![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
- বুঝছেন ভাই, দেশটার কিছু হইলো না। সব দুর্নীতি কইরা শ্যাষ।
- জ্বী।
- আজকে পেপারে দেখসেন, ‘গুলশান-বারিধারা-বনানী ও মহাখালী লেক উন্নয়ন’ এ ৫০০ কোটি টাকার নিয়া সরকার বইসা আছে। ২ বছরে প্রজেক্টের কিসসু হয় নাই। সেনাবাহিনীরে দিলে আরেকটা হাতিরঝিলের মত লাল-নীল বাতিওয়ালা ঝাক্কাস বিনোদনকেন্দ্র হইতে পারতো। ফকিন্নির বস্তি দিয়া লেকটার কি অবস্থা করসে, দেখছেন!
- জ্বী। অবস্থা খুব খারাপ।
- আমার মতে, ঢাকা শহরের ইজারা সেনাবাহিনীর হাতে পরীক্ষামূলকভাবে ৫ বছরের জন্য দিয়ে দেন। রাজউক, ওয়াসা, ডেসা, মেসা, সীসা সব সিধা হয়ে যাবে। ঝকঝক করে ফেলবে সব।
- জ্বী। শুধু ঢাকা কেন, পুরা দেশটাই সেনাবাহিনীরে ইজারা দিয়া দেন ৫ বছর। এই কামড়া কামড়ি মারামারি, হরতাল-ভাংচুর আর ভাল্লাগে না।
- ঠিক বলছেন ভাই। এই দুই বেডির জ্বালায় আর বাচতেছি না।
- তবে সেনাবাহিনী কইলাম নুতুন ঠিকাদার। উনাদের কাজ দিলে ৫০০ কোটির পাছায় আরেকটা শূন্য ভইরা দিতে হবে। শুন্য কম হইলে উনারা কাজ করতে পারে না। কম শূন্যওয়ালা প্রজেক্টের জন্য এলজিইডি।
- ভাই আপনি দেশপ্রেমিক সামরিক বাহিনী নিয়া খারাপ কথা বলতেছেন ক্যান?
- খারাপ কি বললাম? দেশপ্রেমিক ভাইরা মেট্রো রেইলের জন্য পুরান বিমানবন্দরের পুণ্যভূমি ছাড়তে চায় না। উনারাই দেশপ্রেমিক। আর ফুলবাড়িয়ার মানুষ এশিয়া এনার্জিরে ভিটা মাটি ছাড়তে না চাইলে তারা দেশদ্রোহী।
- করেন তাইলে, পারলে সেনাবাহিনী ছাড়াই এলজিইডিরে দিয়া করান। দেখেন কি হয়।
- হইছে তো। যেই রাস্তা দিয়া আপনে এখন অফিসে যান, যেইডা দিয়া গ্রামের বাড়ি যান, ওই গুলান কেডা বানাইছিল খোজ নিয়েন। ওই রাস্তাঘাটের উপরেই আজকের জিডিপি ফলে। হাতিরঝিলের বাতাস দিয়া হয় নাই।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
বাঙ্গাল বলেছেন: আপনার পরিবেশ সচেতনতা শুধু ঢাকার জন্য সংরক্ষিত কেন?
ঢাকার বাইরের আটষট্টি হাজার গ্রামের মানুষের কোন অধিকার নাই? তাদের কাজ হাত পাখা ঘুরানো, কাদা-মাটি ভেঙ্গে ভ্যান চালিয়ে হাটে যাওয়া ও ক্ষেতে খামারে খেটে বাম্পার ফলন ফলানো। তাদের পাকা রাস্তার দাবি মাত্র কয়েক লক্ষটাকার জন্য এম্পি হোস্টেলের দেয়ালে বাড়ি খেয়ে ফেরত আসে। ঢাকার অবারিত সুখ সাচ্ছন্দ্য শেয়ার করতে গ্রামবাসী মাঝে মধ্যে রোগে শোকে মঙ্গায় ঢাকায় এসে লাল-নীল বাতি দেখবে, সেটাই অনেক। সবচেয়ে ভালো হয় জমিজিরাত রেখে মালেশিয়া সৌদি গিয়ে হাড়গোড় পাস্পোর্ট জমা দিয়ে কাড়ি কাড়ি রেমিটেন্স পাঠালে। ওতে অর্থমন্ত্রীর সাফল্য অর্জিত হয়, ঢাকাবাসির ফুটানি করার পয়সা মেলে। বেশ তো নাগরিক চিন্তা আপনাদের।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
শার্লক বলেছেন: বেশ বলেছেন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
নিশ্চুপ শরিফ বলেছেন: ওই রাস্তাঘাটের উপরেই আজকের জিডিপি ফলে। হাতিরঝিলের বাতাস দিয়া হয় নাই
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
বাঙ্গাল বলেছেন: হ
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
ঠোঁটকাটা বলেছেন: উত্তম কথপকথন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: হাতির ঝিল কে সুন্দর লাগে
পরিবেশ কেও মানান সই রাখা চাই
পর্যটন স্থান হিসাবে উত্তম
সব মহলের ভাল দৃষ্টির বিকল্প নাই