নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

‎বাচ্চু রাজাকার বাড়িত নাই: পলিটিকালি কারেক্ট বেডটাইম স্টোরি-৮

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

আগামীকাল ট্রাইবুনালের প্রথম রায়। সেকারী ব্যবস্থাপনায় ধুমধাম সহকারে বিশাল সাফল্য উদযাপন করা হবে। সফলই বটে। পলাতক আসামির বিচার নুন্যতম সময়ে শেষ হইসে। আর উপস্থিত আসামীদের বিচারের রায় পিচায়তেই আছে।

পাবলিক মাত্র ৯ মাস আগের কাহিনী ভুলে গেছে মনে হয়। সব সংবাদ মাধ্যমে খবর আসার পর পুলিশ গেছে বাচ্চু রাজাকারের বাড়ি। ভিতর থিকা আওয়াজ আসলো "বাচ্চু রাজাকার বাড়িত নাই"

পালানোর পর ডেকচি-পাতিল-চৌকির তলা খুজে বেশ সুনাম কুড়িয়েছিল পুলিশ। বাচ্চু রাজাকার পালিয়ে যায় ভারতে। বিকাশ পালায় ভারতে। তাদের বিএসএফ গুলি করে না আত্মরক্ষার্থে। কিন্তু ফেলানিদের পটাপট গুলিতে ফেলে দেয়। গরুর দালালদের অনুপ্রবেশ ঠেকাতে দুইপক্ষের গম্ভীর মিটিং হয়।

"ইন্টারপোলের মাধ্যমে বাচ্চু রাজাকারকে ফিরিয়ে আনা হবে" - সাবেক সরাষ্ট্রমন্ত্রী বেশ বলেছিলেন। ইন্টারপোল ডাকা দূরের কথা, বন্ধুরাষ্ট্রকে বলতেই বছর পার।

উলফা নেতাদের পাকড়াও করে ভারতমাতার সেবাই কি আমাদের দ্বিপাক্ষিক আতঙ্কবাদ বিরোধী সমঝোতার লক্ষ্য? শুনলাম বিলিয়ন ডলারের ফিসফাস অস্ত্র চুক্তির মধ্য রাশিয়ায় সাথে আতঙ্কবাদ বিরোধী সমঝোতা চুক্তি হয়েছে। বেশ একটা কাজের জিনিস এই আতঙ্কবাদের চাষাবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

বিবেকের দংশনে জাস্টিন বিবার এবং সাঁইবাবার গ্যাংনাম আচার বলেছেন: :)

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

বাঙ্গাল বলেছেন: এত আনন্দের কি হইলো

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

ভাইরাস ২০১৩ বলেছেন: "প্রথম রায়টা একজন পলাতক যুদ্ধাপরাধীদের না হয়ে একটা আটককৃত রাজাকারের রায় হতে পারতো না কি?"

যারা এই প্রশ্নটা করছেন তারা হয় গত কয়েক বছর বাংলাদেশে ছিলেন না অথবা ব্যস্ততার কারনে মামলাগুলোর গতিপ্রকৃতি ফলো করার সময় হয়ে উঠেনি অথবা এই বিচার নিয়ে একটা নেগেটিভ কথা না বললে তাদের শান্তি হয় না।

একজন আইনের মানুষ অনেক সুন্দরভাবে এটা ব্যখ্যা করতে পারবেন, তবে আমজনতার একজন হিসাবে আমাদের চোখে যা প্রতীয়মান হয়েছে তা হলো প্রতিটা বিচারের অনেকগুলো ধাপ থাকে। যেমন অভিযোগ আনা, তদন্ত করা, রাষ্ট্রপক্ষের স্বাক্ষী ও আসামী পক্ষের স্বাক্ষী আনা যাদেরকে সরকারী ও ডিফেন্সের উকিলরা জেরা করবেন। সেই জেরা শেষ হলে তারপর উভয় পক্ষের কৌসুলীরা চূড়ান্ত শুনানিতে যুক্তিতর্ক/সামারি ইত্যাদি উপস্থাপন করবেন। এইসব লেন্থি প্রসেস শেষ হলে মাননীয় বিচারকরা বলে দিতে পারেন যে অমুক তারিখে রায় দেয়া হবে অথবা ভবিষ্যতে যেকোন দিন রায় ঘোষনা করা হবে। দ্বিতীয়টাকে আইনের ভাষায় বলা হয় সিএভি (কোর্ট এ ওয়েটিং ভারডিক্ট)। এটা বাচ্চু রাজাকারের ক্ষেত্রে হয়েছিল।

এখন বাচ্চু রাজাকারের ক্ষেত্রে জামাত থেকে কোন আইনজীবি দেয়া হয় নাই আর সে পালিয়ে গিয়েছিল। ট্রাইবুনাল থাকে একজন কৌসলী নিয়োগ দেয়া হয় যার নাম শুকুর খান। এই আইনজীবি বাচ্চুর পক্ষে একজন স্বাক্ষীও যোগাড় করতে পারেন নাই। এছাড়া জামাতি আইনজীবিরা যে শত শত বাহানা করে গত কয়েক বছরে যেভাবে বিচারের প্রক্রিয়াকে শ্লথ করে দিচ্ছে অন্যান্য খুনীদের সময় সেটা বাচ্চু রাজাকারের ক্ষেত্রে ঘটে নাই। খুব সংক্ষেপে বলা হল মূল কারনগুলো । সেজন্য এই বদমাশটার বিচারের পুরো প্রসেস অন্য সবার থেকে এগিয়ে গেছে।

-এই আমি যাত্রী

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

বাঙ্গাল বলেছেন: কিভাবে পালালো সেটা মনে করে দেখবেন কি? ৯ মাস আগে পালিয়েছে, কিন্তু তাকে প্রেপ্তারের চেষ্টা কি করেছে সরকার? একজন যুদ্ধাপরাধীকে কি গোয়েন্দারা নজরে রাখতে পারে নাই?

আর আইনজীবি নিয়োগের কথা বলছেন, সেটা রাষ্ট্রপক্ষের নিয়োগ দেয়া আইনজীবি। যার বিন্দুমাত্র আগ্রহ নাই তার পলাতক আসামিকে ডিফেন্ড করার। তাই ভূয়া সাক্ষীও দেখা যায় নাই, যা অন্যদের ক্ষেত্রে দেখা গেছে। সুতরাং একটা একতরফা নামমাত্র বিচার দেখলাম। যা সবচেয়ে কম সময়ে শেষ হলো, সবচেয়ে দেরিতে শুরু হয়ে। প্রত্যাশা ছিল সাঈদির রায়ের মাধ্যমে ট্রাইবুনাল যাত্রা শুরু করবে। তারপরেও ট্রাইবুনাল-২ গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ দিতে হয়। নইলে হয়তো, এটাও সম্ভব হতো না।

বিচারের রায় বাস্তবায়ন কি এই সরকার করবে, নাকি আগামী সরকার পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আগেরবার " বিচার চাইলে ভোট দাও"। এবার "রায়ের বাস্তবায়ন চাইলে ভোট দাও"।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

রোহান বলেছেন: দেখা যাক কাদের মোল্লার সানডে মানডে ক্লোজ করবার মাধ্যমে পলাতক ইস্যুর মুখে ছাই পড়ে কি না... :))

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

বাঙ্গাল বলেছেন: নয় মাসে ধরা পড়ে নাই, আগামি নয় মাসেও না পড়ার সম্ভাবনাই বেশি। কারন সে নাকি হেড কোয়াটার করাচি গেছে গা। ম্যাডাম ক্ষমতায় না আসলে ফিরবে না মনে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.