![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর বলার আছে এই সরকারকে!! কিই বা আর বলব আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে !! অর্থমন্ত্রী আবারও বললেন, "VAT শিক্ষার্থীকেই দিতে হবে"। হউক সেটা আগামী বছর থেকে। এর মাধ্যমে কি তিনি কলা দেখিয়ে ভেবেছেন এক শ্রেণীর ছাত্রসমাজকে আন্দোলন থেকে দামিয়ে রাখতে পারবেন!! তাহলে অর্থমন্ত্রী সাহেবকে বলব আপনি ভুলের মাঝে আছেন !! আমরা একক স্বার্থে এই আন্দোলনে আসি নাই । আমরা এসেছি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের "শিক্ষা অধিকার" নিশ্চিত করার জন্য।মাননীয় অর্থমন্ত্রী সাহেব, একটু ভেবে দেখেন! শিক্ষা হল প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার। আর আপনার সরকার সেটা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। যেখানে প্রতি বছর লক্ষাধিক STUDENT ঊচ্চ শিক্ষার দ্বার প্রান্তে এসে দাঁড়াচ্ছে সেখানে আপনার সরকার মাত্র ৩০/৪০ হাজার STUDENT -এর উচ্চ-শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারছে, যা মোট শিক্ষার্থীর ৫০%-এরও কম। বাকীরা শিক্ষার্থীরা কোঁথায় যাচ্ছে বা তাদের কী হবে, তা নিয়ে সরকারের কোন মাথা ব্যথাই নেই।
আমরা বুঝি আমাদের মত মধ্যম আয়ের দেশের পক্ষে এতো বিশাল একটা সংখ্যার মানুষকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার সামর্থ্য রাষ্ট্রের নেই। যদিও প্রতি বছর বহির্বিশ্ব থেকে শত শত কোঠি টাঁকা আসছে এই শিক্ষা খাতে। কোথায় যাচ্ছে এত টাকা এটা নিয়ে আমাদের কোন QUESTION নেই। দেশের অপারগতার কথা মাথায় নিয়েই নিজেদের উচ্চশিক্ষার জন্য বাবা-মা'র কষ্টার্জিত টাঁকার বদৈালোতে আশ্রয় নিতে হচ্ছে প্রাইভেট INSTITUTE -গুলোর দিকে । দেশকে অশিক্ষার অন্ধকার থেকে মুক্তি দিচ্ছে তারা । দেশের বোঝা হয়ে পরে থাকছে না । এদের মাঝে এমনও অনেক পরিবার আছে যাদের TUITION FEE যোগাতে হিমশিম খেতে হয় । হয়ত কেঊ জমি বিক্রি করে,কেঊ বা আবার প্রাইভেট পড়িয়ে এই TUITION FEE যোগাড় করছে । তারপরও দেশের বোঝা হয়ে থাকছে না। আর বিগত কয়েক বছরের পরিসংখ্যান যদি আপনি দেখেন, তাহলে নিশ্চয় খেয়াল করবেন সাফল্যের দিক দিয়ে PUBLIC UNIVERSITY গুলোর সাথে সমান ভাবেই পাল্লা দিয়ে চলছে দেশের PRIVATE UNIVERSITY গুলো । কতক বিষয়ে তো PRIVATE UNIVERSITY গুলোর সাফল্য চাড়িয়ে গিয়েছে PUBLIC UNIVERSITY গুলোকেও।
অথচ আপনি কি করছেন এটা !! এই PRO-ACTIVE ছেলে-মেয়ে গুলোকে এই ভাবে VAT নামক স্টিমরোলার এ পিষিয়ে মেরে পেলতে চাচ্ছেন, কেন !! ওরা কি এমন দোষ করল !! ওরা তো শুধু দেশের, সমাজের, পরিবারে বোঝা না হয়ে বাঁচতে চেয়েছে । রাষ্ট্রের বাজেটের বোঝা না হয়ে উপরন্তু রাষ্ট্রের অর্থনীতির চাকাকেই সচল করছে। বাজেটের ঘাটতি পূরনে আপনি শিক্ষাকে বেঁছে নিয়েছেন,শিক্ষাকেও পণ্য বানিয়ে দিলেন !!!
আমরা তো সরকারের মুখাপেক্ষী নই !! যেখানে সরকারকে আমাদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে সাহায্য করা উচিত,উৎসাহ জোগানো উচিত । উল্টো VAT বসিয়ে দিলেন !! আর কতগুলো মূর্খ খুড়া যুক্তি দাড় করিয়ে দিলেন এই VAT-এর পক্ষে !! হায় সেলকাস... !! মাননীয় অর্থমন্ত্রী আপনি এত শিক্ষিত একজন মানুষ হয়েও এত জগন্য নোংরা একটা চিন্তা কি ভাবে করতে পারলেন!! খুব প্রচলিত একটা কথা আছে যে,"কোন দেশকে যদি পঙ্গু করে দিতে চাও,তবে আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাঁও"। আমি জানি না আপনি কেন এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন,নাকি এটা অন্য কোন/কার গভীর ষড়যন্ত্রের ফল !!
যাহক, আপনাকে করজোড়ে অনুরোধ করছি, দয়া করে আমি আবারও বলছি দয়া করে, এই VAT নামক স্টিমরোলার থেকে এই হাজার হাজার ছেলে-মেয়েদের মুক্তি দিন । এই নোংরা বিষয়টা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়,
তাহলে রাজনীতিবিদের প্রতি/ আপনার প্রতি /এই সরকারের প্রতি এই বিশাল তরুন ছাত্র সমাজের আস্তা উঠে যাবে। তাঁরা রাজনীতিবিদের/ রাজনীতিকে ঘৃণা করতে শুরু করবে। উচ্চ-শিক্ষায় অসমর্থ হয়ে অনেকেই রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়াবে , অনেকে আবার দেশ থেকে বিদেশ গামী হবে। এতে অনেক তরুন মেধাই পাচার হয়ে যাবে। please এই মৌলিক অধিকারটা কেরে নিবেন'না।
#No_Vat_On_Education
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩
আত্মার অতৃপ্তা বলেছেন: এই নাহলে আমাদের প্রধানমন্ত্রী । যিনি ৫% জনগনের ভোটয়ে নির্বাচিত। তাঁর কাছ থেকে আর কতই বা দায়িত্বশীল বক্তব্য আশা করা যায়। RIP #BANGLADESHI_PRIM-MINISTER
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬
ফাহাদ মুরতাযা বলেছেন:
বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে দৃশ্যত বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।