![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজিতে টাইপ শেখার জন্য একটি sentence আছে, সেটি হলো- A quick brown fox jumps over the lazy dog.
কিন্তু বাংলা টাইপ শেখার জন্য সে রকম কোন বাক্য না থাকলেও কতগুলো বাক্যগুচ্ছ রয়েছে যার মাধ্যমে সহজে বাংলা টাইপ শেখা যেতে পারে। নিচে বাক্যগুচ্ছ দেওয়া হলো-
আষাঢ়-শ্রাবণ একটি ঋতু। ঈগল পাখি! ঝাঁকড়া ব্যাঙ? বিজ্ঞানসম্মত প্রথম যুক্তাক্ষর সংঘটনের ভিত্তিতে সুষ্ঠু/উৎকৃষ্ট;স্পষ্ট ও পূর্ণাঙ্গ ‘কী-বোর্ড’। প্রশ্নসজ্জিত উপলদ্ধি; কিন্তু দুঃখ পেয়েই ঊর্ধ্বশ্বাসে পশ্চাদগামী হয়ো না। দৃপ্ত, ঐ আত্মগ্লানি মুছে ফেল। @ “অনুঢ়া : ঔষধ ঢাক।।” ৳(৯৬.৪২+৭৩.৫৮)=১৭০/- *২০x১০%=২
বাক্যগুচ্ছে সবগুলো স্বরবর্ণ ও ব্যজ্ঞনবর্ণ, সবগুলো কার ও ফলা, প্রায় সবগুলো যতিচিহ্ন, ০ থেকে ৯ পর্যন্ত সবগুলো সংখ্যা এবং কিছু গাণিতিক চিহ্ন রয়েছে।
সূত্রঃ কম্পিউটার বিচিত্রা (২০০৬)
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪
ভাবের অভাব বলেছেন: পরে চেষ্টা করে দেখব। ধন্যবাদ।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: পুরাতন বলেছেন: অনেক ধন্যবাদ...জিনিসটা কপি কইরা রাখলাম...সব গুলা বর্ণ এখনও লিখা শিখিনাইতো...তাই......দরকার লাগলে শুধু কপি পেষ্ট.......
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
সিউল রায়হান বলেছেন: অনেক কঠিন লাগলো........ আপনি আমার
সব বাংলা বর্ণ নিয়ে বাক্য............ আছে কি ???? পোস্টটি দেখতে পারেন... এখানে আরো সুন্দর সুন্দর উদাহরণ পাবেন....
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
অক্টোপাস বলেছেন: শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার বাংলা টাইপিং শেখার প্রক্রিয়া আরো তরান্বিত করার সুযোগ পেলাম।
+++++++
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০
তায়েফ আহমাদ বলেছেন: ভালো তো!
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫
পুরাতন বলেছেন: অনেক ধন্যবাদ...জিনিসটা কপি কইরা রাখলাম...সব গুলা বর্ণ এখনও লিখা শিখিনাইতো...তাই......দরকার লাগলে শুধু কপি পেষ্ট.......