![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্দিষ্ট সময়ে সেহরি খেয়ে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু হয় । দৈহিক-মানসিক সংযমের মাধ্যমে শুরু হয় সিয়াম সাধনা । এরই ধারাবাহিকতায় পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি চলে ইফতারী, তারাবীহ । সুন্দর শৃঙ্খলার মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিগণ ইবাদত বন্দেগীর মাধ্যমে রমজান মাস কাটায় ।
রহমত, বরকত আর মাগফিরাতের এ মাসে পবিত্র কোরআন নাযিল হওয়ার কারণে এ মাস আরও বেশি তাৎপর্যপূর্ণ । অন্য সময়ের তুলনায় এ মাসে যেকোন ইবাদতে সত্তর গুণ বেশি সওয়াব পাওয়া যায় । পাপ ক্ষমা হওয়ার ক্ষেত্রেও এ মাস অতুলনীয় ।
সব মিলিয়ে আমাদের জন্য বড় ধরণের সুযোগ নিয়ে আসে মাহে রমজান । স্বাগত জানায় পবিত্র এ মাসকে । খোশ আমদেদ মাহে রমজান !
২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:২৩
হাসান হাফিজ টুটুল বলেছেন: স্বাগতম !
২| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৫:২৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: রমজানের শুভেচ্ছা।সুযোগ টাকে কাজে লাগাবে সবাই আশা রাখি।
৩| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
হাসান হাফিজ টুটুল বলেছেন: আপনাকেও রমজানের শুভেচ্ছা !
৪| ২৮ শে মে, ২০১৭ রাত ৮:০৩
জাহিদ হাসান বলেছেন: এই মাসটারে কিছু মানুষ অসংযমের মাস বানায়ালাইছে!
খালি জনিসপত্রের দাম বাড়ায়।
আর কিছু মানুষ মাসটারে বানাইছে খাওয়া-দাওয়ার মাস।
এই মাসে দিনে কমপক্ষে চারবার খায়।
২৮ শে মে, ২০১৭ রাত ১১:১৭
হাসান হাফিজ টুটুল বলেছেন: ঠিক বলেছেন । এমন মানুষ আছে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:১২
বিলুনী বলেছেন: খুব মুল্যবান কথা বলেছেন, ধন্যবাদ