নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্যোৎস্না হতে ইচ্ছে করে ....

টুকিঝা

নিজের পুরাতন লেখা গুলো পড়লে বিষণ্ণ বোধ করি! দীর্ঘশ্বাস হয় গল্প গুলোর জন্য! এরকম কিছু গল্পের প্লট মাথায় আসে ঠিকই, কিন্তু লিখে ফেলার স্পৃহা হয় না কেন যেন! আমি হয়তো আর লিখতে পারিনা বা লিখতে চাইনা, যাই হোক, দু ক্ষেত্রেই ব্যর্থতা শুধু আমার!

টুকিঝা › বিস্তারিত পোস্টঃ

তৈ!

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩০







তৈ গুটিসুটি মেরে বিছানার এক কোণে পড়ে আছে। তীব্র জ্বর তৈ এর সমস্ত স্বত্বাকে একটা ছোট্ট বিন্দুতে কেন্দ্রীভূত করে রেখেছে। সেই ছোট্ট বিন্দুটি হল চাঁদ! বিশাল চাঁদ তৈ এর কাছে ছোট্ট একটা বিন্দু! বিগত জ্যোৎস্নার পর থেকে প্রতিটা রাতে যেন চাঁদের আকৃতি একটু একটু করে ছোট হয়েছে, বেড়েছে তিমিরের বিশালতা, সমুদ্রের মতন। গভীর এবং বিশাল। শুধু জ্যোৎস্নার ব্যপ্তি অনেক কমে গেছে। অনেক বেশী রকমের কম!

তৈ আরও গুটিসুটি হয়ে গেল, ভয়ংকর রকমের ইচ্ছে হচ্ছে চিৎকার করে ওর প্রিয় কবিতাটা আবৃতি করতে... সব ইচ্ছে পূরণ হবার নয়!





আজ অমাবস্যা!




তৈ এর শরীরের উত্তাপ বাড়ছে। বিগত পূর্ণিমার মত শ্বাস বন্ধ হয়ে আসছে... তৈ প্রতীক্ষায় আছে, তিমিরের প্রতীক্ষা! তৈ জানে, তিমির আসবে না! আসবে না আর! তবুও... প্রতীক্ষা!



আজ অমাবস্যা!



জ্যোৎস্নাবীর নূপুর গুলো ঘরের এক কোণে পড়ে আছে, তবুও নূপুরের তীব্র ধারালো শব্দে তৈ এর মাথা ফেটে যাচ্ছে। তৈ এর ইচ্ছে করছে ছুটে ঘর থেকে অন্য কোথাও পালিয়ে যেতে কিন্তু তৈ জানে এতে সমাধান নেই!



শব্দ নূপুরে নেই, শব্দ তৈ এর আত্মগ্লানিতে, জ্যোৎস্নাবীর দীর্ঘশ্বাসে এবং তিমিরের বিস্ময়ে!



বিগত পূর্ণিমার পর বন্ধুত্যাগে তৈ তারও বিগত বেশ কিছু পূর্ণিমার ক্ষতের ইতি টেনেছিল। পূর্ণিমার ইতি, জ্যোৎস্নার ইতি এবং জ্যোৎস্নাবীর ইতি। পৃথিবীতে তিমিরের রাজত্ব, অমাবস্যার রাজ।

জ্যোৎস্নাবীর শূন্যে মিলিয়ে যাবার কিছু মুহূর্ত পরই তৈ বুঝেছিল তৈ এর সমস্ত স্বত্বাও মিলিয়ে যাবে, কারন তৈ এর সমস্ত সঞ্চয় জ্যোৎস্নায়, তিমিরে নয়।

চাঁদের আলো যত খানি কমেছে, তৈ এর শরীরের উত্তাপ তত বেড়েছে। শুধু সে রাতের পর আর তিমিরের দেখা মেলেনি! তীব্র জ্বরে চাঁদে কেন্দ্রীভূত হতে থাকা চোখ দুটিতে অন্ধকারের নরম স্পর্শ মেলেনি, দীর্ঘদিন ক্লান্ত হয়ে যাওয়া ভেজা গালে রাতের ভালবেসে আলতো করা ঠোঁট মেলেনি!





শুধু রাতের পর রাত প্রকট হয়েছে জ্যোৎস্নাবীর নূপুরের শব্দ!



যদিও এই শব্দ নূপুরে নেই, শব্দ তৈ এর ব্যর্থতায়, জ্যোৎস্নাবীর তীব্রতায় এবং তিমিরের প্রতিশোধে!









এই সিরিজের আগের লেখা দুটিঃ



Click This Link



Click This Link





উৎসর্গঃ আমার প্রিয় সমুদ্রকন্যা আপিকে।

যখন লেখালিখি পুরোপুরি বাদ দিয়ে আমি অলেখক থেকে একেবারে নালেখকে পরিণত হয়ে গেছি, তখনই জানতে পারলাম এখনও কারও মন খারাপ হলে আমার লেখা পড়তে ইচ্ছে হয়! সেদিনই মনে হয়েছিল আমি যাই লিখি, অন্তত একজনের তো এত ভাল লাগে! কেউ তো আমাকে বলে টুকি আবার লিখো! সেদিন আমি আপিকে বলেছিলাম আমি আবার লিখবো, আপির জন্য হলেও শেষ একবার লিখবো। সেই দুঃসাহস আজ করে লিখে ফেললাম! জানি না কেমন হয়েছে, জানার তেমন আগ্রহ নেই, শুধু সমুদ্রকন্যা আপির ভাল লেগে গেলে মনে করবো আমি এখনও অলেখক হবার যোগ্য। নালেখক হবার থেকে অলেখক হওয়া ভাল।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৩

অযুত বলেছেন: লেখায় ভাষার জটিলতা থাকলে সবসময় সেটা আমার মাথার উপর দিয়া যায়। এইটা কেন যেন ভালো লাগলো।

টুকিঝা নামের সাথে অনেক স্মৃতি জড়ানো।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬

টুকিঝা বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬

টুকিঝা বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

কাল্পনিক মন বলেছেন: জোত্‍স্না ও জোত্‍স্নাবীরের গল্প।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

টুকিঝা বলেছেন: না, এটা তিমির ও তৈ এর গল্প!

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

ইখতামিন বলেছেন:
খারাপ লাগেনি তো.. ভালোই লেগেছে.. +

একেবারেই নালেখক হবার থেকে অলেখক হওয়া অনেক ভাল।

ঘুমঘরের পর কাটায় কাটায় দীর্ঘ ৯ মাস ২০ ঘন্টা ৩৭ মিনিট পর এই লেখাটা পোস্ট করা হয়েছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৮

টুকিঝা বলেছেন: ধন্যবাদ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সমুদ্র কন্যা আপু'কে এত্তোগুলো ধইন্যা :)

না লেখক থেকে সেই পুরনো লেখক হয়ে উঠুন, আশাবাদ থাকলো।

ভালো লাগলো পোস্ট।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

টুকিঝা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ ইখতামিন বলেছেন:
খারাপ লাগেনি তো.. ভালোই লেগেছে.. +

একেবারেই নালেখক হবার থেকে অলেখক হওয়া অনেক ভাল।

ঘুমঘরের পর কাটায় কাটায় দীর্ঘ ৯ মাস ২০ ঘন্টা ৩৭ মিনিট পর এই লেখাটা পোস্ট করা হয়েছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

টুকিঝা বলেছেন: ধন্যবাদ।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

খোলা বাতাস বলেছেন: ভালো.....................

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪০

টুকিঝা বলেছেন: ধন্যবাদ।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: তৈ - টুকিঝা
দেখেই এসে পড়লাম , আপনার লিখাগুলো কয়েকবার করে পড়তাম ! কেন জানি পড়া শেষ হতোনা ! তখন নিক জেনারেল ছিল , তারপর যখন মন্তব্যের সুযোগ পেলাম তারপরই আপনি নেই !
সমুদ্র কন্যা আপুকে অনেক ধন্যবাদ প্রিয় লেখিকাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য!
এই লেখাটাও ব্যাতিক্রম হয় নি , শব্দের পর শব্দে , বাক্যে বাক্যে ঝংকার তুলেছেন । এই ভরদুপুরেও চাঁদের অত্যাচার অনুভব করছি !
এসে যখন পড়েছেন মাঝে মাঝেই লিখা পাবো আশা করি !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪০

টুকিঝা বলেছেন: আর লিখতে পারি না আগের মত!

তারপরও সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

মহামহোপাধ্যায় বলেছেন: টুকিঝা !! অনেক দিন পর !! আশা করি ভালো আছেন।



পোস্টে ভালো লাগা রইল।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪১

টুকিঝা বলেছেন: ভাল আছি অনেক।
ধন্যবাদ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: আরে টুকিঝামনি কোথায় হারিয়ে গেছো??? :(

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪২

টুকিঝা বলেছেন: কোথাও না আপু, এখানেই আছি, শুধু আগের মত আর লিখতে পারিনা তাই দেখনা আর আমাকে!

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=PJQZ6A6zoxw

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪২

টুকিঝা বলেছেন: সুন্দর।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



ভিন্ন সাদের একটি লেখা। দারুণ লাগল। ভালো থাকুন সব সময়।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪২

টুকিঝা বলেছেন: ধন্যবাদ।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ভাল লাগল লেখাটি।

অনেক দিন পর আপনার লেখা পেলাম। খুব ভাল লাগল আপনার পোষ্ট পেয়ে। আশাকরি নিয়মিত পাব আপনাকে।

ওয়েলকাম ব্যাক !!!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৩

টুকিঝা বলেছেন: নিয়মিত হবার ট্রাই করবো।

ধন্যবাদ।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখা অনেক মিস করি। আপনি নিয়মিত লিখবেন এটাই প্রত্যাশা করি। ভালো থাকুক শুভেচ্ছা রইল।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৩

টুকিঝা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
সুন্দর লেখা

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৪

টুকিঝা বলেছেন: ধন্যবাদ।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো হয়েছে। আবার শুরু করে দাও লেখালেখি।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৫

টুকিঝা বলেছেন: চেষ্টা করবো অবশ্যই।

ধন্যবাদ ভাইয়া।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: আজকেই প্রথম পড়লাম !!!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৫

টুকিঝা বলেছেন: হুম!

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

ইখতামিন বলেছেন:
দুঃখিত, আগের মন্তব্যে কিছুটা ভুল ছিল। "২৯ দিন" বাদ পড়ে গিয়েছিল।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৬

টুকিঝা বলেছেন: ব্যাপার না!

এত হিসেব নিকেশ করে কি হয়!

সেই তো আবার হারিয়েই যাবো আবার!

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এমন উধাও হয় কেউ !!! :(

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৭

টুকিঝা বলেছেন: যাতে করে তোমরা মিস কর, এজন্য মাঝে মাঝে উধাও হতে হয় আপু।

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

তাসজিদ বলেছেন:

কালের গর্ভে হারিয়ে যাবেন নাক। ফিরে আসুন আমদের মাঝে। আপনার প্রতিটি লেখা মন খারাপ করা। তার পরও পড়তে ইচ্ছে করে, বার বার।
শুভকামনায়।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

টুকিঝা বলেছেন: আর হারাবো না। হারিয়ে যাবার যে কারন ছিল সেটাই হারিয়ে গেছে। আর খুজে পাচ্ছি না।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

উদাসী স্বপ্ন বলেছেন: বিষাদসম্রাজ্ঞী

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

টুকিঝা বলেছেন: সুন্দর উপমা।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ইখতামিন বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

আশমএরশাদ বলেছেন: ডিফারেন্ট টাস- চমৎকার লেখনি।
শুভকামনা আপনার প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.