নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মার অতৃপ্তা

একদিন প্রধানমন্ত্রী হমু. ;) ।.।

আত্মার অতৃপ্তা › বিস্তারিত পোস্টঃ

বাচ্চাদের 'না' বলুন 'হ্যাঁ'-এর মোড়কে

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৬

'না' বলাটাও একটা আর্ট। সবাই কিন্তু গুছিয়ে না বলতে পারেন না। বিশেষ করে, সন্তানকে মুখের উপর 'না' বলা এক এক সময় মায়েদের ক্ষেত্রে বেশ 'চাপ'-এর হয়ে যায় । অন্যথায় কী করণীয়?



'এটা কর না', 'ওটা কর না' যেমন আপনার শুনতে ভালো লাগে না তেমনি বাচ্চাদেরও সবকিছুতে এত না শুনতে ভালো না লাগাটাই স্বাভাবিক । তাই সরাসরি না বলে তাকে বুঝিয়ে দিন কাজটা তার ভুল হচ্ছে। আর এই ধরনের কাজ তাকে মানায় না। আপনিও অপ্রিয় হলেন না। বাচ্চাটিও একবারেই কথা শুনবে। বাচ্চারা কিছু কিনে দেওয়ার বায়না করতেই পারে। এদিকে আপনি সঙ্গে সঙ্গেই কিনে দেওয়ার পক্ষপাতী নন। সেটা না জানিয়ে নরম গলায় বলুন, দু'একদিনের মধ্যে নিশ্চয়ই কিনে দেবেন এমন আসস্ত দিন । আপনার আর বাচ্চার দু'জনের কথাই রইল। সন্তান কি টিনএজের আসে-পাশে? তাহলে বুদ্ধিমানের কাজ হল, বারণ করা সত্ত্বেও যে কাজ সে করতে চাইছে তার ভালো-মন্দ-র দায়িত্ব তাকেই নিতে বলুন। দেখবেন, দায়িত্ব ঘাড়ে চাপলেই জেদী মন নরম হয়ে যাচ্ছে। সন্তানকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিন । দেখবেন 'না' শব্দটা আপনার মুখ থেকে কম বের হচ্ছে । অথচ আপনি যেমনটি চাইছেন, বেশির ভাগ ক্ষেত্রে সেটাই হচ্ছে। এতে আপনার সন্তানও সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে।
তাহলে আর দেরী না করে আজ থেকেই নতুন ভাবে 'না' বলা শুরু করে দিন! :)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:০২

জুয়েলইসলাম বলেছেন: খাটি কথা

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:১৩

আত্মার অতৃপ্তা বলেছেন: :)

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৯

আহসান২০২০ বলেছেন: আপনি বুইলচেন যে, দুই-একদিনের মধ্যেই কিইন্যে দিবেইন। কিন্তু আসলে আপনি দিবেইন না। তাইলে এইহানে মিইথ্যে কথা বরা হয়ে গেলো না? এটার প্রভাব পড়বে না বাচ্চার মনস্তত্বের উপরে।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯

সজীব বলেছেন: :D

৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

আত্মার অতৃপ্তা বলেছেন: বাচ্চাদের ভুলু মন। কিছুক্ষন পর সে এমনি ভুলে যাবে । তাছাড়া , ভাল কিছুর জন্য মাঝে মাঝে মিথ্যে বলা যায়। @আহসান 8-|

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

কলমের কালি শেষ বলেছেন: :D :D ভাল বলেছেন । সন্তানের সাথে ফ্রেন্ডলি হওয়াটা খুব জরুরী । :)

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২১

তুষার কাব্য বলেছেন: একদম ঠিক..

৮| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৩

আত্মার অতৃপ্তা বলেছেন: একদম 8-| @কলমের কালি শেষ

৯| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৪

আত্মার অতৃপ্তা বলেছেন: ধন্যবাদ =p~ @তুষার কাব্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.