![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পুরাতন লেখা গুলো পড়লে বিষণ্ণ বোধ করি! দীর্ঘশ্বাস হয় গল্প গুলোর জন্য! এরকম কিছু গল্পের প্লট মাথায় আসে ঠিকই, কিন্তু লিখে ফেলার স্পৃহা হয় না কেন যেন! আমি হয়তো আর লিখতে পারিনা বা লিখতে চাইনা, যাই হোক, দু ক্ষেত্রেই ব্যর্থতা শুধু আমার!
- আমাকে টানে গূঢ় অন্ধকার!
অমাবস্যা! অন্ধকারের প্রতীক। ভয়, তীব্রতা, নৈরাজ্যের প্রতীক! তবুও কিছু মানুষ ভালবাসে অন্ধকারকে! তৈ তাঁদেরই একজন! সবার যখন জ্যোৎস্না নিয়ে এত মাতামাতি তখন সে দরজা বন্ধ করে আলো নিভিয়ে বসে থাকে! ঠিক যে রাতে আকাশ কালো মেঘে ছেয়ে যায়, কুৎসিত চাঁদটাকে ঢেকে ফেলে, সেই রাতে তৈ বেরিয়ে আসে ঘর থেকে, আকাশের দিকে তাকিয়ে স্বাগত জানায় তিমিরকে! তিমির, তৈ এর একমাত্র প্রেমিক!
-একটা কবিতা শুনবি?
- তোর প্রিয় কবিতা?
- হুম!
- কখনো তোর কবিতা শুনব না,বলেছি?
-
“ আমাকে টান মারে রাত্রি জাগানো দিন...
আমাকে টানে গূঢ় অন্ধকার!
আমার ঘুম ভেঙ্গে, হটাৎ খুলে যায়...
মধ্যরাত্রির বন্ধ দ্বার!”
- আজ পূর্ণিমা! আজ বিচ্ছেদের রাত!
তৈ কুচকে যাওয়া কাগজটা ছিঁড়ে ফেলে দিল! কাউকে সমুদ্রের তলদেশে নিয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেলে দিলে যেরকম বোধ হয়, তৈ এর ঠিক তাই হচ্ছে! তবুও সে বিছানায় লেপটে শুয়ে আছে, সমস্ত ঘর অন্ধকার! সে জানে, আর একটু পরই অন্ধকার ঘরেও আলোরা এসে উকি দেবে, নূপুরের মৃদু সুর শোনা যাচ্ছে! তৈ এর চিৎকার করে তিমির বলে ডাকতে ইচ্ছে হচ্ছে! কিন্তু সে জানে, তিমির তাঁর কাছ থেকে দূরে সরে যাচ্ছে, দূরে... এই বোধ তৈ কে আরও অস্থির করে ফেলে! সে নিঃশ্বাস বন্ধ রেখে শুধু একটি লাইন ভেবে যাচ্ছে, তাঁকে এসব ভুলতে হবে, তলিয়ে যেতে হবে, ঘুমে, অন্ধকারে, শুধু একটি লাইন! ‘আমাকে টানে গূঢ় অন্ধকার... আমাকে টানে... অন্ধকার... অন্ধকার... তিমির... তিমির... আমাকে টানে...’ ডুবে যেতে হবে! নয়তো অনর্থ হয়ে যাবে! অনর্থ! সে এসব ভাবতে চায়না, সে ডুবে যেতে চায়, সমুদ্রে ডুবে যাবার মতন! গত তিন বছর থেকে যেভাবে যায়, প্রতি পূর্ণিমায়! ঠিক সেভাবে!
হল না! আজ সত্যিই হল না! যত দিন যাচ্ছে পূর্ণিমা তত প্রকট হচ্ছে, নূপুরের শব্দ তত তীব্র হচ্ছে! তৈ বিছানা ছেড়ে উঠে পড়ল, ছিঁড়ে যাওয়া কাগজ গুলো তুলে নিল! নাহ! আর একবার! সে ছোট্ট করে আবার দুটি কাগজ ছিঁড়ে নিল, কাঁপা হাতে লিখল- ‘তিমির’ , ‘জ্যোৎস্নাবী!’
প্রতিবার ঐ একই নাম, একই শব্দ! একই দ্বিধা! তবু যেতে হবে ওকে!
জ্যোৎস্নার আলোয় তৈ এর মাথা ঝিম ঝিম করছে! নূপুরের শব্দে কান ছিঁড়ে যাচ্ছে! তবুও তাঁকে যেতে হবে, ছাঁদ অবধি! যেতেই হবে!
-আজ পূর্ণিমা!
জ্যোৎস্নাবীর নূপুরে জ্যোৎস্না সন্ধি! জ্যোৎস্নার বন্যায় ভিজতে ভিজতে সে ভাবছে এরকম জ্যোৎস্নাময় রাতে তাঁর মৃত্যু হলেও ক্ষতি নেই! বরং খুব বেশী সুখ হবে তাঁর! পূর্ণিমার রাতে জীবনের সাথে বিচ্ছেদ! এসব ভাবতে ভাবতে পেছনে খুব পরিচিত হাতের ছোঁয়া, তাঁর জীবনের সবচে কাছের বন্ধু, তৈ!
এখন নিজেকে খুব হালকা লাগছে জ্যোৎস্নাবীর! মনে হচ্ছে জ্যোৎস্নার আলো গুলো তাঁকে কোথাও ভাসিয়ে নিয়ে যাচ্ছে, দূরে কোথাও! হয়তো ঐ চাঁদটার কাছে! কে জানে! শুধু দূর থেকে কিছু মিষ্টি শব্দ গুচ্ছ ভেসে আসছে, সেই পরিচিত শব্দগুচ্ছ গুলো-
“
আমাকে টান মারে রাত্রি জাগানো দিন
আমাকে টানে গূঢ় অন্ধকার
আমার ঘুম ভেঙ্গে
হটাৎ খুলে যায়
মধ্য রাত্রির বন্ধ দ্বার ।
এ যেন নিশিডাক
মৃতের হাতছানি
এ যেন কুহকের অজানা বীজ ।
এমন মোহময় কিছুই কিছু নয়
হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ ।
আমাকে যেতে হবে
এখনও যেতে হবে
রয়েছে অশরীরি অপেক্ষায়
যেখানে ব্যাকুলতা ঢেউয়ের তালে দুলে
যেখানে ধ্বনিগুলি স্মৃতিকে খায়।"
কবিতার সাথে কান্নার সুর মিশে গানের মত শোনাচ্ছে! অদ্ভুত সুন্দর মায়াময় কোন গান! পৃথিবীর শেষ জ্যোৎস্নাময় কোন অদ্ভুত সুন্দর গান! জ্যোৎস্নাবী পুরো মন নিবিষ্ট করে সেই গান শোনার চেষ্টা করছে, তৈ এর কণ্ঠের চমৎকার গান!
উৎসর্গঃ অদ্ভুত সুন্দর এই কবিতা যিনি লিখেছেন সেই কবি কে! অনেক চেষ্টা করেও কবির নাম, এমনকি কবিতার নাম খুঁজে পাইনি! তবু অপেক্ষা করে আছি কোনদিন হয়তো জানতে পারবো! কোন কবিতা আমার ঠিক মন না ছুঁয়ে গেলে আমি আবৃতি করি না, এই একটি কবিতা আমি অগণিতবার আবৃতি করে ফেললাম! সেই সেই দিন থেকে! দুর্জয় ভাইয়া যতই বলুক না কেন, কবি না হতে পারার আফসোস আমার থেকেই যাবে! আমি কেন কবি নই!
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩০
টুকিঝা বলেছেন: ধন্যবাদ ।
২| ০৭ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর !
ভালো লাগলো
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩০
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১১
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: দেবোজিৎ মিশ্রা!
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩০
টুকিঝা বলেছেন: ইতি মৃণালিনী!
৪| ০৭ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১১
ঘুমন্ত আমি বলেছেন: অন্ধকারের আকর্ষন যখন তীব্র ভাবে কাউকে আকর্ষন করে তখন জোসনা সুন্দর্যোও তুচ্ছ !
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩১
টুকিঝা বলেছেন: কিন্তু আমার কাছে জ্যোৎস্না সব থেকে বেশী সুন্দর।
৫| ০৭ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৪৪
অক্টোপাস পল বলেছেন: সুন্দর।
তবে জানেন, অনেকটা অন্ধকারে আমি থাকতে ভালোবাসি
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪২
টুকিঝা বলেছেন: পড়েছি! সুন্দর।
ধন্যবাদ।
৬| ০৭ ই আগস্ট, ২০১২ ভোর ৬:০৪
মুনসী১৬১২ বলেছেন: শালিমার জলে ভেসে গেছে নিকষ কালো যত
গুমোট জমাট গম্ভীর তমাশাচ্ছন্ন নিকষ কালোরা
জাপটে ধরতে চায় পুষ্পিত কোমল আলোক বিন্দু
হাসফাস করে দম বন্ধ রাখ মন্থিত ভাবাবেগ
চায় রুদ্র বাদলের ছোঁয়া, পরশ অবাধ সিন্দু
লালিমার স্বপ্নালোকে আকুলি ব্যকুল ছটফট মন
পেখম মেলে নীলিম দ্যুলোকে, অচিন মায়া বাঁধন
যাপিত ভূলোকে খেলা করে সপ্তর্ষী ভোরের পালক
ফেনিল সাগরে ভেসে যায় আবির মাখা নোলক
পতিত সৈকতে পড়ে থাকে কিছু চর্বিত নুড়ি
জোছনা ঢালে চন্দ্রঝিনুক, উড়বে জোনাক ঘুড়ি
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
টুকিঝা বলেছেন: এই মুহূর্তে এই সুন্দর মন্তব্যে বলার মত কিছু নেই আমার আসলে!
ভাল থাকবেন।
৭| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ++
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৮| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৩১
আবু সালেহ বলেছেন:
শুভ সকাল.....
নিজেকে কেন যানি অন্ধকারের মাঝেই বেশী পুলকিত মনে করি.....তবে মাঝে মাঝে পূর্ণিমা রাত্রির রুপালি আলোতে স্নানে মগ্ন হয়ে থাকি.....
আপনার লেখাটা পড়ে নিজেকে একটু হালকা লাগলো................অসম্ভব ভালো লাগা রইলো চমৎকার এই লেখাটির প্রতি...প্রিয়তে নিয়ে নিলাম.....
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
টুকিঝা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।
৯| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৫০
লুৎফুল কাদের বলেছেন:
ইফতারীর পর আমাকে টানে "গুড়" এর শরবত
অপূর্ব সুন্দর লেখায় প্লাস -৫।
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
১০| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ১০:০১
ফারাহ দিবা জামান বলেছেন: লেখাটা পড়ে বহুদিনের পুরাতন এক চাঁদ পাগল বালিকার কথা মনে পড়ে গেল ।
সেও পূর্ণিমার রাতে নিজেকে ঘরে আটকে রাখতো ।
আজ সে দিন নেই ।
তবু আছে কিছু , যা কোনদিন শেষ হয় না ।
পুরাতন অতীত ব্যথিত বর্তমানের মাঝে কি অনায়াসেই ঢুকে যায় ।
ভাল থাকবেন পূর্ণিমার মতন ।
আপনার অনুভুতি গুলো ভাল লাগল ।
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
টুকিঝা বলেছেন: পূর্ণিমার রাতে নিজেকে ছেড়ে দিতে হয়!
ধন্যবাদ।
১১| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৪৩
শহিদুল ইসলাম বলেছেন: সেই পুরাতন ঘোরাচ্ছন্ন লেখা , একবার পড়লে ঢুকে যেতে হয় নৈঃশব্দ্যে , বিবশ করে দেয় অস্তিত্ব !
যাক অনেক দিন পর আপনার একটা লেখা পেলাম , অনেক ভালো লাগছে ।
আপনার লেখা পড়ে আমার যা মনে হল - আপনি কবি , আপনার ভিতর লুকিয়ে আছে কবিসত্তা । এক কাজ করুন গদ্য ধারায় কবিতা লিখুন ।
নিয়মিত লিখবেন
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:০০
টুকিঝা বলেছেন: লেখা কি ঘোরাচ্ছন্ন হয়! নাকি যিনি লেখেন ঘোর তাঁর থাকে! আমার তো মনেহয় আজকাল যখনি আমি লিখতে বসি ঘোর আমার পিছে লেগে যায়, কথাটা বরং এভাবে বলি, আসলে আমি তখনই লিখি যখন আমি ঘোরে থাকি! এজন্যেই হয়তো এরকম!
চিন্তা ভাবনা করে লেখা গেলে তো ভালই হত!
হয়তো, হয়তো না!
১২| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১১
মেহেরুন বলেছেন: +++++
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতায় কি ছিলো!
ভাবার সুযোগ কই!!
অদ্ভূত সুন্দর লেখনী আপনার, পুরো টা ই কবিতা লাগলো।
আপনার প্রতিটি পোস্ট ই বার বার পড়ার মত।
আজ যেমন প্রথম প্যারা থেকেই কয়েকবার করে পড়ে আসছিলাম।
আজকের সামু পাঠের শুরুটাই অসাধারণ হয়ে গেলো।
# ১২ নং মন্তব্যে শহিদুল ভাইয়ের সাথে শতভাগ সহমত।
আমার ও বিশ্বাস আপনি চাইলে লিখতে পারেন, দারুন সব গদ্যকথা এমনকি দূর্দান্ত কবিতা ও পেতে পারি আমরা।
_____ অপেক্ষায় থাকলাম।
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৭
টুকিঝা বলেছেন: এটা গল্প ছিল ভাইয়া। আপনার কাছে কবিতার মত লেগেছে জেনে ভাল লাগলো। এরকম আরও যেন লিখতে পারি, দোয়া করবেন।
যদি পারি তাহলে তো লিখবোই।
ভাল থাকবেন।
১৪| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ও হ্যা, পোস্ট শোকেজে নিয়ে নিলাম
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
টুকিঝা বলেছেন: ধন্যবাদ আর স্যরি এসব হাবিজাবি বলার জন্য! মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না!
১৫| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২১
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: অসাধারণ .... অসাধারণ..... অসাধারণ....
সাথে কমেন্টস গুলো...
আমারও আক্ষেপ আমি কেন কবি নই !
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৮
টুকিঝা বলেছেন: আমার আছে, আজীবন থাকবে।
১৬| ০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫১
হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত সুন্দর ঘোর লাগা একটা লেখা। জোৎস্নাবী শব্দটা আবিস্কারের জন্যে তোমাকে একটা পুরস্কার দেয়া দরকার। মায়াবী... জোৎস্নাবী... আহ!
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
টুকিঝা বলেছেন: কারও দেয়া কোন পুরস্কারে দরকার নেই ভাইয়া, কারও বাহবা, ভাল ভাল মন্তব্যেরও না, শুধু আমাকে কষ্ট দিয়ে, আমি যা নই, আমি যা করিনি সেটার জন্য দোষারোপ না দিলেই বোধহয় এখন আমি খুশি।
১৭| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:০৫
আরজু পনি বলেছেন:
জীবনের সবচেয়ে কাছের বন্ধু কথাগুলো যেন আমাকে আর কোথায়ও নিয়ে গেল।
অনেক সুন্দর প্রকাশ
মাঝে মাঝে আমারও কবি হতে মন চায়
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০০
টুকিঝা বলেছেন: কবি হয়ে কি লাভ আপু!
১৮| ০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫২
অপু তানভীর বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০০
টুকিঝা বলেছেন: হুম।
১৯| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৫
সাইফুলহাসানসিপাত বলেছেন: আপু তুমি কেমনে এত ভালো লেখ , হ্যা ?
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০০
টুকিঝা বলেছেন: এটা কি পিঞ্চ ছিল নাকি সত্যি বললেন?
২০| ০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১০:২৭
সায়েম মুন বলেছেন: সুন্দর একটা লেখা। অনেক ভাললাগা রইলো।
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০১
টুকিঝা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২১| ০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০০
যাযাব৮৪ বলেছেন: পড়লাম আর ইফতার করলাম...................
পিলাস নেন
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৬
টুকিঝা বলেছেন: না দিলেও ক্ষতি নেই।
২২| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৭
শহিদুল ইসলাম বলেছেন: বুঝলাম না , ব্লগে কি কিছু হয়েছে ? একটু জানালে বুঝতে পারলাম ।
আর হ্যাঁ , কবিতাটা সম্ভবত - সুনীল গঙ্গোপাধ্যায় এর ।
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:০৫
টুকিঝা বলেছেন: সম্ভবত না, আমি একদম ঠিক ঠিক ভাবে ঠিক নাম টা শুনতে চাই!
২৩| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৫
মাহী ফ্লোরা বলেছেন: এই মেয়েটার বিষাদ আমাকে আজীবন ছুঁয়ে যাবে আমি জানি। তাই চাই যেন লেখা আসে! আসতেই থাকে হাতের আঙ্গুলে অবিরাম।
সুন্দর পোষ্টে আশীর্বাদীয় ভাললাগা।
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:০৭
টুকিঝা বলেছেন: বিষাদ না ভালবাসা? নাকি বিষাদ মাখানো ভালবাসা অথবা ভালবাসাময় বিষাদ?
লেখা যেন আসে, নয়তো আমি হয়তো আর আমিই থাকবো না!
মাহীপু, ধন্যবাদ।
২৪| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৪
আসফি আজাদ বলেছেন: আমাকে মনে হয় বেশী টানে বৃষ্টি, বিশাল বিলের কালো পানিতে ঝরে পড়া বৃষ্টি...জ্যোৎস্না ভেজা বৃষ্টি...বৃষ্টির মধ্যে এক ধরণের মাদকতা আছে, অন্ধকারে সেটা নেই...অন্ধকারে সব শূন্য...দিকহীন...
ভালো লাগল। ধন্যবাদ।
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:০৯
টুকিঝা বলেছেন: হুম! বৃষ্টি! বৃষ্টিরও আছে প্রবল ক্ষমতা! কিন্তু অন্ধকার মোটেই ফেলনা না, সবকিছু শূন্যও না, অন্ধকারে অন্যরকম সৌন্দর্য আছে! রহস্যময় সৌন্দর্য!
২৫| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪২
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: আপনি তো দেখি এই গানের সব কিছু জানেন, তো পোস্টে কেন লিখলেন আপনি জানেন না?
হতে পারে আমি আপনার পোস্টই বুঝি নাই!
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:১০
টুকিঝা বলেছেন: এটা গান নাকি কবিতা? নাকি কবিতাকে সুর দিয়ে গান করা হয়েছে!
সব জানলে শুধু শুধু লেখার কোন কারন ছিল না, এটা তো বোঝেন নাকি?
আমি জানতাম না, এবং এখনও জানি না এই কবিতার নাম কি এবং কবির নাম কি। কবিতা টা জানি, সেটাই আমার পোষ্টে বলা আছে।
২৬| ০৯ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা খুবই ভালো লাগলো। তৈ আর জ্যোৎস্নাবী- সমান্তরালগামিনী দুটো চরিত্র- তারা ভিন্ন হতে পারে, অথবা একটি আরেকটির ছায়াও হতে পারে- পড়া যায় দু ভাবেবই। কিন্তু যে কোনো লেখা লেখকের ছায়া। তৈ ও জ্যোৎস্নাবীর মধ্যে প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছেন যিনি- তিনি টুকিঝা! এ কথার প্রমাণ মেলে নিচের দু অনুচ্ছেদে, যা পড়ে কবিমনের অস্থিরতা ও বিষাদ বা ডিপ্রেশনের তীব্রতা আঁচ করা যায়। যাঁর লেখনি এতো ধারালো, তাঁর বুকে কোনো তিমিরগ্রস্থ হতাশা নয়, তীব্র আলোর ঝলকানি চাই। চাই বারুদ বিস্ফোরণ।
উদ্ধৃত কবিতাংশ চমৎকার। আপনার হাত খুবই ভালো, এবং এ কবিতাংশ পড়ে মুগ্ধ হচ্ছিলাম আপনার নৈপুণ্যে (যদিও জানা গেলো এটি আপনার লেখা নয়)।
অনেক অনেক শুভ কামনা।
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:১৭
টুকিঝা বলেছেন: হুম! ঠিক ঠিক ঠিক!
আমার জ্যোৎস্নাবী লেখাটার কথা মনে আছে ভাইয়া? ওখানে শুধু একটা দিক তুলে এনেছিলাম! একজন জ্যোৎস্না মানবীর গল্প, জ্যোৎস্না উতসবের গল্প, জ্যোৎস্না সৃষ্টির গল্প! আর এটা ছিল একদম উল্টো ব্যাপার, এখানে তৈ জ্যোৎস্নাবীর ঠিক উল্টো, জ্যোৎস্নার আলোয়, জ্যোৎস্নাবীর নূপুরের শব্দে তাঁর কষ্ট গুলো তুলে আনা হয়েছে! আপনি এই দুটো গল্পকে যদি এক করেন তবে একটা পরিপূর্ণ গল্প পাবেন, যেখানে একটা প্লট আলোময় জ্যোৎস্নাবী কে দেয়া, অন্য প্লটটা শুধুই অন্ধকার মানবী তৈ এর!
অথচ এরা দুজনেই খুব কাছে বন্ধু! সমাপ্তিটা একটা ছোট্ট রহস্য!
কবিতার অংশ টুকুন আমার লেখা নয়, এবং যিনি লিখেছেন তাঁকেই আমার লেখাটা উৎসর্গ করা, যদিও এখনও ঠিক নাম খুঁজে পাওয়া যায়নি!
কবিতাটা প্রথম পড়ার পর থেকে আমার মাথায় কি অদ্ভুত ভাবে গেঁথে আছে আমি বোঝাতে পারবো না, মুক্তির একমাত্র উপায় ছিল এটা নিয়ে কিছু লিখে ফেলা! লিখে ফেললাম, আর কবিতার জন্যেই পেয়ে গেলাম তৈ এর দেখা!
আপনার মন্তব্যে ভাল লাগা।
২৭| ০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৯
স্বর্ণমৃগ বলেছেন: ...শুভকামনা!
এটাই বোধ হয় এই মূহুর্তে বেশি প্রয়োজন আপনার।
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:২৫
টুকিঝা বলেছেন: উহু! আমি ভাল আছি তো, আলাদা করে কিচ্ছুর দরকার নেই আমার!
লেখা কেমন ছিল বললেন না!
২৮| ০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৬
সাইফুলহাসানসিপাত বলেছেন: একেবারে দিব নাক বাঁকা করে , মিথ্যে বলব কেন ?
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:২৬
টুকিঝা বলেছেন: মনটা খারাপ ছিল, তাই অভাবে বলেছিলাম! স্যরি!
আমি জানি তো ভাল লেখা , খিক।
২৯| ১০ ই আগস্ট, ২০১২ রাত ২:০৭
শায়মা বলেছেন: আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
যাবোনা ঐ মাতাল সমীরণে......
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:২৬
টুকিঝা বলেছেন: আজ জ্যোৎস্না রাতে! সবাই গেছে বনে!
৩০| ১০ ই আগস্ট, ২০১২ রাত ২:২৪
rudlefuz বলেছেন: :-& :-&
জ্যোৎস্নার মধ্যে একটা কিছু সমস্যা আছে। স্বাভাবিক কিছুও জ্যোৎস্নার আলোতে অদ্ভুত দেখায়...
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:২৭
টুকিঝা বলেছেন: আই হেইট দিস ইমো :-& :-& :-&
৩১| ১০ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুঢ় বানানটা মনে হয় 'গূঢ়' হবে, জমাট অন্ধকার অর্থে। তা না হলে 'গুঢ়' শব্দটা আমার অচেনা।
১০ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৭
টুকিঝা বলেছেন: থ্যাংকস
৩২| ১০ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৬
নক্ষত্রচারী বলেছেন: কবি যেই হোক, কবিতা সে অসাধারণ
প্লাস আপনার লেখনী ।।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩
টুকিঝা বলেছেন: ধন্যবাদ। (লেইট যদিও )
৩৩| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৯
মৃত্যুঞ্জয় বলেছেন: চমৎকার
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩
টুকিঝা বলেছেন: ধন্যবাদ মুগ্ধতার জন্য।
৩৪| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৯
স্বর্ণমৃগ বলেছেন: যাক! আমার ধারণাটা ভুল জেনে ভাল লাগলো!
...কিছু কিছু সৌন্দর্য্য আছে যা অপার মুগ্ধতায় নিরবে দেখে যেতে হয়।
কিছু সৌন্দর্য্য ব্যাখ্যার অতীত, অনুভূতির ধার ধারেনা।
আপনার এ লেখাটিও তেমনি!
ভাল থাকবেন আপু।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৪
টুকিঝা বলেছেন: অনুভূতির ধার ধারেনা!!!
আসলেই ধারেনা!
ধন্যবাদ ভাইয়া।
৩৫| ১৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৪
ভালোবাসা মেঘ বলেছেন: ভালো খুব ভালো
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৪
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৩৬| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১:১১
মোঃশহিদুল ইসলাম বলেছেন: দুর্জয় ভাইয়া যতই বলুক না কেন, কবি না হতে পারার আফসোস আমার থেকেই যাবে! আমি কেন কবি নই!
দারুন অনুভূতী..........অসাধারন
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৫
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৩৭| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:০২
সকাল রয় বলেছেন: অসাধারণ ....
বেশ লাগলো
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৫
টুকিঝা বলেছেন:
৩৮| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১১
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৬
টুকিঝা বলেছেন:
৩৯| ২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:২৬
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু
পাই নাতো তাই টেস্টু
চাই চাই নতুন নতুন পোস্টু
তবেই পাবো অনেক অনেক টেস্টু
দিলাম আবার পোস্টু
পাবেন আপনি টেস্টু
একটু করেন না কষ্টু
পড়ুন আমার পোস্টু
না পড়লে শ্রম যে নষ্টু।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৭
টুকিঝা বলেছেন: হাহাহা! অবশ্যই যাব
৪০| ২৬ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১০
আবু সালেহ বলেছেন: কেমন কাটালেন ঈদ.......ঈদ এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা.....
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৯
টুকিঝা বলেছেন: ঈদ এবং এই ঈদের ছুটি এত চমৎকার কাটল যে আমি ভুলেই গিয়েছিলাম আমার ফেসবুকে কোন আইডি আছে আর আমি ব্লগে মাঝে সাঝে লিখি! চমৎকার কাটালাম, অদ্ভুত এবং ভয়ংকর আনন্দময়!
ধন্যবাদ।
৪১| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৭
rudlefuz বলেছেন: কি খবর আপনার? অনেকদিন ব্লগে পাই না... আর আমার লেখা পড়া তো মনে হয় বাদ দিয়ে দিসেন
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৯
টুকিঝা বলেছেন: উহু, ব্লগে আসাই হয়নি, আসার সময় হয়নি। এই যে আসলাম, সময় করে পড়েও নেব আপনার লেখা।
৪২| ২৮ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০৭
স্বপনবাজ বলেছেন: আপু এত ভালো করে কিভাবে লিখেন ! সেই কবে থেকে আপনার ভক্ত ! সব পোষ্ট পড়া হয়ে গেছে ! এই লেখাটাও অনেক ভালো লেগেছে ! অনেক অনেক ভালো থাকবেন ! আর বেশি বেশি লিখবেন , আপনার লিখার জন্য অপেক্ষায় থাকা অনেক বাজে ব্যাপার!
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১০
টুকিঝা বলেছেন: এসব হাবিজাবি লেখাও ভাল লাগে! বাহ! জেনে আনন্দিত।
ধন্যবাদ আপনাকে।
৪৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৮
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু?
পাই নাতো তাই টেস্টু
আসুন আমার বাড়ি
নতুন পোস্টু পড়ি
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১১
টুকিঝা বলেছেন: যাব যাব যাব তো!
৪৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৮
মৃত্যুঞ্জয় বলেছেন: সুন্দর একটি পোষ্ট
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১১
টুকিঝা বলেছেন: দ্বিতীয়বার পড়বার জন্য ধন্যবাদ।
৪৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২
রবিন মিলফোর্ড বলেছেন:
কি বলব ! শুধু মুগ্ধ হয়ে পড়তে হল ।
১৮ তম ভাললাগা ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৩
টুকিঝা বলেছেন: পিচ্চি ভাইয়া! কতদিন পর! অনেক ধন্যবাদ।
৪৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৫
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল টুকি
ভুইলাই গেলা নাকি ?
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৬
টুকিঝা বলেছেন: ভুলিনি তো! শুধু নিয়ম করে ঘুরে আসা হয়না আপনার ব্লগটা, এই!
ধন্যবাদ ভাইয়া।
৪৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৩
সান্তনু অাহেমদ বলেছেন: সুন্দর পোস্ট।+++
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
টুকিঝা বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৬
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: আমাকে টানে গূঢ় অন্ধকার!
অদ্ভুত সুন্দর !
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫২
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৪৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫০
তাসজিদ বলেছেন: আপনি কি দুঃখ বিলাসি??? নাকি আর সবার মত দুঃখের মাঝে বসবাস
আলো থেকে পালাতে চান, থাকতে চান একা একা।
নতুন ভালবাসাকে ফিরিয়ে দেন, থাকতে চান যা হারিয়েছেন তা নিয়ে।???
মেয়ে তুমি সংযত হও! মেয়ে তুমি 'মেয়ে' হও!
মেয়ে তুমি সংযত হও! মেয়ে তুমি মেয়ে নয় মানুষ হও!
মেয়ে তুমি খোজ কর তোমার মানব সত্তা,
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৬
টুকিঝা বলেছেন: উহু, আমি ঠিক উল্টো টা, আর এই লেখাটা আমার উল্টো লেখা, মানে আমি যা নিয়ে লিখি তার ঠিক উল্টো বিষয় নিয়ে লেখা, তবে বেশিরভাগ লেখায় দুঃখ দুঃখ ব্যাপারটা চলে আসে কারন শুধু দুঃখে থাকলেই আমি লিখতে পারি!
এখনও হারানো হয়নি, তবে হারিয়ে ফেলতেও পারি! তখনই হয়তো বুঝতে পারবো হারানো ভালবাসা নিয়ে থাকতে চাই না নতুন ভালবাসা, আগে কি করে বলি!
যারা মেয়েদের মানুষ না ভেবে শুধু মেয়ে বলতে , ভাবতে বেশী পছন্দ করে তাঁদের কটাক্ষ করেই লাইনটা লিখেছিলাম।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৪
আরজু পনি বলেছেন:
হা হা টুকিঝাকে ভিজিটর লিস্টে দেখে ভাবলাম অনেকদিন যা্ওয়া হয় না। পোস্ট পড়তে পড়তে মনে হলো ...আরে এই পোস্টতো পড়েছি!! লাইক দিতে গিয়ে টাসকি! কারণ লাইক বাটন কাজ করছে না! তার মানে আগেই লাইক দিয়েছি!! কখন ?!! ভাবতে ভাবতে দেখি আমি মন্তব্য্ও করেছি!!!!
হা হা হা আমার স্মৃতি শক্তির এহেন দূর্বল অবস্থা দেখে আমি নিজেই আতংকিত!
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৭
টুকিঝা বলেছেন: হাহাহা! মজা পেলাম আপু! কিছু পোষ্টে আমারও এরকম হয়! ব্যাপার না।
ভাল থাকা হোক।
দ্বিতীয় মন্তব্যের জন্য দ্বিতীয় ধন্যবাদ।
৫১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু?
পাই নাতো তাই টেস্টু /
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
টুকিঝা বলেছেন: নতুন পোষ্ট! নতুন পোষ্ট!
এত পোষ্ট কই পাই! আমার লিখতে আলসেমি লাগে!
৫২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬
প্লাজমোডিয়াম বলেছেন:
কি অদ্ভুত!
কি সুন্দর!
চমৎকার ঘোরালাগা ভাললাগা বিষণ্নতা ঘোরময়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০০
টুকিঝা বলেছেন: বাহ! ঘোরময় কমেন্ট!
কমেন্টে আমারও ভাল লাগা।
৫৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৯
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু?
পাই নাতো তাই টেস্টু
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০০
টুকিঝা বলেছেন: এত টেস্টুর দরকার কি, লাইফ মাঝে মাঝে নিরামিষ জাতীয় না হলে তো সমস্যা
৫৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৯
শহিদুল ইসলাম বলেছেন: নতুনলেখা কোথায় ?
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০২
টুকিঝা বলেছেন: নতুন লেখা আমার মাথার ভেতর, আর আমার মাথার সাথে আমার মনের আর হাতের ঝগড়া বেজেছে, কেউই কোন ভাবে মিটমাট করতে রাজী নয়, তাই এই মুহূর্তে কোনভাবেই নতুন লেখা আনানো সম্ভব না, মাথা, মন আর হাতের ঝগড়া ঠিক হলেই নতুন পোষ্ট পেয়ে যাবেন।
৫৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৬
অনন্ত দিগন্ত বলেছেন: বাহ , খুব সুন্দর তো ...
এমন লেখাগুলো কিভাবে মিস করলাম ?
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৩
টুকিঝা বলেছেন: ধন্যবাদ!
মিস হতেই পারে! এবার থেকে পড়ে নিলেই আর হবেনা।
৫৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৮
তুষার কাব্য বলেছেন: এ যেন নিশিডাক
মৃতের হাতছানি
এ যেন কুহকের অজানা বীজ ।
এমন মোহময় কিছুই কিছু নয়
হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ ।
আশ্চর্য সুন্দর।
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩
টুকিঝা বলেছেন: এই লাইন গুলো অজানা কবির লেখা!!!
আসলেই, অদ্ভুত রকমের সুন্দর!
৫৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আজ পূর্ণিমা! আজ বিচ্ছেদের রাত!
চমৎকার একটি কথা। লাইনটা অনেক ভালো লাগলো। অনেক আগে থেকেই আপনার লেখা অনুসরন করি। আমি যখন ওয়াচে ছিলাম তখন ইচ্ছা করত মন্তব্য করি। কিন্তু এখন সেফ হবার পরও খুব বেশি একটা মন্তব্য করা হয়নি।
ভালো লেখা চলতে থাকুক। শুভকামনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৭
টুকিঝা বলেছেন: ঐ একটা লাইনের জন্যেই পুরো জ্যোৎস্নাবী লেখা, তারপর জ্যোৎস্নাবীর সাথে সাথে এটা লিখে ফেলা! আমার খুব পছন্দের লাইন।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৫৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৩
রাইসুল সাগর বলেছেন: হুম টুকিঝা টুক টুক করে লিখাটা অনেক ভালো লাগলো। শুভকামনা। ভালো থাকো সব সময়
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২২
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৫৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৪
ভিয়েনাস বলেছেন: লেখা পড়েই বোঝা যায় আপনি জ্যোস্না পছন্দ করেন। আর আপনি বলেছেন কবিতা লিখতে পারেন না সেটা ভুল।কারন আপনি আপনার লেখায় কিছু শব্দ ব্যবহার করেছেন যা কবিতারি শব্দ। সুতরাং একটু চেষ্টা করলে আপনি কবিতা লিখতে পারবেন
ঘোর লাগানো লেখায় অনেক ভালো লাগা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৩
টুকিঝা বলেছেন: অনেক ধন্যবাদ।
৬০| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১১
শিশিরের বিন্দু বলেছেন:
অদ্ভুত সুন্দর, কিন্তু আমি কোন কিছু বুঝে উঠার আগেই দেখলাম শেষ হয়ে গেলো। তৈ, তিমির আর জোস্ন্যাবীর গল্পের অনেক কিছুই অসঙ্গায়ীত।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২২
টুকিঝা বলেছেন: তৈ জ্যোৎস্নাবীর সবচে কাছের বন্ধু, কিন্তু দুজনেই দুজনের থেকে সম্পূর্ণ আলাদা, একজন অন্ধকার প্রেমী অন্যজন জ্যোৎস্নার উৎস! প্রতি জ্যোৎস্নায় জ্যোৎস্নার সৃষ্টি তৈ কে তৈ এর ভালবাসা তিমিরের থেকে দূরে নিয়ে যায় কারন আলোতে অন্ধকারের বিনাশ, এই বিচ্ছেদ তৈ এর জন্য ভয়ানক কষ্টের, তাই সে ঘোরে এসে তাঁর সবচে প্রিয় বান্ধুবির বিসর্জন দেয়।
এই হল সারাংশ।
ধন্যবাদ আপি।
৬১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৪
hasin82 বলেছেন: এত্ত সুন্দর লেখা এতদিন পরে দেখলাম
আপু, অদ্ভুত সুন্দর। এককথায় ফাটাফাটি।
আপু, আমার ব্লগে দাওয়াত রইল। কমেন্ট করলে অনেক খুশি হব।
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৬
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৬২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০২
যাযাবর৮১ বলেছেন:
রিকশা বাজে ক্রিং ক্রিং
যাযাবরে দিছেগো রিং
আসেন আমার ব্লগে
থাকুন আমার লগে
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৮
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৬৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭
বিষের বাঁশী বলেছেন: আমারো কবি হতে না পারার আফসোস আছে। আমারো ইচ্ছে করে সমুদ্রে ডুবে যেতে! সুন্দর লেখা আপি।
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৯
টুকিঝা বলেছেন: ডুবে যান
৬৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৩
শ্রাবণ জল বলেছেন: টুকি, অনেক দিন কিছু লিখছেন না। নূতন কিছু লিখুন। আপনার লেখার আবেগ মন ছুঁয়ে যায় যার অনুভূতি খুব ক্ষণস্থায়ী না।
লিখুন লিখুন লিখুন।
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৯
টুকিঝা বলেছেন: লিখবো, আবার নতুন করে।
৬৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৪
সমুদ্র কন্যা বলেছেন: তোমার বিষন্নতাগুলো অদ্ভুত! খুব বেশি ছুঁয়ে যায়।
অনেক অনেক ভাল লাগা টুকি।
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৯
টুকিঝা বলেছেন: ধন্যবাদ আপি।
৬৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫১
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ভালো উপস্থাপনা।
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:২০
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৬৭| ০১ লা অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৯
যাযাবর৮১ বলেছেন:
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:২০
টুকিঝা বলেছেন:
৬৮| ০১ লা অক্টোবর, ২০১২ সকাল ১১:৪০
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু?
পাই নাতো তাই টেস্টু
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:২০
টুকিঝা বলেছেন: আসবে সময় হলে।
৬৯| ০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৪
যাযাবর৮১ বলেছেন:
ভালবাসি রাশি রাশি
ব্লগে ঘুরে যান আসি
জীবন যায় ফুরিয়ে
সময় যান একটু উড়িয়ে
নীলকণ্ঠে আঁকে ছবি
দাওয়াত দিছে যাযু কবি
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:২১
টুকিঝা বলেছেন: যাব
৭০| ১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:২৭
যাযাবর৮১ বলেছেন:
মুমু মুমু মুমু মারিয়া
দিয়েন না দেখে তালিয়া
যাযু গেল এখন চলিয়া
ধৈন্য করুন আসিয়া
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:২১
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৭১| ১৯ শে অক্টোবর, ২০১২ ভোর ৪:০০
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: নতুন লেখা কই?
২৮ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩০
টুকিঝা বলেছেন: মনে।
৭২| ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:১৫
একাকি উনমন বলেছেন: টুকিঝা, অনেকদিন আপনার কোনো লেখা পাইনা, কেমন আছেন আপনি? ঈদ এর শুভেচ্ছা থাকলো.
২৮ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩১
টুকিঝা বলেছেন: অনেকদিন লিখিনা কিছু। ভাল আছি। আপনাকেও ঈদের শুভেচ্ছা।
৭৩| ২৭ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২০
শহিদুল ইসলাম বলেছেন: আপনি কোথায় ?
হারাইয়া গ্যালেন নাকি ?
২৮ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩২
টুকিঝা বলেছেন: এখনও হারাইনি, তবে হারানোর সম্ভাবনা আছে।
৭৪| ২৮ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:১৮
শহিদুল ইসলাম বলেছেন: হারিয়ে যাওয়াটা সহজ , টিকে থাকাই কঠিন !
আপনি সহজের দিকেই যাচ্ছেন ,
টিকে থাকুন না !
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
টুকিঝা বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করবো।
৭৫| ২৯ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:১০
আবু সালেহ বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
টুকিঝা বলেছেন: বাসি ঈদ মোবারক।
৭৬| ০৫ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:৪১
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: আপনার বাজে সময়টা কি এখনো বর্তমান?
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
টুকিঝা বলেছেন: উহু, না।
৭৭| ১৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮
রোজেল০০৭ বলেছেন: বিষাদময় এক ভালো লাগা।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
টুকিঝা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৭৮| ২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬
ত্রিশোনকু বলেছেন: "আমাকে টান মারে রাত্রি জাগানো দিন
আমাকে টানে গূঢ় অন্ধকার
আমার ঘুম ভেঙ্গে
হটাৎ খুলে যায়
মধ্য রাত্রির বন্ধ দ্বার ।"
বাহ!
ভাল্লাগলো খুব।
কেমন আছেন?
অন্নেকদিন পর।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
টুকিঝা বলেছেন: ভাল আছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭৯| ০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
মৃত্যুঞ্জয় বলেছেন: নতুন পুষ্ট কই
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
টুকিঝা বলেছেন: ওয়ার্ড ফাইলে।
৮০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩২
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু?
পাই নাতো তাই টেস্টু
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
টুকিঝা বলেছেন:
৮১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু?
পাই নাতো তাই টেস্টু
ফিরে এসেছি নিয়ে রেস্টু
লিখেছি আবার নতুন পোস্টু
আশা করি পাবেন টেস্টু
না এলে পাবো অনেক কোস্টু
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
টুকিঝা বলেছেন:
৮২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
সপ্নাতুর আহসান বলেছেন: মনে হয় অনেক লেট কইরা ফালাইছি, ভাল লিখছেন
Click This Link
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৮৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
লোনলিফাইটার বলেছেন: হ্যালো
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
টুকিঝা বলেছেন:
৮৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
নীলঞ্জন বলেছেন: ভালোলাগা রইল।++++
শুভ কামনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৮৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
শহিদুল ইসলাম বলেছেন: অনেক দিন তো ছুটি নিলেন
এইবার ফিরে আসুন আগের মত !
আপনার লেখা গুলো মিস করি !
প্লিজ আসুন !
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
টুকিঝা বলেছেন: ফিরে আসলাম।
৮৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
শ্রাবণ জল বলেছেন: লিখবেন ই না??
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০
টুকিঝা বলেছেন: লিখেছি তো। কই এখনও পড়ছেন না!
৮৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
ইফেল বলেছেন: বহুদিন পর একটা ভালো লেখা পড়লাম ।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই চমৎকার।