![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও যাদুকর!!
ও যাদুকর,
তোমার পিছে হাঁটতে নাকি মানা!
তুমি বুঝি
দেখিয়ে যাদু দাও করে দাও কানা!
তোমার
যাদুর কাঠির পরশখানি ছোঁয়াও আমার বুকে,
যাক মুছে যাক হিংসা-ঘৃণা
ক্রোধ-ভীরুতা, যুদ্ধ-বীণা
যাক না চুকে-বুকে।
এই বুকেতে থাকবে শুধু ভালোবাসা
সাদা-কালো কিংবা রঙিন স্বপ্ন-আশা,
স্বপ্ন রঙে রাঙব শিশুর ছোট্ট চোখের তারা।
সেই শিশুরাই দেখবে জগৎ,
ভালোবাসার রচবে স্তবক,
বিশ্ববাসী তাদের তরে হবে পাগল পারা।
ও যাদুকর,
তুমিতো ভাই সুখ প্রভাকর!
একটু প্রভা আমার বুকে দাও।
জীবন যেথায় থমকে রবে,
দুঃস্বপ্ন গ্রাস করবে
সেথায় যে ভাই আলো হাতে
বাইবো আমার নাও।
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
এহসান সাবির বলেছেন: দারুন ছড়া।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
মো: ওবায়দুল ইসলাম বলেছেন: শুভ সকাল। আপনার লেখাটি ভাল লাগল।আপনার সুন্দর লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন।