নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মনে আজ বাসা বেধেছে হিংসা আর ঘৃণা... মানবতা আজ ফেরারী... দিকে দিকে আজ শয়তানের উল্লাস নৃত্য......

আশার রাজ্যে নিরাশার মেঘ

আমি উন্মাদ আমি উন্মাদ ... ... ... ... ... ... ... ... মহা বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাসে বাতাসে ধণিবে না অত্যাচাড়ীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত....

আশার রাজ্যে নিরাশার মেঘ › বিস্তারিত পোস্টঃ

জুলফিকার আলি ভুট্ট বাংলাদেশীদের কে ‘শুয়র কি বাচ্চা’ বলছেন প্রকাশ্যে......ধিক ঐ নিকৃষ্ট লোকটা আর পাকিস্থানের প্রতি...... (রি-পোস্ট)

১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৮

আপনার কি কেউ দেখেছেন এই ভিডিও টা কখনও? আমি আগে কখনও দেখিনি এবং শুনিও নি। কিন্তু, গতকাল প্রথম এই ভিডিও টা দেখে আমি একবারেই স্তব্ধ হয়ে গেছি। পাকিস্থানীদের প্রতি আমার ঘৃনা এখন শত গুন থেকে বেড়ে কোটি গুন হয়েছে।



এই ভিডিও টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কোন দৃষ্টিতে পশ্চিম পাকিস্থানী শাসকরা তাকাত পূর্ব পাকিস্থানী বাঙ্গালীদের দিকে। এত দিন ভেবেছি পাকিস্থানীরা আমাদের শুধু অর্থনৈতিক ভাবে শোষণ করেছে। এখন দেখছি না। তারা আমাদের কে মানুষ ই ভাবত না। তারা আমাদের গরু-ছাগল ও নয়, তাদের চেয়ে নিকৃষ্ট প্রানী শুয়র বলে মনে করত। আর আমরা অনেকেই ইসলামের দোহাই দিয়ে এখনও পছন্দ করি পাকিস্থান কে। এখনো অসংখ্য বাংলাদেশী পাকিস্থানী ক্রিকেট দলকে সাপোর্ট করে যাচ্ছি।



ভিডিও তে জুলফিকার আলি ভুট্ট একটি জনসভায়, বাংলাদেশের জনগন কে “জাহান্নামে যাও” বলে অভিশাপ দিচ্ছে। আর তারপর “শুয়র কি বাচ্চা” বলে সম্বোধন করছে। কিভাবে সম্ভব এইভাবে বলা? কতটা অসভ্য ছিল সে? একজন নেতা যদি এভাবে কথা বলতে পারে, সেখানে পাকিস্থানী জনগনের মনভাব কি সহজে অনুমেয়।



ভিডিও টি দেখুন এখানেঃ



Click This Link



কত বড় ধৃষ্টতা এই জালিম খুনী চরিত্রহীন পাকিস্থানী শাসকের? তখন জনগন যদি ওকে গনপিটুনি দিয়ে মেরে ফেলত, তবুও জনগনকে কোন দোষ দেয়া যেত না। কিন্তু, আমরা বাংলাদেশীরা দেখিয়ে দিয়েছি আমরা ওদের মত অসভ্য না, আমরা সভ্য জাতি। তাই তো ঐ অসভ্য লোকটার হানাদার সৈন্য গুলি নিরাপধে ফিরে যেতে পেরেছে নিজ দেশে।



আল্লাহ আমাদের কে বাচিয়ে দিয়েছেন যে আমরা স্বাধীন হয়েছি, আমরা আর ঐ অসভ্য পাকিস্থানীদের অংশ নই, যেখানে প্রতি দিন বোমা মেরে অসংখ্য নিরিহ মানুস কে মারা হয়। আমরা আর ঐ পাকিস্থানীদের অংশ নই, যাদের কে সারা বিশ্ব সন্ত্রাসীর জন্ম স্থান বলেই জানে।



আশা করব এই ভিডিও দেখার পর আপনারা যারা এখনো মনে করেন পাকিস্থানের সাথে থাকলেই ভাল হত, আশাকরি তাদের ভুল ভাংবে।



(যাদের কাছে এই ভিডিও পুরান জিনিস, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি)

বিঃ দ্রঃ ভিডিও কিভাবে এম্বেড করে, ভুলে গেসি। কেউ জানলে পরামর্শ দিয়েন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩২

বুড়া মানব বলেছেন: আমরা পাকিস্থানীদের চেয়েও সভ্য জাতি।

ভাই এই লাইনটা ঠিক করে দেন। এতে বরং পাকিস্তানীদের সভ্য বলা হল, যারা দুনিয়ার সর্বাপেক্ষা অসভ্য জাতি।

ঐ কুত্তার বাচ্চা গুলোর সাথে আমাদের তুলনা করবেন না ।

১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫০

আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক করে দিলাম।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৪

আবুসু িফয়ান বলেছেন: Dìk tader
http:// http://www.mdabusufian.blogspot.com/

১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫১

আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪২

মুহাম্মদ ফয়সল বলেছেন: তার এই জনসভার অবস্থা দেখে বুঝা যায় কি বালের নেতা ছিলেন তিনি। যে কিনা তার শ্রোতাদেরকে "শুনলো" "শুনলো" করে চিৎকার করে কথা শুনাতে হয়। হাহ্! এর চেয়ে কিছু কাঠালপাতা চিবাতে দিলে অনেক....

১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫১

আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: আমি ও ভেবে পাইনা, উনি কেমন নেতা ছিলেন যে লোক জন উনার কথা বলার সময় চেচামেচী করছিল।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০২

চারুপাঠ বলেছেন: বাঙ্গালি জাতির উপর যে বর্বর অত্যাচার হয়েছে তার জন্য সর্বাঘ্রে দায়ী জুলফিকার আলী ভুট্রো সহ আরো কয়েকজন। আল্লাহ দুনিয়াতে তাদের বিচার করেছেন। তাদের বংশ ধ্বংশ করেছেন। তারা নিজেরা রেহাই পায়নি। ভুট্রোকে জিয়াউল হক ফাঁসি দিয়েছিল। তার দুই ছেলে গুলি খেয়ে একজন পাকিস্থানে অন্যজন অন্যদেশে মারা গেছে। সর্বশেষ মেয়ে বেনেজিরও বুলেটে নিহত হয়েছেন। তার কোন সন্তান নেই। জামাতা দেশের প্রধানমন্ত্রী। আরো যারা জড়িত ছিলেন তাদেরও পরিনতি এভাবে হয়েছে অনেকের জানা তাই না বলাই শ্রেয়।

১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৪

আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: আল্লাহ দুনিয়াতে বিচার করেছেন কিনা জানি না, আল্লাহ ই ভাল জানেন। তবে আমি এই ভাবে অবশ্য জেনারেলাইজ করতে চাই না আপনার মত। কারণ, দুনিয়াতে অনেক ভাল লোক ও ভাই অন্যের হাতে অন্যায় ভাবে নিহত হয়, সেটাকে কি আল্লাহর বিচার বলা যায়?

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৫

আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: আল্লাহ যেন পরকালে তার এই অন্যায়ের হিসাব নেন, আমি সেই দোয়া করি।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫০

রোকন রাইয়ান বলেছেন: তারে পাইলে গদাইতাম....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.