নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুষার

(",)('.')(,")

তুষারমানব

আমার পথচলা আমার পথে... যেন বেলা শেষে আকাশ কার মোহে। আমার স্বপ্ন আমার সাথে... যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে, খুঁজে পায় জীবনের তীর... জীবনকে কোন স্বপ্ন ভেবে।

তুষারমানব › বিস্তারিত পোস্টঃ

বলুনতো...(সহজ ও মজার ধাঁধাঁ)

১০ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫২

১.

একটি ৬ ফুট লম্বা রশির মাথায় একটি ছাগল বাঁধা আছে। ছাগলটা থেকে ১৮ ফুট দূরে কিছু কাঠালপাতা রাখা আছে।

বলতে হবে ছাগলটা কিভাবে কাঠালপাতা খাবে?

২.

বলুনতো আমার কাছে কয়টি ফুল আছে?

যদি ২টা বাদে সবগুলোই গোলাপ, ২টা বাদে সবগুলোই জুঁই এবং ২টা বাদে সবগুলোই রজনীগন্ধা হয়।

৩.

একটি ট্রেন একটি টানেলে ঠিক ৭ ঘটিকায় প্রবেশ করল। টানেলটির অপর প্রান্ত দিয়ে একি দিনে ঠিক ৭ ঘটিকায় আরেকটি ট্রেন প্রবেশ করল। টানেলটিতে ট্রেন যাওয়ার একটাই লাইন বা পথ আছে। আশেপাশে অথবা উপড়নিচে আর কোন পথ নেই। ট্রেন দুইটি কোন রকম সংঘর্ষ বা দুর্ঘটনা ছাড়াই ঐ টানেল দিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেল।

কিভাবে সম্ভব?

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-১

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০৮

জোনাকি বলেছেন: মাথা আউলায় গেলো!

২| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১০

নাদান বলেছেন: ১। হেটে হেটে যেয়ে খাবে। কারোন রশির আর এক মাথা কোথাও বাধা নেই।
২। ৩ টা ফুল আছে
৩। মাথা আউলাই গেলো।

৩| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৫

অচেনা বাঙালি বলেছেন: ২ টা নাদায় কইছে একটা আমি কৈ।
৩. সকাল ৭ ঘটিকায় একটা এবং সন্ধা ৭ ঘটিকায় আরেকটা ট্রেন টানেলে ঢুকিবেক।

৪| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৬

মাহবুবা আখতার বলেছেন: ১. হেঁটে গিয়ে (রশি তো আর কোন খুঁটিতে বাঁধা নাই)।
২. ৩টা- ১টা গোলাপ, ১টা জুঁই,১টা রজনীগন্ধা।
৩. এভাবে সম্ভব যেএকটা ট্রেন গেল সকাল ৭টায়, আরেকটা গেল সন্ধা ৭টায়।
হল কি?

৫| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: নাদা আর অচু পাশ ....
জুনপুক ফেল্টুস ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩২

নাঈম বলেছেন: আমি ১ নং টা পারতাম, বাকিগুলায় মাথা আউলাই গেছে...

৭| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৩

`হাসান বলেছেন: কেলাস ১ -২ এর বাচ্চা পুলাপাইন এসব ধাধা ধাধা খেলে

৮| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৫

সামী মিয়াদাদ বলেছেন: আইয়া দেখলাম উত্তর দেয়া হয়ে গেছে.....

৯| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৬

নাঈম বলেছেন: Click This Link

১০| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৯

তুষারমানব বলেছেন: জুনাকি,
মাতা আউলাইলে চিরুনী দিয়া আচরাই লাও।

নাদু ভাই, একটা পারেন নাই। হি হি!

অচু ভাই, মাহবুবা,
সঠিক হইয়াছে।

বি.মা ভাই, খিকজ।

১১| ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২০

তুষারমানব বলেছেন: নাইম ভাই,
হি হি!

হাসান (ওরফে গন্ডু) ভাই,
মাঝে মইধ্যে পুলাপাইন হইতে ভাল্লাগে।

সামী ভাই,
ওকে

১২| ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৩

গোপাল ভাঁড় বলেছেন: সবতে ত বেশ চালাক

১৩| ১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২১

মুহিব বলেছেন: ১। হেটে হেটে যেয়ে খাবে। কারোন রশির আর এক মাথা কোথাও বাধা নেই।
২। ২ টা ফুল আছে
৩। সকাল ৭ ঘটিকায় একটা এবং সন্ধা ৭ ঘটিকায় আরেকটা ট্রেন টানেলে ঢুকিবেক।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২০

রাশেদ বলেছেন: সবাই তো কইয়াই দিলো!!

১৫| ১১ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬

মানুষ বলেছেন: দাঁড়াও আমি একটু হয়ে আসি।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১

তানজিলা হক বলেছেন: পরথমে মাথা আউলাইয়া গেছিলো
কিন্তু উওর শুনার পর সোজা
মনে হইছে।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৯

তুষারমানব বলেছেন: @গোপাল ভাঁড়,
হুমম

@মুহিব
রেজাল্টতো আগেই পাবলিশ...কপি পেষ্ট মারলেন!!

রাশু ভাই,
আগে আসলে মাথা আউলাইতো।

মানু ভাই,
ধরা খাইছে

@তানজিলা
হি হি! আসলেই সোজা...

১৮| ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২১

রাশেদ বলেছেন: এই পোলাটাও হারাইয়া গেছে! :(

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩

রাশেদ বলেছেন: নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? অমি রহমান পিয়াল

ধৈর্য্যের শেষ সীমা কিভাবে মাপে আমার জানা নেই। শুধু বুঝতে পারছি আমি সেখানে পৌছে গেছি। সমচেতনার ব্লগারদের কেমন লাগছে জানি না, কিন্তু আমি আর পারছি না। এই ইদুর বেড়াল খেলা আর কতদিন চলবে মাননীয় কর্তৃপক্ষ?

আমাদের তো একটাই দাবি ছিলো : নীতিমালা সংশোধন করে সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না এমন একটা ধারা যোগ করতে হবে

খুব কি বেশী ছিলো সে চাওয়া? এ ব্যাপারে গত কমাসে আন্দোলন কম হয়নি। প্রতিবাদে ছাকা ছাকা ব্লগাররা আর লিখছেন না। শুরুর ধাক্কার পর এরাই তো ছিলেন সম্পদ। কিন্তু আপনারা অনড়। আপনাদের কাছে কেউই অপরিহার্য নয়। কলম বিরতির সময় স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত ব্লগারদের তিন-চারটে করে নিকে লগ ইন করার সুবিধা দিয়েছেন (তার প্রমাণও আছে) সব কিছু স্বাভাবিক আছে দেখাতে। কিন্তু আলেক্সা রেটিং বলছে অন্য কথা। সব কিছু স্বাভাবিক নেই। তারপরও আপনাদের কেনো বোধোদয় হচ্ছে না। নইলে আমাদের বলে দিচ্ছেন না কেনো যে স্বাধীনতা বিরোধী চর্চাকে প্রমোট করতেই আসলে এই প্লাটফর্ম আর আমরাই এখানে উড়ে এসে জুড়ে বসেছি। এই সরল স্বীকারোক্তিটুকু করলেই তো বর্তে যাই। সময় বাচে, কাজ ফেলে সংসার ফেলে পড়াশোনা ফেলে ব্যবসা ফেলে কার এত ঠ্যাকা যে দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে সামহোয়ারের হিট বাড়াবে।

রাজাকার শিরোমনি গোলাম আজমের পোস্ট পড়লে আপনারা বোধহয় তালি বাজান। মু্ক্তিযুদ্ধ নিয়ে অপমানজনক পোস্ট পড়লে বুঝি আপনাদের উৎসব শুরু হয়। অবিশ্বাস্য এই কথাগুলিই এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে। আপনারা সত্যি আমাদের লেখালেখির প্লাটফর্ম করে দিয়েছেন নাকি আমাদের সবার সৃজনশীলতাকে হত্যা করার পরিকল্পিত নীলনক্সা বাস্তবায়ন করছেন সেটা এখন বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে উকি দিচ্ছে সবার মনে। নইলে কেনো বারবার আন্দোলন ও প্রতিবাদের পরও আপনারা বাংলাদেশের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নগ্নভাবে সমর্থন দিচ্ছেন?

দয়া করে আপনাদের অবস্থান আমাদের জানান। আপনারা কি চান? এখানে সব ধরণের বাকস্বাধীনতা দেওয়া হবে এই ধরণের অপযুক্তি বাদে আর কিছু বলুন। আমার পতাকা ও স্বাধীনতার আব্রু নিয়ে টানাটানি যদি বাকস্বাধীনতার চর্চা হয় তাহলে ঘরের মা বোনকে নিয়ে টানাটানিও সেই যুক্তিতে সিদ্ধ। আর এই অপচর্চার অবসান চাই। বহুত করেছেন, আর না। এবার ক্ষান্ত দিন। বাংলাদেশের বুকে বসে বাংলা ভাষা চর্চার মঞ্চ খুলেছেন বলে যে সাধুবাদ পেয়েছেন এতদিন, তা ক্রমেই বিপরীতমুখী হচ্ছে আপনাদের সন্দেহজনক পক্ষপাতদুষ্টতায়। এখানে স্বাধীনতা বিরোধী পোস্টের প্রতিবাদ করলে ব্যান খেতে হয়, ঘরের বউ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টের প্রতিবাদে ব্যান খেতে হয়। আর চিহ্নিত যুদ্ধাপরাধীদের জীবনি আপনারা প্রমোট করেন।

হুসেইন তার এক কবিতায় শুয়োরের সঙ্গে সহবাসে আপত্তি জানিয়েছিলেন। সে পোস্টে সহমত বলে মন্তব্য করেছিলাম। এবার নিজের মুখে সক্রোধে উচ্চারণ করছি- শুয়োরের সঙ্গে সহবাস চাই না, করব না। হয় নীতিমালায় সংশোধন আনুন। নয়তো আমাদের অপমান নিপীড়ন না করে সরাসরি জানিয়েদিন আপনাদের অভিপ্রায়। নাটক করে নয়, সরাসরি। তারপর স্বাধীনতার মর্যাদা রাখতে ব্লগাররা কি করবেন তারাই ঠিক করবেন।

আমি আমার আগের সব পোস্ট ড্রাফট করেছিলাম আপনাদের অনৈতিকতার প্রতিবাদে। এবার বাকিগুলোও করবো। সামহোয়ারে যতদিন না স্বাধীনতা বিরোধী পোস্টের ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসে। আমার ব্লগে কোনো পোস্টই থাকবে না। কলম বিরতি, লগ অফ থাকা- এ জাতীয় প্রতিবাদমূলক পদক্ষেপ আমি সহব্লগারদের উপর চাপিয়ে দিতে চাই না। আমি শুধু আমারটাই বললাম।

এত অপমানের পর আপনারাই ঠিক করুন কি করবেন।

এইটা পিয়াল ভাইয়ের লেখা। ওনারটা সরাইছে দেখে আমি রিপোস্ট করছি।


*স্বাধীনতাপন্থীদের বর্তমান দাবী সমূহ

১। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না ।
২। ৭১ র স্বাধিনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বানী পোষ্ট করা যাবেনা ।
৩।রাজাকার বিরোধী পোষ্ট লিখে ব্যান হওয়াদের ব্যান মুক্ত করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.