নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

ডেভিলস এডভোকেট ফরহাদ মাজহারঃপলিটিকালি কারেক্ট বেডটাইম স্টোরি-৯

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

বরাবর ফরহাদ মাজহার,



গত ডিসেম্বরে নয়া দিগন্ত পত্রিকায় একটি কলামে কিছু প্রশ্ন তুলেছিলেন। বেশ সচেতন ভাবেই এমন একটি ধারনা তৈয়ার করতে চেয়েছিলেন যেন, এই বিচার-ফিচার কিসসু হয় নাই। সবি ভূয়া-ফকিক্কার। সেটা করতে গিয়ে বলেছেন "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন সমালোচনা আমলে নেয় নি"। এখন এটা পরিস্কার ট্রাইব্যুনাল বেশ ভালো ভাবেই সমালচনা আমলে নেয়। এই পর্যন্ত যেসব পত্রিকাকে ট্রাইব্যুনাল সতর্ক করেছে তার মধ্যে নয়া দিগন্ত সর্বচ্চো সংখ্যকবার নোটিশ পেয়েছে, একবার এসে ' সরি স্যার, আর ভুল হবে না' বলে মাফ চেয়েছে ভুল সংবাদ পরিবেশন করার জন্য। এছাড়া আছে, সংবাদ, নিজ এজ, কট্টর সরকার সমর্থক জনকন্ঠ সহ কিছু পত্রিকা। এরমানে কাউকেই ছাড় দিচ্ছে না ট্রাইব্যুনাল।

স্কাইপ কথাপোকথন ফাঁস হবার পর ট্রাইব্যুনাল রিফর্ম করা হয়েছে। নুতুন বিচারক এসে আবার যুক্তিতর্ক শুনছেন, যদিও আইনে পুনরায় বিচারের সুযোগ নাই। এরমানে তারা আমলে নিয়েছেন ব্যাপারটা। তারপরেও ন্যায় বিচারের স্বার্থেই নুতুন বিচারক আবার দুই পক্ষের যুক্তিতর্ক অংশটি শুনছেন। এতেও প্রমাণিত হয়, ট্রাইব্যুনাল সমালোচনা আমলে নেয়, নিচ্ছে, আশা করি ভবিষ্যতেও নিবে।



আরও দাবি করেন "শুধু ট্রাইব্যুনাল নয়, পুরা বিচার বিভাগই মুখথুবড়ে পড়েছে"। স্যার, আপনার এই কথাটাও ঠিক না। বরং এদ্দিন পুরো বিচার বিভাগ মুখ থুবড়ে ছিল। এখন উঠে দাড়াচ্ছে। এতদিন বাংলাদেশের সবচেয়ে বড় খুনী, ধর্ষকদের বিচার হয় নাই, এখন হচ্ছে। এতদিন ছিচকে চোর-বাটপারের বিচার করেছে, এখন গণহত্যার বিচার হচ্ছে। বিচারপতির স্কাইপে কথা বলা নিশ্চয়ই গণহত্যার সমান অপরাধ নয়। ডেভিলস এডভোকেট হিসাবে জাতি আপনাকে মনে রাখুক। ট্রালা-লা।

ভালো থাকবেন।



-বাঙ্গাল

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

রেজোওয়ানা বলেছেন: চিঠির সাথে ঐটারে এনথ্রাক্সের জীবানুও পাঠাইয়া দেন!

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

বাঙ্গাল বলেছেন: জীবাণু দিয়ে কিছু হবে না। জীবাণু এদের জ্ঞাতি ভাই

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

আলাপচারী বলেছেন: ভালো বলেছেন। আমাদের কিছু রাজনীতিক কিছু চুচীল আছেন যারা একটু আলাদা কথা বলে লোকের চোখ কাড়েন। এর বেশী কিছু নয়। এর বেশী content ও পাবেন না ওদের কথায়, লেখায়। যেমন - আ স ম আবদুর রব: খেয়াল করবেন, যখন লোকে যে বিষয় নিয়ে ভাবছে না তা বলে বাজার গরম করার চেষ্টা (দ্বি তল বিশিষ্ট পার্লামেন্ট চাই), এক তলই চলে না ঠিকমতো তায় আবার দ্বিতল, তার গুরু দাদা ছিল, আছে আরেক হারামজাদা, যার জন্য মারা গেছে যুগের হুজুগে ১০ হাজার তরূণ জাসদ করতে গিয়ে। তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র আনবেন। ( সমাজ তন্ত্র নিজেই বৈজ্ঞানিক তাকে আরও বৈজ্ঞানিক বানাবেন!!!) শেষে কি বানিয়েছেন তা সময় দেখেছে।
ফরহাদ মজহার কোথাও কল্কি না পেয়ে আবোল তাবোল বলে পত্রিকার কলাম পূর্ণ করে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

বাঙ্গাল বলেছেন: উনার জ্ঞান গরিমা অনেক কিন্ত এই দালালী ব্যবসাটা উনি বেশি করেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.