![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
ঢাকার কোনো এলাকার চুলায় দুদিন গ্যাস না থাকলে তা পত্রিকার সংবাদ হয়। ঢাকার মেমরা তখন হোটেল থেকে খাবার কিনে খান। বেশ একটা জাতীয় বিপর্যয় বটে।
কিন্তু ঢাকার বাইরের বাংলাদেশের একটা বড় অংশ কোনো কালেই গ্যাসের সুবিধা পায় নাই। ওটা কোন বিপর্যয় না। যেন তাদের কোন অধিকারও নাই । দেশের সকল খনিজ সম্পদে ঢাকার হক আদায় হবার পর উচ্ছিষ্ট বাকিদের মধ্যে বিলানো হবে- এমনটাই স্বাধীন বাংলার নিয়ম। তবে গ্রামদেশে গরিব গেরস্তের জমির নিচে কয়লা পেলে তাদের উচ্ছেদ করে সেই কয়লা যেকোন উপায়ে উত্তোলন করে টাটা বিড়লাদের মত শিল্পপতিদের পায়ে অর্ঘ্য দেয়া উচিত- ভাড়াটে উপদেষ্টারা এমন সবক হরহামেশাই সরকারকে দিয়ে থাকেন। ক্ষেত খামার করে কে কবে বড়লোক হয়েছে? ওই গ্রামের মানুষ কয়লা দিয়ে দাত মাজা ছাড়া আর কিছু করার অধিকার রাখে না।
ঢাকায় যে পরিমান বায়গ্যাসের রসদ প্রতিদিন সাহেবরা টয়লেটে বিসর্জন দেন সেটা দিয়ে রান্না করার কথা বলা বেয়াদপি হবে। ওসব গ্রামের গরুর বিষ্ঠা দিয়ে করতে হবে। শহুরে বিষ্ঠায় গ্যাস হবে না। ওটা এন্টাসিড দিয়ে দমিয়ে রাখতে হবে...
ঢাকার মানুষ নিজেদের উন্নত জীব ভাববে, তার পক্ষে হাজার যুক্তি খাড়া করে গ্যাসের চুলায় পাজামা শুকাবে- এটা নুতুন না
বাংলাদেশের সংবিধানের মূলনীতি থেকে সমাজতন্ত্রটা হাজাম ডেকে কেটে ফেলে দিলেই পারেন..... ওটা একটা অশোভন বর্ধিত অংশ, বিশ্রীভাবে ঝুলে আছে
বাঙ্গাল
১৩ জানুয়ারী ২০১৩
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
বাঙ্গাল বলেছেন: শুক্রিয়া
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
জহীরুল ইসলাম বলেছেন: