নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একাকীত্ব যার নিত্য সঙ্গী, তার সমপর্কে কিবা কথা থাকতে পারে বলুন?

রিপভ্যান উইংকল

ভার্চুয়াল জগতে একসময় সারাদিন পড়ে থাকতাম।সময়ের বিবর্তনে সব ছেড়ে দিয়েছি। সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে এলার্জি আছে আমার। সময় কাটাতে এখানে আসলাম। কিছু জানতে,শিখতে,সেয়ার করতে। এইতো

রিপভ্যান উইংকল › বিস্তারিত পোস্টঃ

শূন্য খাঁচা

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

বিষাদময় রজনীর কোন এক প্রহরে,রাতজাগা এক পাখির করুন আর্তনাদে,আমি তার অন্বেষনে বের হলাম।গিয়ে দেখি,বাঁচবার করুন আকুতি তার মনে। পরম মমতায় কুঁড়িয়ে নিয়েছিলাম।বিশ্বাসকরে ঠাঁই দিয়েছিলাম আমার জীর্ন কুটিরে।

সেদিন থেকে তার কলরবে মুখরিত আমার এ জীর্ন কুটির।হয়তো পাখি পোষ মেনেছে।এতটুকু বিশ্বাস ছিল,নীড়হারা যে পাখি নিজে থেকেই ধরা দেয়,আদৌ সে কি খাঁচা ভাঙবে?

কিন্তু একদিন,বড় অবাক হলাম। পাখি মুক্ত আকাশের সন্ধানে ব্যাকুল।বন্যেরাতো বনেই শোভা পায়,আমার কি ঠেকাবার সাধ্য আছে?

বহু স্বাদ করে একদিন আকাশ দেখতে নিয়ে গেলাম।শরতের আকাশ তো মেঘলা থাকেনা।তবে আজ কেন.........?

প্রকৃতি কি তাহলে ঠাট্টা করছে? নাকি কোন অশনি বার্তা নিদের্শ করছে? কি জানি আমার ক্ষুদ্রমন হয়তো বুঝতে ব্যর্থ।

পরম বিশ্বাসে খাঁচার পাখি মুক্ত করে দিলাম।অবেলার সূর্য টা অস্তপ্রায়।সাঝের বেলায় সব পাখি ঘরে ফিরছে ।কিন্তু আমার পাখিটার প্রত্যাগামী পথ চেয়ে বসে আছি।এখনো ফিরে পাইনি।

হয়তো কোন এক শিকারির জালে ধরা দিয়েছে............।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.