![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে ঘুম থেকে উঠতে উচ্চে হয়না, তার পরেও উঠতে হয় কাজের জন্য. কাজ যে করতে হবে. না হলে যে খাওয়া জুটবেনা।যাই হোক. ঘুম থেকে উঠে সকাল সকাল গেলাম কাজে. সকাল হলে কি হবে তখনতো গরম ৩৫ ° ডিগ্রি, আর বেলা বাড়ার সাথে সাথে গরমের ডিগরিও বাড়তেছে।এমনি গরম সয্য হয়না. তার মাঝে আবার কাজ।ডিউটি শেষের দিকে।তখন গরম পড়তেছেন ৫৫°,.গরম ৫৫° হলেও কাজ শেষে খুশী মনে বাসার পিরলাম.খুশী মনে বাসায় পিরলে কি হবে, আজ যে কষ্টের নামের পাষান টা আমার পিছু ছাড়ছেনা।রুমে গিয়ে দেখি আমার এসি নস্ট হয়ে গেছে।এখন কি করা।অনেক চেষ্টা করে দেখলাম ঠিক করতে পারি কি না।কিন্তু না তাতেও আমি বেথ।মেকানিকের কাছে নিবো তখন আর টাইম নেই.আর কি করা. আজ গরমের মধ্যেথাকতে হবে।কে যে অসয গরম।
©somewhere in net ltd.