নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি!!!

চিরদিনই তোমারই তো থাকব!

যে আছো অন্তরে

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। বিঃ দ্রঃ এই বুলোগে ছ্যাঁকা-খাওয়া পার্টির প্রবেশ নিষেধ, অযথা আসিয়া ফাউল মন্তব্য করিয়া প্রমাণ করিবেন না যে আপনি জীবনের কোন এক সময় ছ্যাঁকা খাইয়াছেন।

যে আছো অন্তরে › বিস্তারিত পোস্টঃ

পরদেশী মেঘ যাও রে ফিরে

২৫ শে মে, ২০১১ রাত ৩:৩৯

বিরহ-ব্যথা আর সহ্য হয় না। 'একা থাকার কষ্ট' এক ভয়াবহ কষ্ট। মানুষ হিসেবে জন্মানোর এই এক সমস্যা। মায়া-মমতা-ভালবাসার জালে নিজেকে সঁপে দিতে হয়। সেই জালে সামান্য টান পড়লেই হৃদয়ে হাহাকার জাগে। "মানুষ সমাজবদ্ধ জীব"-কথাটা সেই কোন ছোটবেলায় মুখস্থ করেছি। বিশ্বাস করিনি। পরিবারের কর্তাব্যক্তিদের ঝগড়া-বিবাদ দেখে বিশ্বাস করতে ইচ্ছা হয়নি। আজ বুঝতে পারি।



গতকাল ও আজ আকাশ-জুড়ে ছিল কালো মেঘ। সারাদিন গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি। বিছানায় শুয়ে গল্পের বই পড়তে পড়তে ঘুমানোর পরিবেশ। তবুও আমার এখানে থাকতে ইচ্ছে করে না আর। সেই দেশে যেতে ইচ্ছে করে, যেথায় বিরহ-ব্যথা নেই, কান্না নেই।



"পরদেশী মেঘ যাও রে ফিরে।

বলিও আমার পরদেশী রে।।

সে দেশে যবে বাদল ঝরে,

কাঁদে না কি প্রাণ একেলা ঘরে?

বিরহ-ব্যথা নাহি কি সেথা,

বাজে না বাঁশি নদীর তীরে?

বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”,

বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?

ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ,

জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?

দেয় না কেহ গুরু গঞ্জনা

সে দেশে বুঝি কুলবতী রে।।"

-নজরুলের গান।



Click This Link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১১ সকাল ১০:০৯

ইহতিশাম আহমদ বলেছেন: সুন্দর গান। তবে আপনার উপরের কথাগুরোর সাথে গানের মিল পাইনি।

ভাল থাকবেন।

০১ লা জুন, ২০১১ সকাল ১০:৩৩

যে আছো অন্তরে বলেছেন: বেশি মিল দিয়ে লিখতে পারিনি এইটা। আপনেও ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.