![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএসসি প্রকৌশলী ও একসময়ের তুখড় টিভি সাংবাদিক
এই লেখাটি লিখতে বসে, শিরনামটি লিখেই মনে হলো পুরো লেখাটাই ফুটে উঠেছে শিরনামে। এই যানযোটের জন্য ঢাকা শহরে অনেক মানুষ মারা যায় বলে আমার ধারনা। যানজ়ট এখন অনেকটাই অনিয়ন্ত্রিত। আজ থেকে কয়েক বছর আগেও মনে হত, রাস্তা সম্পর্কে ধারনা করা যাবে। কিন্তু এখন আর কোন ধারনাই ঠিক হয়না। শুক্র-শনি , দুপুর-রাত সব সময়েই যনজট। এম্বুলেন্স দাড়িয়ে থাকার দৃশ্য ঢাকার মত জাগায় স্বাভাবিক। অথচ ঢাকার বাইরে যেকোন শহরে এম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা বিরল। সর্বাধিক প্রাধান্য দেয়া হয়, এই যানটিকে। কিন্তু আজব শহর ঢাকায় যানজ়টের জন্য যখন পুরো রাস্তা নাকাল তখন কারোই কিছু করার থাকেনা। কিন্তু আমার ভাবতে খারাপ লাগে, কখনও যদি এমন হয় যে, আমার আপন জ়ন নিয়ে আমি এম্বুলেন্সে বসে আছি !! ভাবতেই খারাপ লাগছে। যখন কেউ এম্বুলেন্সে স্বজন নিয়ে যানজটে অনেক ক্ষন আটকে থাকে, তার অবস্থা কি দাড়ায় !! আমারতো মনে হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়া একেই বলে।
©somewhere in net ltd.