছেন: মাইকের খরচ বাঁইচা গেলো মনে হয় ..
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০১
ত্রিভুজ বলেছেন: কাউকে পেয়ে গিয়েছ নাকি? ঘটুনা কি ভাইটু?
১০৭| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪২
মেহরাব শাহরিয়ার বলেছেন: তুমিহীনা আমার মাঝে দিগন্তের শূন্যতা
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০১
ত্রিভুজ বলেছেন: কেয়া বাৎ.. কেয়া বাৎ....
১০৮| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫২
কণা বলেছেন: এক missing you এর ৪৩ রকম অর্থ!!!
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫
ত্রিভুজ বলেছেন: হু.. সেরকমই দেখা যাচ্ছে...
১০৯| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তোমার নিঃসঙ্গতা আমাকে কষ্ট দিচ্ছে
১১০| ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫
ত্রিভুজ বলেছেন: কার ? কার অভাব মুন্না? বাবলী নাতো?
১১১| ১৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪০
অবকাশ বলেছেন: সবার উত্তর পড়ে বেশ আমোদ পেলাম।
তবে সম্ভবত এরকম হবে- প্রতিমুহুর্তেই তুমি
১১২| ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৩
ত্রিভুজ বলেছেন: এটাও খারাপ নাহ... ...
১১৩| ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৫
পীরসাহেব বলেছেন:
তু নাহী তো কুছ নাহী
তেরে বিনা জীভন শুনা
১৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৪
ত্রিভুজ বলেছেন: কেয়া বাৎ.. কেয়া বাৎ
১১৪| ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: তাই তো? মিস ইউ এর বাংলা কি হবে?
১৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৭
ত্রিভুজ বলেছেন: সেটাই তো... কি হতে পারে?
১১৫| ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:২৬
ফাহমিম বলেছেন: তোর অভাব বোধ করছি-এইটা কেমন?
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৫
ত্রিভুজ বলেছেন: খারাপ নাহ... তবে ভাব পূর্ন হলো না মনে হয়...
১১৬| ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৫০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনি দিতে কইলেন দিলাম। এতো কতা জিগান কেন?
১১৭| ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:০৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আরেকটা দিলাম।
"তু্ই কিতা গেইয়িইই, আই তুয়ারে ছাড়া থাইকবার ফারিনো।" (নাকি স্বরে
১১৮| ১৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০১
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
একটা ফাইনালি ঘোষণা দেন যে এটাই miss u এর বাংলা.....সেটাই বলা শুরু করব।
আমার মাথা থেকে কিছুই আসে না, অনেকবার এই পোস্ট এসে দেখে গেছি ভাবি যে কোন থিম নিয়ে নতুন আইডিয়া আসে নাকি।...আফসোস....
১১৯| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৪
ত্রিভুজ বলেছেন: হু.. বেশী আফসোস... মনের মত miss u এর বাংলা এখনো পাওয়া যায়নি.. তবে মনে হচ্ছে যে যেভাবে বলে শান্তি পায় সেটাই সঠিক.. তাই ঘোষনা দেয়ার মত কিছু নেই মনে হয়...
১২০| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৪
কণা বলেছেন: ত্রিভুজ বলেছেন: হু.. বেশী আফসোস... মনের মত miss u এর বাংলা এখনো পাওয়া যায়নি.. তবে মনে হচ্ছে যে যেভাবে বলে শান্তি পায় সেটাই সঠিক.. তাই ঘোষনা দেয়ার মত কিছু নেই মনে হয়...
জাতি ঝানতে চায় ত্রিভুজ কোনটা বলে শান্তি পায়!
১২১| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৯
ত্রিভুজ বলেছেন: হু... ঝাতির ভিবেকের কাছে ফ্রশনো রইলো.. ত্রিভুজ কে বেন্ধে ধরে নিয়ে আসা হউক.. অত:পর জিজ্ঞাসা করা হউক.. আমি প্রস্তাবের পক্ষে এক ভোট দিলাম
১২২| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৮
কণা বলেছেন: উহু... কথা ঘুরাবেন না মাননীয় ত্রিভুজ!
কাকে কিভাবে miss u বইলা শান্তি পান সেইটা বলেন...
জাতির বিবেক কিন্তু ব্লগে উপস্থিত...
১২৩| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৫
বিবেক সত্যি বলেছেন: এইখানে ভিবেক ভিবেক করা হইতেসে ক্যানো ? আমি তো ভাবলাম কেউ ভিবেকরে মিস করতেসে..
১২৪| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১১
রুখসানা তাজীন বলেছেন: পাগ্লী তোর জন্যে দিগন্তে পাখির ঊড়ান
------তুই এলিনা, এলিনা, এলিনা আমার কাছে
১২৫| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৬
কণা বলেছেন: ওয়াহ ওয়াহ রুখসানা তাজীন... জোসসসস
১২৬| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৮
কণা বলেছেন: আহারে বেচারা বিবেক.. মিস করার জন্য কোন সুহৃদয়বতী কইন্যা খুঁজে পেলি না..
ত্রিভুজ না মাইকের খরচ দিয়েছিলো!
১২৭| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩০
রুখসানা তাজীন বলেছেন: কণা, প্রতীক চৌধুরী যখন অসম্ভব প্রেমময় কন্ঠে উনার পাগলী-কে ডাকেন, আমার মনে হয় এ জগতে পাগলী শুধু আমিই। আমার জন্য সুর বাঁধেন আলাউদ্দিন, বব ডিলান, আমার জন্যেই জয় গোস্বামী শব্দ কুড়ান।
১২৮| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩০
অবকাশ বলেছেন: একটা সেরা উত্তর নির্বাচন করা যেতে পারে।
১২৯| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩০
বিবেক সত্যি বলেছেন: Missing You এর বাংলা "তোমাকে চাই"
-এইটা ফাইনাল... এইটার সাথে বিশেষ্য বিশেষণ- অ্যাড্জেক্টিভ-প্রোনাউন- ইচ্ছামত লাগায়া লইয়েন
২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৯
ত্রিভুজ বলেছেন: কেম্নে কি?
১৩০| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৭
পথচারী বলেছেন: পুরান...জিনিস আবার ফিরা আইছে ব্লগে....এইটা নিয়া দুই বছর আগে কত ক্যাচাল....
তোমারে পাইতাছিনা
---------------পারফেক্ট অর্থ
২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৭
ত্রিভুজ বলেছেন: আগের ক্যাচালটা মিস করেছিলাম তাহলে... তোমারে পাইতাছিনা কিভাবে পারফেক্ট হয়? আপনি প্রয়োগ করে দেখেছেন কেমন দাঁড়ায় অর্থটা?
১৩১| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪০
কণা বলেছেন: ওয়াও... বেশি জোসসসসস রুখসানা তাজিন... দারুন বলেছেন
১৩২| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৩
কণা বলেছেন: এহেম এহেম... বিবেক, এই অর্থ তোর মাথা দিয়ে বের হইল ক্যামনে... কারে চাস ঠিক করে বল...
২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১০
ত্রিভুজ বলেছেন: হু,, জবাব চাই... বি.স, জবাব দাও... ঝাতি ঝানতে ছায়!
১৩৩| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৬
বিবেক সত্যি বলেছেন: "তোমাকে চাই" এর বাংলা করে দিতে হবে ? ক্যামনে কি তাইলে আবার আরেকটা পোষ্ট করেন...
১৩৪| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৮
রুখসানা তাজীন বলেছেন: বিবেক কনারে চাইতেছেন কেন? আমরা কি কিছুমিছু বুঝিনা?
১৩৫| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫১
বিবেক সত্যি বলেছেন: ওরে খাইসে কণাপুরে চাই কারন হইলো আমার এন্টিভাইরাস ডিজেবল হয়া গ্যাসে
কই যে গ্যালো
এক্টিভেশন কী টা দর্কার
১৩৬| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৪
রুখসানা তাজীন বলেছেন: বাংলায় না বললে কেম্নে বুঝুম?
১৩৭| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৫
বিবেক সত্যি বলেছেন: তাইলে "তোমাকে চাই" ই পার্ফেক্ট যারে বলা হয় আর যে বলে, কেবল তারাই বুঝবার পারে ...
২১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৬
ত্রিভুজ বলেছেন: তুমি নিজে বুঝবার পারসিলা কিনা সেটা কউ...
১৩৮| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৯
পথিক!!!!!!! বলেছেন: তুমি কনে
২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৫
ত্রিভুজ বলেছেন: তুমি কনে? হা হা
১৩৯| ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
কণা বলেছেন: বিবেক, তোর এরকম করে বলার এক্সপেরিয়েন্স আছে নাকি???
১৪০| ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৭
কালপুরুষ বলেছেন: তুমি নেই, মন ভাল নেই....
১৪১| ২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৪
ত্রিভুজ বলেছেন: কালপুরুষ দা, চমৎকার.....
১৪২| ২০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আরেকটা....
আমি তোমাকে ভালবাসি
১৪৩| ২১ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৫
অ্যামাটার বলেছেন: ফাইট্টা যায়...বুক্টা ফাইট্টা যায়...
অফটপিক:এইবার মনেহয় গ্রুপটা এক্টু সচল কর্তে পার্ব
Click This Link
১৪৪| ২১ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:২৭
ক্রিকেট ফ্যান বলেছেন: ওরে বাবারে। আমি একটা দেই=========
মিসিং ইউ = কৈ থাকো? কার লগে টাংকি মারো? দেখা পাই না কেন? ফোন ধরো না কেন?
১৪৫| ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:২২
চিটি (হামিদা রহমান) বলেছেন: শুভ সকাল। আশাকরি ভালো আছেন।
১৪৬| ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:০০
ত্রিভুজ বলেছেন: শুভ সকাল চিটি। আমি ভাল.. আশা করি আপনিও ভাল...
১৪৭| ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:২১
কণা বলেছেন: ১২২ নং কমেন্টের রিপ্লাই আশা করছি...
১৪৮| ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:২৭
বাংলার মানুষ বলেছেন: খুব সোজা উত্তর -- আমি তোমার অনেক দুরে, কিন্তু কাছে আসতে চাই
২১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৪
ত্রিভুজ বলেছেন: তেমনটাই বুঝানো হয় আসলে.. কিন্তু প্রকাশটা এভাবে করা হয় না বা যায় না মনে হয়...
১৪৯| ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মিসিং ইউ এর সঠিক বাংলা "মিসিং ইউ"
কারন এর কোন বাংলা নাই।
১৫০| ২১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১২
বিবেক সত্যি বলেছেন: আমি-ও ১২২ নং কমেন্টের রিপ্লাই আশা করছি...
১৫১| ২১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৫
সুরভিছায়া বলেছেন: কোথায় শুলে গেশিলা ? না.ইফতেখারের কাছ থেকে ধার করা।
১৫২| ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
অ্যামাটার বলেছেন: কণা বলেছেন: উহু... কথা ঘুরাবেন না মাননীয় ত্রিভুজ!
কাকে কিভাবে miss u বইলা শান্তি পান সেইটা বলেন...
)
জাতির বিবেক কিন্তু ব্লগে উপস্থিত...
১৫৩| ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ১২২ নাম্বার কমেন্টের জবাব চাই
আর আমার পরের কথাগুলো এডিট করা হলোনা কেন? এটা কি ওয়ান-টাইম নাকি?
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
ত্রিভুজ বলেছেন: হইসে তো...
১৫৪| ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৮
ক্রিকেট ফ্যান বলেছেন: অ্যামাটার বলেছেন: কণা বলেছেন: উহু... কথা ঘুরাবেন না মাননীয় ত্রিভুজ!
কাকে কিভাবে miss u বইলা শান্তি পান সেইটা বলেন...
)
জাতির বিবেক কিন্তু ব্লগে উপস্থিত... D
D
D
ত্রিভুজ ভাইয়া জবাব চাই D
D
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২০
ত্রিভুজ বলেছেন: হু.. জাতির বিবেকের কাছে জবাব চাই...
১৫৫| ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৬
অজানা অচেনা বলেছেন: হুমম
এতোজন জবাব চাইলেও এখনও জনাব মহামান্য ত্রিভূজ কথা ঘোরাতে ব্যস্ত...।
মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়...
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১৮
ত্রিভুজ বলেছেন:
কালা ডাল আমদানী করা হইসে কইথিকা? খাদ্য দ্রব্যে এইসব ভেজাল দেয়া কি ঠিক?
ঠিক্না, একদম ঠিক্না!
১৫৬| ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫২
বিবেক সত্যি বলেছেন: ডাল মে কুছ ঘোলা হ্যায়
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:২২
ত্রিভুজ বলেছেন: দুই নাম্বার ডাল তাহলে তুমি আমদানী করো? : - /
দুদকে খবর দেয়া দরকার!
১৫৭| ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৯
কণা বলেছেন: ওররে!!
ক্রিকেট ফ্যান বলেছেন: অ্যামাটার বলেছেন: কণা বলেছেন: উহু... কথা ঘুরাবেন না মাননীয় ত্রিভুজ!
কাকে কিভাবে miss u বইলা শান্তি পান সেইটা বলেন...
)
জাতির বিবেক কিন্তু ব্লগে উপস্থিত... D
D
D
ত্রিভুজ ভাইয়া জবাব চাই D
D
জবাব না দিয়ে যাইবেন কই??
২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১৬
ত্রিভুজ বলেছেন: আমি তো কিছু হাসি হাসি চোখটিপি ফেস ছাড়া আর কিছু দেখছি না.. সবাই এত খুশি কেন? ঘটুনা কি? ঝাতি ঘটুনা ঝানতে ছায়...
১৫৮| ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন: হৃদয়ে হারাই ...........
সবার অনুবাদ দারুণ হয়েছে।খুব ভালো লাগলো।
শুভেচ্ছা ত্রিভূজ।
১৫৯| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ সুলতানা শিরীন সাজি .. আপনাকেও শুভেচ্ছা।
১৬০| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০০
শাহানা বলেছেন: আমি মনে করি এভাবেও বলা যায় "তোমাকে দেখতে ইচ্ছে করছে"
১৬১| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১১
ত্রিভুজ বলেছেন: হুমম... মিস করলে দেখতে ইচ্ছে করে অবশ্য.. ধন্যবাদ শাহানা আপু..
১৬২| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৫
মাহবুবা আখতার বলেছেন: ছিঃ ছিঃ ত্রিভুজ, আপনি এইটুকুও জানেন না
মিসিং ইউ?
১ম মানে---মানে ইউকে মিস করছি .... মানে ইংলান্ডে যাইতে চাই
।
২য় মানে--- তোমাকে মিস করছি
৩য় মানে-- তোমার অভাব বোধ করছি।
৩য়টা ছাড়া আর সবগুলোই আমার মতে ঠিক আছে!!!
আসলে চেয়ারের যেমন বাংলা নাই, মিসিং ইউ এরও কোন বাংলা নাই।
১৬৩| ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৭
ত্রিভুজ বলেছেন: ওরেব্বাবা... ঝানতাম না!
১৬৪| ২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৭
রেডিও বাংলাদেশ বেতার বলেছেন: বস মিসিং ইউর বাংলা মনে হয় আবেগে তুমি, অনুভবে তুমি। কি কন?
১৬৫| ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১২
মদন বলেছেন: অনুভবে তুমি...
১৬৬| ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৮
ত্রিভুজ বলেছেন: হুমম... দুইজনেরই একই ভাব... এটা আরো বেশ কয়েকজন বলেছিলেন... অর্থবহ। ধন্যবাদ মদন ও রেডিও...
১৬৭| ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৫
মাহবুবা আখতার বলেছেন: কণা বলেছেন: ওররে!! :-*
ক্রিকেট ফ্যান বলেছেন: অ্যামাটার বলেছেন: কণা বলেছেন: উহু... কথা ঘুরাবেন না মাননীয় ত্রিভুজ!
কাকে কিভাবে miss u বইলা শান্তি পান সেইটা বলেন...
)
জাতির বিবেক কিন্তু ব্লগে উপস্থিত... D
D
D
ত্রিভুজ ভাইয়া জবাব চাই D
D
..........................................................
জবাব না দিয়ে যাইবেন কই??
--- কণা আপু, আমিও যোগদান করিলাম আপনাদের দলে ।
ত্রিভুজ, আবার পিছলানোর চেষ্টা করলে ছাই দিয়ে ধরা হবে আপনাকে!
...... বলেন, কাকে আপনি দিনে তিনবেলা মিস ইউ এর বঙ্গানুবাদ শুনিয়ে যাচ্ছেন?
ভাই ও বোনেরা, দেখেন কি রকমের বুদ্ধি!! আমরা অনুবাদ করে দেই আর ত্রিভুজ ইহা নারী বিশেষের কাছে জাহির করিয়া ইনাম লাভ করে!!!
বলেন, কাজটা কি ঠিক হইতেছে?
................................
বিবেক সত্যির পর সমাচার কি হইল? তিনি কি মাইকওয়ালীকে পাননি এখনো??... ভেরি স্যাড!!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৮
ত্রিভুজ বলেছেন: ডর পাইলাম... :s
১৬৮| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩
সুমাইয়া মুনিরা বলেছেন: "মাহবুবা আখতার বলেছেন: আসলে চেয়ারের যেমন বাংলা নাই, মিসিং ইউ এরও কোন বাংলা নাই। "
চেয়ারের বাংলা কেদারা।
আর আমার কাছে "মিসিং ইউ" এর সবচেয়ে উপযুক্ত বাংলা এগুলো-
১) আমি তোমার শুন্যতা মনে প্রাণে অনুভব করছি- প্রেমের ক্ষেত্রে
২) তোমায় ছাড়া অসম্পূর্ন লাগছে- অন্যান্য ক্ষেত্রে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
ত্রিভুজ বলেছেন: তোমায় ছাড়া অসম্পূর্ন লাগছে - অন্যান্য ক্ষেত্রে
এই ''অন্যান্য'' টা কোন ক্ষেত্র?
যাই হোক, মূল ভাবের সাথে মিল রয়েছে...
১৬৯| ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: আবারও ঘুরে গেলাম..........।ঠিক লেখার হেড লাইনের মত!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৮
ত্রিভুজ বলেছেন: হুমমমম.....
১৭০| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
বিবেক সত্যি বলেছেন: হু, ভেরী স্যাড @ মাহবুবা
কিন্তু জরুরী জনগুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ত্রিভুজ ভাই এতগুলো লোকের প্রশ্নের জবাব দেন্নাই
১৭১| ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৩
মাহবুবা আখতার বলেছেন: আমরা তাহলে ধরে নিলাম ত্রিভুজের এই জবাব না দেয়াটা একটা 'হ্যাডম'
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
ত্রিভুজ বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে!
১৭২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৬
আমিনুল ইসলাম বলেছেন: আমি জানি। এটা হচ্ছেঃ
খুব মনে পড়ছে।
যেমন, আই মিস ইউ। অর্থাৎ, তোমাকে খুব মনে পড়ছে।
কিংবা, আই উইল মিস ইউ। মানে, তোমাকে খুব মনে পড়বে।
খুশি?
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
ত্রিভুজ বলেছেন: আমি খুশি হয়ে লাভ কি ম্যান? যারে মিস করবা সে খুশি কিনা জেনে নিও...
১৭৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
তোমার বৃষ্টিতে হাটি বলেছেন: ............... তোর জন্য মরে যাচ্ছি ...........
কেউ একজন বলত>>>>>
১৭৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
ত্রিভুজ বলেছেন:
@তোমার বৃষ্টিতে হাটি
তারমানে এখন আর বলে না?
১৭৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪০
বিবেক সত্যি বলেছেন: হু ধরে নিলাম
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
ত্রিভুজ বলেছেন: শক্ত করে ধরো..
১৭৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
নিহন বলেছেন: জাক্কাচ হইছে ।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৫
ত্রিভুজ বলেছেন: থ্যাংকচ!
১৭৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪১
সুমাইয়া মুনিরা বলেছেন:
"লেখক বলেছেন: তোমায় ছাড়া অসম্পূর্ন লাগছে - অন্যান্য ক্ষেত্রে
এই ''অন্যান্য'' টা কোন ক্ষেত্র?
যাই হোক, মূল ভাবের সাথে মিল রয়েছে..."
অন্যান্য ক্ষেত্রে যেমন বন্ধু-বান্ধাব , ফ্যামিলি মেম্বার এদের বেলায়।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৯
ত্রিভুজ বলেছেন: হুমমমমম...... কিন্তু বন্ধু-বান্ধব, ফ্যামিলি মেম্বারদের জন্য তো কারো অসম্পূর্ন লাগে না... এটা তো ভিন্ন কেইস...
১৭৮| ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
মাহবুবা আখতার বলেছেন: ত্রিভুজ আকাশে বাতাসে এত আনন্দের কারণে দেখতেসি আপনার পোস্ট আসমানে উঠে আপনার সাথেই উড়ে বেড়াচ্ছে। ব্যাপারখানা কি?
কাহিনী কঠিন!
১৭৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭
ত্রিভুজ বলেছেন: কৈ, আমার এইখানে তো সব ঠিকাসে... মনে হয় আপনার পিসির মনে অনেক আনন্দ.... সেখানে সব উড়ে বেড়াচ্ছে তাই...
পাল্টা প্রশ্নো: ব্যাপারখানা কি?
১৮০| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২১
উবুনটু বলেছেন: পাগ্লী তোর জন্যে দিগন্তে পাখির ঊড়ান
------তুই এলিনা, এলিনা, এলিনা আমার কাছে
gan ta ami sunsi :s
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৫
ত্রিভুজ বলেছেন: হুমমমম...
১৮১| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৮
জানা বলেছেন:
তোমায় ছাড়া খুব একা একা লাগছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৭
ত্রিভুজ বলেছেন: হুমম... একা একা লাগাটাই... থ্যাংকস জানা...
১৮২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৩২
বাংলার মানুষ বলেছেন: মন থেকে বললে - তোমায় কাছে পেতে চাই
আর মন থেকে না বললে - তুমি দুর হও আমার সামনে থেকে
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫০
ত্রিভুজ বলেছেন:
হা হা হা...
Missing You = তুমি দুর হও আমার সামনে থেকে
এইটা বেশী জোস...
১৮৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৯
আমার এই মন বলেছেন: জটিল সমস্যা! ভাবলে মাথা ব্যাথা করছে
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
ত্রিভুজ বলেছেন: তাহলে আর কি করা, চিন্তা-ভাবনার সুইচ অফ করে রাখুন..
১৮৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ত্রিভুজ ভাই, মাহবুবা আপুর সমস্যাটা আমারও হইছিল।
আরেকটা পাইছি। চাটগাইয়া ভাষার।
তুই কিতা আচছ। তোর লাই আঁর ফেট ফুরেদ্দে......
১৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৯
ত্রিভুজ বলেছেন: এইটা একজন দিয়া ফেলছে অলরেডী..
১৮৫| ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৩
বাংলার CUPID বলেছেন: কুণ্ঠে গেলা
মিচ করাতাচি
১৮৬| ১৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৬
কণা বলেছেন: ১২২ নং কমেন্টের রিপ্লাই পাইলাম না... আফসুস!
১৮৭| ১৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৬
কৌশিক_বিশ্বাস বলেছেন: জটিল একটি পোস্ট দিয়েছেন ত্রিভুজ। ১৫১১ বার পঠিত, ২৬৫ মন্তব্য।
একটা ক্ল্যু দিই আপনাকে। কিছুদিন আগে শাহরুখ খান তার টেলিভিশান প্রোগ্রামে Keep In Touch অনুবাদ করে বলেছিলেন স্পর্শ করতে থেকো। আপনিও সেইরকম কিছু খুঁজে বের করুন উপরের লিস্ট থেকে। একেবারেই কিছু খুঁজে না পেলে সরল ভাবেই বন্ধুকে জানাবেন যে আপনি তাকে খুব মনে করেন, তাকে দেখতে চান, তার সাথে আবার সামনাসামনি আড্ডা দিতে চান, পুরোনো দিনের স্মৃতি নেড়েচেড়ে দেখতে চান।
ইংরাজি থেকে বাংলা করার কথা ভাবছেনই বা কেন? যদি বাংলাকে এতো ভালবাসেন তাহলে অন্য কোনো ভাষা থেকে অনুবাদ না করার চেষ্টাই করুন।
"আমাকে এক টিপ নস্যি দিবেন?" ~ পরবর্তী পোস্টে এর ইংরাজী জিজ্ঞেস করুন সবাইকে :#
১৮৮| ১৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫৩
মাহমুদ রহমান বলেছেন: বাপরে!!! সেই রকম পোস্ট দেখি!!!
তবে একটা জিনিস বোঝা গেল, ভাষার অনুবাদ অনেক সময়ই সঠিক ভাবটাকে প্রকাশ করে না।
তবে মিসিং ইউ শব্দটা আমার কাছে নতুন লাগছে। এটা কি লেখার কাজে ব্যবহৃত হয় না বলার কাজে? বললে মিসিং ইউ বলা হয় নাকি মিস ইউ, নাকি আরও রংঢং মাখিয়ে বলা হয়........
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৭
ত্রিভুজ বলেছেন: রংঢং মাখিয়ে বলতে হয়। এইটাই নিয়ম..
১৮৯| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৭
জেমিনি বলেছেন: Miss = মহিলা / মেয়ে / নারী - Ing = এছে - You = তুমি
তার মানে missing you এর অর্থ = মহিলাছে / মেয়েছে / নারীছে তুমি
........................ হি হি হি হি হি
১৯০| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
ত্রিভুজ বলেছেন: জেমিনি, আপনার মন্তব্যটা সবচেয়ে বেশী মজার হয়েছে। মন্তব্যে +/- দেয়ার উপায় নাই... ব্যাপক..
১৯১| ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
জেমিনি বলেছেন: হে হে হে .......... ধন্যবাদ
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০০
ত্রিভুজ বলেছেন:
১৯২| ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৭
"নিরব" বলেছেন: Missing You এর বাংলা- তোমারে হারাইয়া ফালাইছি।
I Miss You - এটা জটিল লাগেছ; পারব না।
তবে কথাটি হওয়া উচিত ছিল -
I Feel You Very Much.
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৮
ত্রিভুজ বলেছেন: হুমমম....
১৯৩| ২৭ শে জুন, ২০০৯ রাত ২:১৮
পান্থ বিহোস বলেছেন: Click This Link
১৯৪| ১৬ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩২
মে ঘ দূ ত বলেছেন: তোমাকে বড় মনে পরে...
...
আমি হলে এই লাইনটায় লিখতাম সাথে ডট ডট দিয়ে। যাতে বোঝানো যায় যে অনেক কথায় বলার ছিল বা আছে কিন্তু যার জন্য এতো কথা তারই বড্ড অভাব।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৪
ত্রিভুজ বলেছেন: ভালো আইডিয়্যা....
১৯৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২০
তাসু বলেছেন: "তোমার জন্য জ্বলছে"
১৯৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৪
অপ্রয়োজন বলেছেন: আমি তোমাকে মিস্করি
১৯৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৩
চাচামিঞা বলেছেন: @অপ্রয়োজন , আমিও সেটাই বলতে চাইছিলাম...আপনিই বলেদিলেন
এর্কেটা হতে পারে
ইস্....
১৯৮| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩০
মোহাইমেন বলেছেন:
তুমারে দিনে দিনে হারাইতেছি
Miss এর সাথে ing যোগ হয়ে হইলো জিরান্ড। তাই শুন্যতা/হারানো এর সাথে এছি যোগ হয়ে কনটিনিউয়াস প্রেজেন্টেস্ হবে। You মানে তুমি/তুই/আপনি।
Missing You = তুমারে হারাইতেছি।
এইখানে শব্দগত অনুবাদ না হয়ে ভাবগত অনুবাদে দাড়ায় -
Missing You = তুমারে দিনে দিনে হারাইতেছি (তুমি অন্যের হইয়া যাইতাছ?!?! )
ভাবানুবাদ বুঝতে সমস্যা হলে সংযুক্ত ছবিখানির দিকে ৩০ সেকেন্ড তাকান আর বুঝার চেষ্টা করেন, আপছে ক্লিয়ার (পরিস্কার) হইয়া যাইবো
১৯৯| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৮
মোহাইমেন বলেছেন:
কারেকশন:
Missing You = তুমারে দিনে দিনে হারাইতেছি (তুমি অন্যের হইয়া যাইতাছ?!?! B )
আসলে হবে:
Missing You = তুমারে দিনে দিনে হারাইতেছি (আমি কি অন্যের হইয়া যাইতাছি?!?! B )
২০০| ১৮ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৫৯
নুরুন নেসা বেগম বলেছেন: তোমার কথা মনে পড়েড়েড়েড়েড়েড়েড়ে................।
২০১| ২১ শে অক্টোবর, ২০১০ রাত ১:৫৯
বৈকুন্ঠ বলেছেন: মিস ইউ এর বাংলা ......... আসলেই জটিল
আমি যদি কাউরে মিস করতাম আর সেইটা বাংলায় বলতে চাইতাম তাইলে হয়তো বলতাম "তোমার লাইগ্যা পেট পুরতাসে" (ময়মনসিংহ অন্চলের ভাষা)
আমাগো বাসায় আম্মাকে সাহায্য করার জন্য গ্রামের একটা মেয়ে ছিল। সে প্রায়ই "আমার মা'য়ের লাইগ্যা পেট পুরায়ইতাসেগো" বৈলা গ্রামে চৈলা যাইতো
২০২| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৫
েতজপাতা বলেছেন: পরান পোড়ে............।
২০৩| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬
দেবার্নব রায় বলেছেন: তোমার কথা খুব মনে পড়ছে...
২০৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৭
দেবার্নব রায় বলেছেন: তোমার কথা খুব মনে পড়ছে...
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২১
বিডি আইডল বলেছেন: মিস শব্দটি এখানে হারেনো অর্থ বুঝায় না..শোক বুঝায়
আমি তোমার শোকে কাতর ছিলাম