![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব একটা জরুরি নেই
নাসিকার ছিদ্রে শ্বাস,
বৃক্ষের দান বৃক্ষেরই থাক
চাইবো তোকে পাশ।
দূর্ভিক্ষ- মহামারি
রইবি পাশে তুই আমারি
মনের জমি উর্বর আমার
প্রেম করব চাষ।
চাল-চুলো, ভিটে-মাটি
ভেস্তে যাক সম্বল-ঘাটি,
ভেলায় ভাসছি তুই-আমি
তবু হাসিস একরাশ।
ছোট্ট বাড়ি-ছোট্ট ঘর
তুই আপন, সবাই পর,
এনে দিব চাঁদটা তোকে
যদি অমাবস্যায়ও চাস।
©somewhere in net ltd.