![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো ইচ্ছে...
... ..... .....
ইচ্ছে করে চার দেয়ালে মাথা ঠুকে মরি,
ইচ্ছে করে বদ্ধ ঘরে অন্ধকারে থাকি।
ইচ্ছে করে সূর্য টারে নিভিয়ে যেন রাখি,
ইচ্ছে করে আলোহীন এক দুনিয়াতে থাকি।
ইচ্ছে করে কালো চুলে পেঁচিয়ে মোরে রাখি,
ইচ্ছে করে কালো মেয়ের বুকের মাঝে থাকি।
ইচ্ছে করে স্বপ্ন গুলো কালো রঙে আঁকি,
ইচ্ছে করে জীবন টারে কালো'র মাঝে রাখি।
ইচ্ছে করে কালো'র মাঝে লুকিয়ে মোরে রাখি,
ইচ্ছে করে আকাশ টাকেও কালো করে মাখি।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
শাহাদাত হোসেন বলেছেন: আপনার প্রয়াস সফল হয়েছে।কবিতা ভালো।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কালো ইচ্ছের কবিতা ভালো হয়েছে। শুভকামনা নিরন্তর।