নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পরাজ্যের ভবঘুরে

আজো ডানা ভাঙ্গা একটি শালিক হৃদয়ের দাবি রাখো..।

টুকুনতারা অগ্নিসরিৎ

টুকুনতারা অগ্নিসরিৎ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তুমি মনের দেয়ালিকার আলপনায়

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

তুমি মনের দেয়ালিকার আলপনায়



যখন আমি ঘুমাই তোমার কোলে,

ঐ আকাশের তারাগুলো

মিটি মিটি জ্বলে।



এইতো মোরা মুক্ত উড়ি, স্বাধীন পাখি

কোন বাধা নাই

তাইতো মোরা পার্কে ঘুরি, ছবি দেখি,

ঝাল মুড়ি আর চীনে বাদাম খাই।



তোমার নয়ন মণিখানা গভির কালো।

গভীর জলের দীঘির মতো।

সেথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা।

সেই চোখেরই তারায় চড়ে

ঘুরে বেড়াই ভূবন জুড়ে

প্রকৃতিরই রহস্যতে দেই হানা।



তোমার ঠোঁটের মিষ্টি চুমোয়

হৃৎপিণ্ডের ছন্দ পতন,

দেহ মনে দেয় দোলা।

তোমার চুলের মিষ্টি ঘ্রাণে,

মর্ত লোকের স্বর্গে বসে

হই যে আপন ভোলা।



চিত্রগুলো ছবিগুলো শুধুই আমার কল্পনায়।

সত্যি হলো, তোমার নিবাস আমার মনের

দেয়ালিকার আলপনায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.