নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পরাজ্যের ভবঘুরে

আজো ডানা ভাঙ্গা একটি শালিক হৃদয়ের দাবি রাখো..।

টুকুনতারা অগ্নিসরিৎ

টুকুনতারা অগ্নিসরিৎ › বিস্তারিত পোস্টঃ

লেখা পড়ায় মন বসে না!!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

যখনই ভাই লিখতে বসি ছড়া

বাবা এসে কানটা ধরে বলেন জোরে,

"হয়েছে কি পড়া?"



জীবনটা খুব ছন্নছড়া!

মোটেও তাই ভালোবাসার

হাতপাখাটার

পরশখানি নাই।

ছিন্ন-ভিন্ন জীবন যাপন!

পড়া-লেখা হয় না আপন!

তাই পরীক্ষাতে কলম হাতে

ঘন্টা তিনেক

খালি খাবি খাই।



দিনভর স্বপ্নরাজ্যে ঘুরে বেড়াই,

কল্পনাতে কাকে যেন খুঁজে বেড়াই।

হঠাৎ করে পড়নু বুঝি ধপাস!

মার্কশিটটা হাতে নিয়ে

আম্মা বলেন ক্লান্ত স্বরে,

"আমরা হলাম হতাশ!"

"আমরা হলাম হতাশ!"



পরীক্ষাতে পেয়েছি যে আন্ডা!

আজকে তো ভাই ঘরমুখো নই,

পথের ধূলোর আপন যে হই।

বাড়ি গেলে তেড়ে মেরে ডান্ডা,

বাপজান আমায় করে দেবেন ঠান্ডা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.