নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পরাজ্যের ভবঘুরে

আজো ডানা ভাঙ্গা একটি শালিক হৃদয়ের দাবি রাখো..।

টুকুনতারা অগ্নিসরিৎ

টুকুনতারা অগ্নিসরিৎ › বিস্তারিত পোস্টঃ

কবিতা: হারিয়ে আমার আপন

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

ওরে চাঁদ!

তোকে দেখলে কেন মনে হয় তুই হাসছিস?

তুই কি আমায় তাচ্ছিল্য ভরে দেখছিস?

আমার সামনে পুরোটা জীবন

হয়তো হাসন হয়তো কাঁদন

অনিশ্চিতের ধার ঘেঁষে আজ দাঁড়িয়ে আছি

হয়তো ভালো নয়তো খারাপ

তবুও আজ চোখ ভেজাবো

হারিয়ে আমার আপন



তোর হাসিটা ঢেকে দিতে

মেঘেরা আজ আমার ওপর ছায়া ফেলে দিলো

তোর হাসিটা আড়াল হতেই

আমার অঝোর অশ্রু ধারা হারিয়ে কোথায় গেলো



তোর হাসিটা না দেখলে যে

আমার রাতের ঘুম হবে না খুব

তোর হাসিতে খুঁজে বেড়াই

সেই মানুষের মুখের ছবি

আপন মন - সুখ



পেতে পেতেই হারিয়ে গেল

মিষ্টি খুব এক গলা

জীবনটাকে মনে হচ্ছে

নিজের সাথে সঙ্ঘর্ষে

আদাতে কাঁচকলা



গায়ের রংটা ফর্সা নয়তো

খুব মিষ্টি হাসির মতো

ঊজ্জ্বলে আর কালো

সেই হাসিতেই মনের তাড়ন

ষাট ওয়াটের বাতির মতন

ঘর করে দেয় আলো



না পাওয়াটা মেনেই নিলাম

হেসে কেঁদে উড়িয়ে দিলাম

তবু যেন মনের কোণায়

করুণ এক সুরের খেলায়

বারে বারে অজানাতে

হারিয়ে যেতে ছিলাম



তোমায় আমি ভালোবাসি

"আমিও তোমায় ভালোবাসি"

এই কথাটা শোনার জন্যে

আকুল মন - প্রাণ

খচখচে এক খোঁচা লাগে

মনের গহীন অন্ত নীড়ে

বুঝতে পারি টান



তুমি আমায় ক্ষমা করো

উড়ে এসে জুড়ে বসে

মনযোগের রেশখানিতে

ছেদ ফেলে যে দিলাম

হয়তো আমি মন কাড়িনি

তোমার মনযোগ হরিনি

রাশি রাশি কষ্ট দিয়ে এলাম



---(নবনীতার উদ্দেশ্যে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লিখসেন।
স্বাগতম ব্লগে, শুভকামনা ||

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

টুকুনতারা অগ্নিসরিৎ বলেছেন: ধন্যবাদ ইমরাজ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.