নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাওহীদ হাসানের ব্লগ

বিএসসি প্রকৌশলী ও এক সময়ের তুখড় টিভি সাংবাদিক

তাওহীদ হাসান

বিএসসি প্রকৌশলী ও একসময়ের তুখড় টিভি সাংবাদিক

তাওহীদ হাসান › বিস্তারিত পোস্টঃ

এর মূল্য কত ?

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

;(



আমার এক বন্ধুর শেয়ার করা ছবি এটি। যে বন্ধু পোষ্টটি করেছে, তাতে ধারনা করে নিয়েছিলাম জিনিসটিতে অবশ্যই বিশেষত্ব কিছু আছে। পোষাকটির ডিজাইনটাও বেশ পছন্দ হল।



জিনিসটি বাংলাদেশে তৈরী, পোষাকের গায়ে লাগানো ট্যাগটায় পড়ে ভালো লাগল। বেশ সুন্দর করে বানানো। কাটিং-ফিটিং-কালার-ষ্টাইল সব কিছুই ভালো দেখাচ্ছিল।



পোষাকটির গায়ে যখন দামটা খেয়াল করলাম তখন বুঝলাম, কোন বিশেষত্ব পোষাকটি বয়ে বেড়াচ্ছে।



হাজারো মানুষের রক্ত-মাংশ-ঘামে তৈরী এ পোষাক।



যা রপ্তানী করে বাংলাদেশের মানুষ কোটিপতি হচ্ছে, বাংলাদেশ হচ্ছে সমৃদ্ধশালী।



অনেক শ্রমিকের সাথে কথা বলে জানলাম, তাদের চাকরি নিরাপত্তা নেই। বেতন কাঠামো নাম মাত্র। সুযোগ সুবিধা নেই বললেই চলে।



জীবনের নিরাপত্তা যে কতটুকু তাও দেখছি, অনুভব করছি।



যাদের জীবনের জন্য দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, তাদের সুযোগ-সুবিধা-নিরাপত্তা-অধিকার নিয়ে ভাবার সময় এসেছে বলে মনে করি।





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

তাওহীদ হাসান বলেছেন: আসলেই দূঃখ জনক।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

ইসপাত কঠিন বলেছেন: কিছু ডলার আর কিছু খেটে খাওয়া হারিয়ে যাওয়া মানুষের রক্ত।

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

তাওহীদ হাসান বলেছেন: ব্যাপারটি আসলেই ভালো ভাবে ভেবে দেখার সময় এসেছে।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

রিফাত হোসেন বলেছেন: আপনি যা বলেছেন তাও বুঝি , তেমন আমিও ভাবতাম কিন্তু বাংলাদেশ নিজেও বুঝে তাদের কি করা উচিত কিন্তু সরকার এই ব্যাপারে সহায়তা কোন কালেই করব না ! এইটাই সত্যি !
কঠিন সত্যি ।

এত সব সুবিধা থাকা একটা জন্য শ্রমিকের জন্য বাধ্যতামূলক কিন্তু এসব দিতে গিয়ে পোষাকের মূল্যটি বাড়াতে হবে আর তাতে বিশ্ব বাজার ছুটে যাবার চান্সটা বড় হবে !

৫-১০ হাজার টাকা মজুরী ! এসব দিয়ে পোষাক শিল্প চালানো বড়ই ভাগ্যের :(

সাদা চামড়ারা এই দেশ আরও শাসন করতে পারলে আরও খুশি হইত বৈকি _! :-& ও দু:খিত.... সাদা চামড়া বাদ দেই এই শোষনটা আমরা আমাদেরকেই করছি ! X( ...

+++ আমার বিশ্ব অর্থনীতি দরকার নাই, মানুষের মত বাচার অধিকার সৃষ্টি করলে আমাদের দেশ এমনিতেই এগিয়ে যাবে । যাদের জীবনের জন্য দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, তাদের সুযোগ-সুবিধা-নিরাপত্তা-অধিকার নিয়ে ভাবার সময় এসেছে বলে মনে করি।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

তাওহীদ হাসান বলেছেন: আসলেই যাদের কাছে থেকে এতো মুনাফা পাচ্ছে, তাদের সুবিধা কিছুটা বাড়িয়ে দিলে কি ক্ষতি ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.