নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের জনতা কি হাসিল করতে পারে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

শাহবাগি বীর জনতার রাজনীতিকরনের সর্বাত্মক চেষ্টা ভিতর ও বাহির থেকে করা হচ্ছে। সেই পুরাতন ডিভাইড এন্ড রুল পদ্ধতি ব্রিটিশ সাহেবরা মগজে ভইরা দিসিল। নানামত ও পথ থাকতেই পারে, কিন্তু বুঝতে হবে আমরা সবাই রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের ব্যর্থতা, রায়ের পরে আপিলে অনাগ্রহ নিয়া প্রশ্ন তোলা মানে রাষ্ট্রপক্ষ ত্যাগ না। বরং রাষ্ট্রপক্ষকে বুঝায়ে দেয়া, পরাজয় মাইনা নেয়ার সুযোগ নাই। দূর্বল প্রসিকিউশনকে আরো লোকবল দিতে হবে। নুতুন করে আপিল করার জন্য প্রস্তুত হতে হবে।



এইখানে মাত্র দুইটা পক্ষ- রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। একদিকে বাংলাদেশ, অন্যদিকে কাদের মোল্লা ও কাদের মোল্লার সমব্যথি দুই আঙ্গুলের ভিক্টরীওয়ালারা। রায়ের বিপক্ষে আপিল করতে বাধ্য করে যাত্রা শুরু হইসে। শাহবাগী জনতা কি কাদের মোল্লার ফাঁসি ছাড়া আর কিছু ভাবতে পারতেছে? সামনে সাঈদী, সাকা, নিজামী, মুজাহিদ---সবচেয়ে দূরে আছে গোলাম আযমের বিচার।



শাহবাগগামী ঢাকাই সচেতন সমাজ বিরাট অপরাধ করছে। তাদের অপরাধ সারা বাংলাদেশে আবার যুদ্ধাপরাধের বিচার নিয়া প্রশ্ন তোলা। গনহত্যার অপরাধে যাবজ্জীবন ক্যান? চীফ প্রসিকিউটর আপিল করতে চায় না ক্যান? এন্তার প্রশ্ন গণতান্ত্রিক দিনবদলের সরকার পছন্দ করে না। মুক্তিযুদ্ধের চেতনার ইজারা তাদের। অন্য কারো সেই ঘাটে মাছ ধরার অধিকার নাই।



আইনমন্ত্রীজী বলেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুললে সাজা হতে পারে(প্রথম আলো ১২ এপ্রিল ২০১২)। প্রশ্নহীন এক গণতন্ত্রের বাসনা পাই তেনার কথায়। বেয়াপদ বাঙ্গাল তার আগে থিকাই বেমক্কা প্রশ্ন রাখ্তেছিল।



- চিফ প্রসিকিউশনে এইসব হালুম চলবে না। ভালো আইনজীবী দেয় না কেন?

- শত কোটি টাকার জামাতি মিডিয়া ক্যাম্পেইনের বিপরীতে সরকারি ইনভেস্টমেন্ট নাই কেন?

- বাজেটে আইনমন্ত্রনালয়ে যুদ্ধাপরাধের বিচারের আলাদা ফান্ডিং দেয় না কেন?

- প্রসিকিউশনের অল্প সুবিধাদি নিয়া যারা দিনরাত কাজ করতেছিল তাদের সরকারী গাড়ি প্রত্যাহার করা হইল কেন?

- ট্রাইবুনালকে আইনমন্ত্রীর বগল থিকা আলাদা করে না কেন? উনার বগলে থাকলে আওয়ামীলীগের পতনের সাথে সাথে এই ট্রাইবুনাল খতম।

- স্কাইপ আলাপন নিয়া তদন্ত কইরা বিচারকের একটা দফারফা করেন। অন্তত তদন্ত হইতেছে এমন ভাব নেন। এই 'ডোন্ট আস্ক ডোন্ট টেল' বইলা কয়জন থামাবেন? তাড়াহুড়া কইরা যেনতেন রায় দেয়ায় সরকারের আগ্রহের কথা বিচারপতি নাসিম বৈলা গেছিলেন। এইবার সেইটা দেখতে পাইলাম।



এখন তাইলে কি করবে শাহবাগী জনতা?



এক্ষনে 'ফাঁসি চাই' দাবির নিচে বুলেট পয়েন্টে ৫টা দাবির কথা জানাইতে চাই-



১. নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে ট্রাইবুনালের প্রতি সমর্থন জানিয়ে ট্রাইব্যুনালকে ভাঙ্গা ও বিচারপতি-প্রসিকিউশন টিমে পরিবর্তন করে প্রভাবিত না করার অঙ্গীকার করতে হবে। (যাতে পরে দুদকের মতো অবস্থা না হয় সরকার পরিবর্তনের সাথে সাথে)



২. যদি খালাস পাওয়া ৪র্থ অভিযোগে কাদের মোল্লার সর্বচ্চো শাস্তির জন্য আপীল করা নাও যায় (আইনী জটীলতায়), তাইলে পরে আপীল বিভাগের 'কমপ্লিট জাস্টিস' ক্ষমতার পূর্ন ব্যবহার করতে হবে।



৩. আপীল করতে অনাগ্রহী ও প্রসিকিউট করতে কার্যত ব্যর্থ চীফ প্রসিকিউটর অপসারন করে সুযোগ্য চীফ প্রসিকিউটর নিয়োগ দিতে হবে। এক ভূল বারবার দেখতে চাই না।



৪. প্রসিকিউশনের লোকবল ও অর্থবল বাড়াইতে হবে। জামাতি মিডিয়া ক্যাম্পেইনের বিপরীতে দেশি ও বিদেশি মিডিয়ায় শক্ত প্রচারণা চালাইতে হবে।



৫. আইন সংশোধন করে সাজা বৃদ্ধির জন্য আপীলের পথ খুলতে হবে (ট্রাইব্যুনাল চলাকালেই)।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: শাহবাগের জনতা থেকে নিজেকে কি আলাদা ভাবেন নাকি? না ভাবলে বলেন, আমরা কি হাসিল করতে পারি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

বাঙ্গাল বলেছেন: শাহবাগের সাথে একাত্মতা জানায়ে কিছু দাবির কথা বলতে চাইসি। আমরা কি হাসিল করতে পারি ----শিরোনাম দিলে তাতে নন-শাহবাগীরাও গন্ধ পাই যাবে

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

নষ্ট ছেলে বলেছেন: কাদের মোল্লার রায় পরিবর্তন হবে কিনা জানি না তবে পরবর্তী রায় গুলোর উপর অবশ্যই শাহবাগী জনতার প্রভাব থাকবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

বাঙ্গাল বলেছেন: সেকারণেই দরকার কিছু সুস্পষ্ট দাবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.