নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

বাঙালির মানস ও দ্বৈতনীতি

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

১। আমরা 'জয় বাংলা' স্লোগান দিতে পারি। কিন্তু 'জয় বঙ্গবন্ধু' না দিয়া 'জয় জনতা' আমদানি করি।



২। আমরা মাহমুদুর আর সাঈদীর কলিজু সংলাপ ধুমায়া শেয়ার করি, মজা লই। কিন্তু বিচারপতি নাজিমের স্কাইপ আলাপন প্রচার-বিশ্লেষণ নিষিদ্ধ করি।



৩। আমরা সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় আসতে বলি, কিন্তু দেশবিরোধী আওয়ামী চুক্তি নিয়া আলাপ করতে অস্বস্তিবোধ করি।



৪। আমরা ফাঁসীর দাবিতে দুনিয়া কাপাই, আবার প্রসিকিউশনের দূর্বলতা আর ৪ বছরের সরকারী অবহেলা দেইখা ক্ষিপ্ত হই না।



৫। আমরা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার শপথ নিয়ে শুরু করলে প্রধানমন্ত্রী শাহবাগ আসতে চান। আবার জামাত নিষিদ্ধ করার কথা বললে মন্ত্রীদের ধমক লাগান।



৬। আমরা গ্রামের মানুষের চান্দে সাঈদীদর্শনকে ট্রল করি, আবার নিজেরাই বেলুনে পত্র পাঠাই আসমানে।



৭। আমরা বাক-স্বাধীনতার, মুক্তচিন্তার কথা বলি ফেইসবুক ইউটিউব ব্যান করলে, আবার আমরাই বিরোধীমতের টিভি চ্যানেল পত্রিকাকে ব্যান করার দাবিতে সরব হই।



৮। আমরা মহানবী মুহাম্মদ (সাঃ)কে অবমাননার দায়ে সাঈদীরে গ্রেফতার করি, কিন্তু থাবাদের হাতে প্রতিনিয়ত অবমাননার ঘটনায় কোন মামলাই করি না।



৯। আমাদের জনপ্রতিনিধিরা টক শো তে অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন, জামাতের মন্দিরে হামলার নিন্দা করেন। কিন্তু নিজেরা হতাহতদের বাড়িতে যান না।



১০। আমরা প্রবল ধর্মানুভূতিকে ধর্মান্ধতা বলি, কিন্তু প্রবল রবীন্দ্র সঙ্গিতানূভুতির জন্য লজ্জ্বিত হই না।



১১। আমরা মোল্লাদের পরমতে সহনশীলতারর কথা বলি, আবার নিজের বন্ধুতালিকায় বাশেরকেল্লা লাইকারদের নির্দিধায় ডিলিট করি।



১২। আমরা ২৫ ফেব্রিয়ারী আসলে সেনা অভিসারদের জন্য কাঁদি, স্ট্যাটাস দেই। কিন্তু বিডিয়ারের ৪৭ জন হার্ট এটাকে মারা যাওয়া জওয়ান আর ছয় হাজার দন্ডপ্রাপ্ত পরিবারের কথা ভুলেও মুখে আনি না।



১৩। আমরা স্বচ্ছ, আন্তর্জাতিক মানের বিচার চাই রাজাকারের জন্য, কিন্তু গরীব বিডিয়ার জওয়ানদের স্বচ্ছ-আন্তর্জাতিক মানের বিচারের জন্য 'সেইভ মুসলিম ব্রাদারস' স্লোগানে ইউটিউব, মসজিদ গরম করি না।



১৪। আমরা বিলাতি টবি ক্যাডম্যানকে সসম্মানে ফেরত পাঠালে দেশজ আইন-কানুনের সাথে বিদেশী কানুন মাপ দেই। কিন্তু ২০জন বিডীয়ারের জন্য ১জন সরকারী উকিল লড়লে আন্তর্জাতিক মান পকেটে ভাজ করে রাখি।



১৫। আমাদের দেশনেত্রীর সরকারী বাড়ি হারালে হরতাল দেই, কিন্তু হিন্দু পরিবারের বাড়ি পুড়িয়ে মাটিতে মিশিয়ে দিলে হরতাল দূরের কথা, মানববন্ধন করতেও লোক পাওয়া যায় না।



১৬। টক শো সেমিনারে শেখ মুজিবর রহমানের সাধারন ক্ষমার ভূল ব্যাখ্যা দেই। কিন্তু যুদ্ধাপরাধীদের দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলি না।



১৭। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গনহত্যার ছবি দেখে মুভি ক্রিটিক সাজি, আবার নিজের দেশের গনহত্যার সংখ্যা নিয়া মিডিয়াতে বাহাস করি।



১৮। সারের দাবিতে বিক্ষোভ করা ১৮ গ্রামবাসীর বুকে গুলি চালানোকে গনহত্যা বলি না, কিন্তু সহিংস জামাতি মিছিলে গুলি চালাইতে গনহত্যা বলি।



১৯। তত্ত্বাবধায়ক আমলে আমরা সেনাবাহিনীর নাম নিলে সামনে পিছনে 'দেশপ্রেমিক' বলতে ভুলি না। আবার ব্যাপক ভূমিধস বিজয়ে জেতা গনতান্ত্রিক সরকারের আমলে সীমিতমাত্রায় সেনা মোতায়েন করলে গণতন্ত্র 'চমৎকার' হবার ধোয়া তুলি।



২০। দেশের সমস্যা নিয়া হোয়াই হাইজ পর্যন্ত পিটিশন পাঠাই(নিঃসন্দেহে জামাতের সাথে প্রতিযোগিতাটা ভালো উদ্যোগ), কিন্তু নিজের দেশে গণভবনে চিঠি পাঠাইনা, প্রধানমন্ত্রীকেও সরব হতে বলি না।



লেখাটি বাঙ্গাল ফেইসবুক পেইজে প্রকাশিত

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

আলমপুরের জুয়েল বলেছেন: কি করা যায় বলুন তো??

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

বাঙ্গাল বলেছেন: ভাই, পোষ্ট দেয়ার ২ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে আপনি নিজেকে আবুলের চেয়েও দ্রুতগামী হিসাবে প্রমাণ করেছেন। মোবারকবাদ। কি করা যায় পরে ভাববো।

২| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

১৯৭১-বাংলাদেশ বলেছেন: 42 bosor er JONJAAL age proshkaar kori.
tarpor AWAMI LEAGUE, BNP re SIZE deya jabe.

AKHON PROJONTTO SOBCHEYE BORO SOMOSHSA HOLO...AI RAJAKAAR.

Aita porishkaar korle...ogulo haat er MUA !!!

JOY BANGLA !!!

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

বাঙ্গাল বলেছেন: আপনার হাতের মোয়া বা ময়লা কোনটা পরিস্কার করবেন আপ্নের ইচ্ছা। পরিস্কার করার পদ্ধতিটা নিয়া আলোচনার প্রয়োজন আছে বলে মনে করেন তো?

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আরজু পনি বলেছেন:

সত্যি কথা বললে আবার বন্ধু ব্যাজার হয় :|

একেবারেই আগুন পোস্ট...



বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০

আশফাক সুমন বলেছেন: ++++++++++

পুরপুরি সহ্ মত না হলেও আপনার লেখার যুক্তি ভাল লেগেছে।

ভোটও দিলাম এই ভাললাগা পোস্ট কে।

ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

বাঙ্গাল বলেছেন: দ্বিমত থাকতেই পারে ...ধন্যবাদ

৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

১৯৭১-বাংলাদেশ বলেছেন: ময়লা বলে কথা। সবই পরিস্কার করব। সময় দেন...
আরও জটলা বানায় এরকম পোস্ট থেকে দূরে থাকুন

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

বাঙ্গাল বলেছেন: তর্কহীন উপায়ে ময়লা সেফ আমার আপত্তি আছে

৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সত্য সত্যই এর জয় সুনিশ্চিৎ আওয়ামীলীগ চুরি করলেও চুরি জামাত চুরি করলেও চুরি।
তাই কবি গুরু সেই উক্তি আমি কঠিনেরে ভালোবসিলাম কারন কঠিন করে না প্রবঞ্চনা।

৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

বাংলার অতুল বলেছেন: একেবারেই আগুন পোস্ট

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

বাঙ্গাল বলেছেন: .ধন্যবাদ

৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: ++++

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

বাঙ্গাল বলেছেন: .ধন্যবাদ

৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অসাধারণ বাঙ্গাল

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

বাঙ্গাল বলেছেন: .ধন্যবাদ

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৪

এঞ্জেল বয় বলেছেন:
ভাই এটা একটা অসাধারণ পোস্ট। পোস্টের লিখাগুলা ১০০% সত্য।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

বাঙ্গাল বলেছেন: .ধন্যবাদ

১১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

মনসুর-উল-হাকিম বলেছেন: খুবই সুন্দর লিখেছেন।

কোনো মানব সমাজ যদি দীর্ঘ দিন ধরে দরিদ্র, অশিক্ষিত, যথাযথ কর্ম-সংস্থানহীন, নৈতিক অবক্ষয়-এর মধ্যে থাকে তবে সেই সমাজ ধীরে ধীরে ধংসপ্রাপ্ত হয় - জাতি পরিনত হয় হতদরিদ্র, কুশিক্ষিত, লোভী আর দুর্নীতিপ্রিয় এক অসভ্য সমাজে। বাংলাদেশেও এই প্রক্রিয়ার প্রভাব যথেষ্ট ক্রিয়াশীল। এই অবস্থায় "কল্যণমূখী গণতন্ত্র" তার স্বাভাবিক কার্যকারিতা হারায়, শাষন ব্যবস্থা পরিনত হয় সন্ত্রাসপ্রিয় নষ্ট কু-রাজনীতিবিদদের হাতিয়ারে।
এই বাংলাদেশে রাজনীতি মানে নষ্ট-রাজনীতি - সাধারণ জনগণের মূর্খতা-দারিদ্রতাকে পুঁজি করে যে কোনো প্রকারে দেশের শাষক হয়ে দেশকে লুট-পাট করে নিজেদের আখের গুছানো। বদ নেতারা মুখে যাই বলুক না কেন, যে আন্দোলনেরই ডাক দিক না কেন, শেষ পর্যন্ত এদের গন্তব্য দেশে অরাজকতা বহাল রেখে চুরি-ডাকাতি করে নিজেদের পকেট ভারী করা। এই রাজনীতিবিদরা কেউই চায় না দেশে আইনের শাষন কায়েম হোক, দারিদ্রতার অবসান হোক, বা সৎ-সচেতন-সুশিক্ষিত সমাজ গড়ে উঠুক।

মহান আল্লাহ আমাদেরকে হেদায়েতসহ নেক কামিয়াবী দান করুন, আমীন।

১২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮

স্পাইসিস্পাই001 বলেছেন: যুক্তিতে ধার আছে....+++

ধন্যবাদ...

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

বাঙ্গাল বলেছেন: ধার হ্যাজ ....তৈলাক্ত হলাম :)

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

আব্দুর রহমান মিল্টন বলেছেন: লেখাটি পড়লাম...

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫

বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ.

১৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

হাবিব০৪২০০২ বলেছেন: গোলাম আজম, নিজামী, মুজাহিদ এই ৩ জনের যুদ্ধাপরাধী বিষয়ে ভুরি ভুরি প্রমাণ থাকার পরও সরকার তাদের ব্যাপারে রায় না দিয়ে দিচ্ছে কাদের মোল্লা, সাঈদীর. অথচ উচিত ছিল ভাল চৌকস প্রসিকিউটর নিয়োগ করে সময় নিয়ে শক্ত প্রমাণ উপস্হাপন করা যে এরাই কসাই কাদের এবং দেলু শিকদার. আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সরকার এটা করেছে ভোটের রাজনীতির জন্য কারন তারা জানে জাশি সাঈদীর রায় মেনে না নিয়ে তান্ডব চালাবে. এতে করে জামাতের উপর জনগণ ক্ষেপে গিয়ে তাদের আবার ভোট দিবে.

এদিকে তরুণ প্রজন্মের গণজাগরনের দাবীর সাথে মঞ্চের লিডারদের দাবীর মাঝখানের ফারাক দিনকে দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, উনারা ভুলেই গেছেন গণজাগরনের দাবী ছিল একটাই "সকল রাজাকারের বিচার চাই"
মনে রাখা দরকার, সরকার জনগণকে হাইকোর্ট দেখালে জনগণ যেমন সরকারকে সুপ্রিমকোর্ট দেখাবে তেমনি শাহবাগের মঞ্চের লিডাররা জনগণের আবেগ নিয়ে খেলে নিজে ব্যক্তিগতভাবে লাভবান হতে চাইলে পাবলিক তাদেরকেও কোনদিন ক্ষমা করবে না

১৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০

হাবিবউল্যাহ বলেছেন: ব্যাপারনা!

বাংলা পরীক্ষা শেষ হইলে এই ব্যাপারে আলোচনা করুমনে।

যদিও তখন অন্যকামে বিজি হইয়া যামু।

১৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

মোঃ কুদরত-ই-খুদা বলেছেন: আসলে দ্বিজাতিতত্ত্ব আমরা অনেক আগে থেকেই লালন পালন করে আসছি...লক্ষ্য করে থাকলে দেখতে পারবেন আমরা সকল ক্ষেত্রেই দ্বৈত নীতি অবলম্বন করে থাকি...সবচেয়ে বড় বিষয় যতক্ষণ না স্বার্থহানী ঘটছে ততক্ষণ আমরা একদিকে থাকি, স্বার্থের টান লাগলেই আমরা চোখের পলকে পক্ষ ত্যাগ করে অপর দিকে হেলে পড়ি...জানি না এই দ্বৈত চরিত্র থেকে আমরা কবে মুক্তি পাব...!!!

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১০

বাঙ্গাল বলেছেন: পরিপূর্ণ মুক্তি আসবে না। কিন্তু কথার চালাচালিতেই পরমতে সহনশীলতা তৈয়ার হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.