নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পরাজ্যের ভবঘুরে

আজো ডানা ভাঙ্গা একটি শালিক হৃদয়ের দাবি রাখো..।

টুকুনতারা অগ্নিসরিৎ

টুকুনতারা অগ্নিসরিৎ › বিস্তারিত পোস্টঃ

ছড়াঃ চুলচুলানি এবং হিলশা ক্যাঁচাল

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

চুলচুলানি এবং হিলশা ক্যাঁচাল





দেশের যে কি হালচাল,

এই দেশেতে এই ভবেতে

পড়লো একি আকাল!



দুই নেত্রীর চুলোচুলি

দেখতে থাকি,

শ্যাম্পু করি ইউজ।

চুল টানলেন মন্ত্রী মশাই,

এমপি মশাই, চাচা মশাই,

খেয়াল হয় না

লোডশেডিংএ

ঘরের বাতি ফিউজ।



চুলচুলিতে টানটানিতে

কে কাকে যে করছে কুপোকাত!

আমার যে চুল ঘন কালো,

সানসিল্কের গুণ যে ভালো,

চুল ফুলিয়ে চুল হাঁকিয়ে

করি বাজিমাত!



এইদিকে যে দাদা এলেন

চাইতে বুঝি ইলিশ,

মাছ দেব না মাছ দেব না

তাই যে দাদা অভিমানে

পেঁয়াজ আটকে

করে দিলেন ফিনিশ।



লাগবে না আর তোমার পেঁয়াজ,

করব না আর তোমার তোয়াজ,

কী ভেবেছো, আমার পেঁয়াজ নাই?

এই দেখে যাও আমার বাড়ি

আমার ঘরের উঠোন জুড়ি,

দেশী পেঁয়াজ ঝাঁঝের পেঁয়াজ

আবাদ করে খাই।



এই ভূমিতে আমার মাটি।

রাখাল বাজায় বাঁশের বাঁশি।

এই মাটিতে ফলাই সোনার

ধান আলু আর পাট।

আমার খুশি আমার হাসি

কেড়ে নিতে

কে আসে ঐ সর্বনাশী

সব বেটাদের

মারতে হবে ভাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.