![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ বিকেলে
মনটা যে আজ
আমার ভালো নেই,
শেষ বিকেলে ছাদে বসে
পিঁপড়ে মতন মানুষ দেখে
হারিয়ে ফেলি খেই।
আবহাওয়া আজ খুবই ভালো
কাকগুলো সব কালো কালো
সবাই উড়ছে গন্তব্যে
পশ্চিমেরই দিকে,
আমার যাওয়ার নেইতো জাগা
মনটা যে খুব ফাঁকা ফাঁকা
সন্ধ্যা নামে
আলো যে হয় ফিকে।
আকাশেতে মেঘের দেশে
ছোট ছোট রাজপ্রাসাদে
থাকে নাকি পরী,
দুটো ডানা থাকত যদি
বাতাসেতে ভর যে করি
দেখতে যেতাম, বন্ধু হতাম,
উড়ি ঘুরি ঘুরি।
ও বন্ধু,
তোমরা জান কি ?
আমার যে এক সখী আছে
নামটি হেমন্তী।
সে যে থাকে মেঘের দেশে,
পরীর দেশে, রাণীর বেশে,
ঠোঁটে যে তার
ফুটফুটে এক হাসি।
চোখ দুটো তার কাজল কালো,
চিবুকে তিল বিন্দু কালো,
তাকে আমি
বড়ই ভালোবাসি।
সেই দেশে এক ডাইনী আছে,
লেজটা যে তার পাছে পাছে ,
স্বভাবটা তার এক্কেবারেই বালু।
কান দুটো তার মস্ত বড়,
নাকটা যে তার পিনোকিও,
দেহটা তার মস্ত আলু থালু।
হঠাৎ করে মা ডাকলেন,
এই যে সোনামণি!
আমাকে তুই একলা ফেলে
কোথায় চলে গেলি?
মায়ের ডাকে তন্দ্রাটা যে
টুটে ফুটে গেছে।
আকাশেতে তাকিয়ে দেখি
আমার পরী ছোট্টমণি
মিলিয়ে কোথায় গেছে।
©somewhere in net ltd.