![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সারাটা দিন শুধু আমার বাবুটার জন্য, ওর জন্য প্রচন্ড ব্যস্ত থাকি, তাই আর ব্লগে সময় দিতে পারিনা।
"ছোটবেলার কিছু গল্প" শিরোনামের প্রথম গল্পটি যে আমার ব্লগার বন্ধুরা পছন্দ করবেন এটা বুঝতেও পারিনি। মনে করেছিলাম সবাই বলবে ধূর, কিসব ফালতু লেখা দিসে....এর থেকে আরো মজার কতো ঘটনা ঘটে থাকে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, অনেকে উৎসাহ দিয়েছেন,আবারো লিখতে বলেছেন তাই এখন আরেকটি পর্ব লিখছি। শিরোনামটি প্রথমেই এমন দিয়েছি যেন শুধু আমার ছোটবেলার গল্পের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বরং পিচ্চিদের মজার মজার গল্প যেগুলো আমি জানি সবই শেয়ার করতে পারি।
ছোটবেলায় খুব দূড়ন্ত ছিলাম। আমার ছোটবোনটা আবার অনেক বেশী মাতব্বর সবসময়ই। আমার দুরন্তপনায় ভয় দেখাতো ও। আমি জানালার গ্রিল বেয়ে সবচেয়ে উপরে উঠে খাটে লাফ দিতাম। আশপাশের কোনকিছুরই পরোয়া করতামনা। তো একবার উঠেছি। লাফ দেওয়ার জন্য রেডি। ও দৌড়ে এসে বললো "ঈঈঈঈ!! তুমি আবার উঠসো!! নামো তাড়াতাড়ি। শয়তান কামড় দিবেতো।"
আমার আরেকটা ঘটনা। রান্নাঘরে অনেকগুলো আদা আর রসুন ছিলে রাখা হয়েছে বাটা হবে বলে। আমার তখন মনে হল এগুলো তো আমিই বাটতে পারি। শুরু করাম বাটা। সবাই না করছে। কিন্তু কার কথা কী শুনছি। সব বেটে শেষ করে উঠে খুব বড় একটা কাজ করেছি এমন ভাব করছি। কিন্তু রাতও হয়নি আমার দুই হাতের জ্বালায় কান্নাকাটি আর দেখে কে!!
প্রথমেই আমার এক চাচাতো বোনের কাহিনী বলছি। ওর বয়স তখন ২/৩ বছর হবে। দাদা বিরাট সাইজের একটা কাতলা মাছ কিনে এনেছেন। এতো বড় মাছ মাছ দেখে সে যারপরনাই বিস্মিত। সবাইকে দেখাচ্ছে আর বলছে...."দেখ, দাদা কত্তো বড় একটা কাঁচকী মাছ আনসে!!"
বেচারী নাম না জেনে কাতলা মাছকে বলেছে বলেছে কাঁচকী মাছ!!
আমরা তখন গিয়েছিলাম বড়মামার শ্বশুরবাড়ি। আমার মামাতো বোনটির তখন বয়স ২ বছর। প্রচুর কথা বলে। টিভিতে আ্যড দেখাচ্ছে কেয়া নারিকেল তেলের। এক মেয়ে তার চুল উড়িয়ে গান গাইছে "কেয়া, কেয়া, আমার চুলের ভালোবাসা।" তাই দেখে আমার ঐ পিচ্চি বোনটি ঠিক অনুকরণ করে গাইলো "টিয়া, টিয়া, আমার চুলের ভালোবাসা!!" আমরা সবাই হাসতে হাসতে শেষ এই পিচ্চির কাজ দেখে!!
এবারের গল্পটি আমার আরেক মামাতো বোনকে নিয়ে। ওর বয়স ৩ বছর। সারাক্ষণ ও নানার ঘরে, মানে ওর দাদার ঘরে থাকতো। লেখালেখির কাজে ডিস্টার্ব করতো। একবার নানা বকা দিয়েছেন তো ঐ পিচ্চি বলে উঠলো, "দাদা একটা পচা মেয়ে!!"
এই পিচ্চিরই আরেকটা ঘটনা। গত বছর রোযার ঈদের রাতে আমরা সবাই খাওয়া শেষ করে মাত্র উঠেছি। পাশের রুমে গিয়ে দেখি ও ড্রেসিংটেবিলের উপরে উঠে বেচারী একা একা লিপস্টিক লাগাচ্ছে। আর ঐ লিপস্টিকটা হল একটা মোটা কাজল!!!
ঠোঁটে আর চোখের মধ্যে দিতে গিয়ে সারা মুখ কালিতে ভরিয়ে ফেলেছে!!
আমাদের বাসায় বেড়াতে এসেছে ওরা। বললাম আজকে থাকো, ওমা বলে কি,"না থাকা যাবেনা থাকলে ভূত এসে কামড় দিবে!!" এ্যাত্তো মজার মজার কথা বলে এই পিচ্চিটা!! কী আর বলবো এই মামাতো বোনকে নিয়ে...ওর কথা লিখতে গেলে আমার সময় ফুরিয়ে যাবে!!
এবার আমার ভাইয়ের একটি ঘটনা বলি। তখন ওর বয়স তিন বছর। আম্মু বড়মাছের তরকারি রান্না করে পাশের রুমে কী একটা কাজে গেছেন। ভাইটা তখন করলো কী জানেন? বলবো? একমুঠ ছাই নিয়ে তরকারিতে ছেড়ে দিল!!! রাগের চোটে আম্মু দিশাহারা হয়ে গেলেন।
আর কিছু মনে পড়ছেনা। আরেকটা কথা হল আমি অনেক অলস তাই টাইপ ও করতে ইচ্ছে লাগছেনা। আপাতত এটুকুই থাকুক। মনে পরলে আবার লিখবো ইনশাল্লাহ্।
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯
টুমটি বলেছেন:
২| ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২১
কালো মেঘ অথবা নীল আকাশ বলেছেন: ভালো লাগল।
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪১
টুমটি বলেছেন: ধন্যবাদ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৫
অভিজিত রায় অভি বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪২
টুমটি বলেছেন: হাহাহাহা........
৪| ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪১
রৃষী বলেছেন: বেশ মজার।
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৩
টুমটি বলেছেন: ধন্যবাদ আপু।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০০
গুরুজী বলেছেন: বেশির ভাগই তো দেখি খালাত-চাচাত বোন নিয়া কাহিনি। ছোটবেলা থেকের শুরু নাকি
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩
টুমটি বলেছেন: হাহাহাহা..........
৬| ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৬
হামদান বলেছেন: ধূর, কিসব ফালতু লেখা দিসে...
খুব তাড়াহুড়া করে লেখা মনে হচ্ছে, আরেকটু গুছায়া দিলে ভালো হত
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩২
টুমটি বলেছেন: ভাই আপনি টাইপ করে দিলে আরো বিস্তারিত লেখা দিতে পারতাম......
জানেনইতো আমি খুব অলস.......এটুকু লিখতে গিয়েই হয়রান হয়ে গেছি।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
সাদাকালোরঙিন বলেছেন: পোলাপানের দুষ্টামি নিয়ে কি আর বলব, এটা দেখেন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৬
টুমটি বলেছেন: পোলাপানের দুষ্টামির কি কোন শেষ আছে?
দেখতে দেখতে হয়রান হয়ে যাবো।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০২
ছায়া-পথ বলেছেন: ভাল লাগল...প্লাস
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৬
টুমটি বলেছেন: ধন্যবাদ
৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮
ছায়া-পথ বলেছেন: হা হা....আপনি যদি অলস হন...আমি কি???
গত ৫ মাসে ৩ টা পোষ্ট দিছি...লেখা পড়তেই ভাল লাগে....
ভাল থাকবেন...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪১
টুমটি বলেছেন: হুমমমমমম
১০| ০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৭
বড় বিলাই বলেছেন: অলস মেয়েটা পরের পর্ব কবে দেয় কে জানে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৫
টুমটি বলেছেন: হাহাহা....মনে হয় দেরি হবে।
লেখার বিষয়বস্তু খুঁজে পাচ্ছিনা
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৩
আরিয়ানা বলেছেন: ভাল লাগলো
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫১
টুমটি বলেছেন: আপনার ভালো লাগলো দেখে আমারও ভালো লাগলো।
আপনার ভ্রমনকাহিনীগুলো খুবই ভালো লেগেছে পড়তে। ছবিও খুব সুন্দর তুলেন আপনি।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০০
আমিই জিনিয়া বলেছেন: টুমটি আপুকেতো আগে আমি ভাইয়া মনে করতাম!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২
টুমটি বলেছেন: হা হা হা
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫০
ঢাকাইয়া টোকাই বলেছেন: নাইস রাইটিং।
সহজবোধ্য ভাষা, পরতে মজা লাগলো। চালিয়ে যান।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০
টুমটি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৫
ভাবের অভাব বলেছেন: পড়লাম তো। তো ভালই লাগলো। তো আরও লিখবেন আশা করি।
তো আমিও কিন্তু অলস, আর কিছু টাইপ করতে ইচ্ছে লাগছেনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
টুমটি বলেছেন:
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬
তুষারকনা বলেছেন: ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে।
ভালো লাগলো আপুনি।দারুন লিখেছো।আরো লেখা চাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৬
টুমটি বলেছেন: ধন্যবাদ।
দেখি বিষয়বস্তু খুঁজছি, পেলেই লিখবো ইনশাল্লাহ।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩০
টিনটিন` বলেছেন: আর কিছু মনে পড়ছেনা বললে চলবেনা। অলসতা ছেড়ে তাড়াতাড়ি নতুন কিছু লিখুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮
টুমটি বলেছেন: হুমমম, দেখি নতুন কী লেখা যায়।
১৭| ৩০ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৭
অরুদ্ধ সকাল বলেছেন:
দারুন লিখা
ধন্যবাদ
আসবেন একবার সময় করে।
১৮| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৮
কি নাম দিব বলেছেন: আমার ব্লগে আপনার মাউসধুলি অনুসরণ করে আপনার ব্লগে ঢু দিয়ে গেলুম, পড়লুম, কমেন্ট করলুম, প্লাস দিলুম এবং পরের লেখার জন্য অপেক্ষায় রইলুম।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৮
পুরাতন বলেছেন: ধূর, কিসব ফালতু লেখা দিসে....