নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন স্বপ্নের অপেক্ষায় . . . !

হাসান হাফিজ টুটুল

হাসান হাফিজ টুটুল › বিস্তারিত পোস্টঃ

শরীফ সাহেবের ঈদ

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৫০

শরীফ সাহেব বাসে করে বাসায় ফিরছেন । বেতন-বোনাস দেওয়ার কারণে আজ একটু দেরী হয়েছে, সন্ধ্যা শেষে রাত নেমেছে । আজ ওনার মনটা বেশ ভাল । বাসায় ফিরেই পরিবার সাথে নিয়ে শপিং করতে বের হবেন । স্ত্রীর তেমন চাহিদা নেই, স্বামী পছন্দ করে যা দেবেন তাতেই খুশী । বড় মেয়ে সীমা ক্লাস টেনে পড়ছে, এবার একটা থ্রী পিচ পেলেই সন্তুষ্ট । মেজ মেয়ে সাইমা পড়ছে ক্লাস সেভেনে । সাইমা একটা ড্রেস আর একটা পার্সের কথা বলে রেখেছে আগে থেকেই । আর সবার ছোট এবং এক মাত্র পুত্র শিশির পড়ছে ক্লাস ফোর এ । শিশির ড্রেসের সাথে জুতা, একটা হাত ঘড়ি আর চশমা কেনার জন্য বলে রেখেছে এক মাস আগে থেকে । শিশির রমজানের শুরু থেকে শপিং এর জন্য তাড়া দিয়ে আসছে, ও কিচ্ছু শুনতে চাই না, এবার ঈদে এগুলো ওর চাইই চাই । শরীফ সাহেব একটি সরকারী অফিসে অফিস সহকারীর দায়িত্বে আছেন, বেতন নির্দিষ্ট । সেজন্য মাঝে মাঝেই পরিচিতদের কাছে ধার দিনা করে চলতে হয় ।
অন্যান্য বারের মত এবারও আগে ভাগেই শপিং করতে চেয়েছিলেন উনি । কিন্তু গত মাসে বেতন উঠিয়ে বাসায় যাবার পথে ছিনতায় কারীদের হাতে সব খুইয়েছিলেন । কিন্তু, বাসায় কাউকে জানাননি । এ মাসটা পুরাই ধারের টাকায় চলছে । সেজন্য ঈদের শপিং এর জন্য বেতন-বোনাস পর্যন্ত অপেক্ষা করতে হলো ।

শরীফ সাহেব বাস থেকে নেমে খুশি মনে হাঁটছেন । ছেলে মেয়েদের ঈদের চাহিদা পূরণ করবেন একটু পরই । পথ চলার এক ফাঁকে কিছু ফল কেনার জন্য দাঁড়ালেন । কিন্তু, ফল কেনার পর বিল পরিশোধ করতে গিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে আকাশ থেকে পড়লেন শরীফ সাহেব । বেতন-বোনাস সহ মানিব্যাগ পকেটে নেই । কিংকর্তব্যবিমূঢ় হয়ে কোন রকমে ফলটা দোকানেই রেখে দিয়ে একটু দূরে গিয়ে মাটিতে বসে পড়লেন । এমন বিপদে মনে হয় ওনার জীবনে আর পড়েননি । এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না । স্ত্রী, ছেলে মেয়ের কাছে মুখই বা দেখাবেন কি করে, আর বাসায় ফিরে কিই বা বলবেন সেটাই ভাবছেন । শরীফ সাহেব চোখে আন্ধার দেখছেন । ভেবে পাচ্ছেন না পৃথিবীটা এত সংকটময় হতে পারে কি করে ?

এর মধ্যে বাসা থেকে মোবাইলে কল এসেছে কয়েক বার, রিসিভ করেননি । দেখতে দেখতে কখন যে, রাত দশটা বেঁজে গেছে ‍সেটাও খেয়াল করেননি ।

এমন সময় মোবাইলে কল আসল । রিসিভ করার সাথে সাথেই অপর প্রান্ত থেকে অপরিচিত কণ্ঠে ভেসে এলো, শরীফ সাহেব বলছেন ? শরীফ সাহেব শুকনো কণ্ঠে উত্তর দিলেন, জ্বী বলছি । অপরিচিত লোকটি বললেন, ভাই আমি আপনার মানি ব্যাগ পেয়েছি । শাহবাগে বাস থেকে নামার সময় দেখি একটি সিটের স্ট্যান্ডের কাছে মানিব্যাগটি পড়ে আছে । মানিব্যাগে একটি কাগজে আপনার মোবাইল নাম্বার পেয়ে ফোন দিলাম । আমি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাব । ওখানে আমার বাবা ভর্তি রয়েছেন । আপনি একটু কষ্ট করে মানিব্যাগটি নিয়ে যান । শরীফ সাহেব এর গলা ধরে আসছে, কোনো রকমে বললেন “আমি আসছি” ! ! !

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমার কাছে অনবদ্য লেগেছে।খুব অল্প কথায় বুঝিয়েছেন জিগতে এখনো খারাপ মানুষ যেমন রয়েছে,তেমনি ভালো মানুষও রয়েছে। +

০১ লা জুন, ২০১৭ রাত ১১:৩৬

হাসান হাফিজ টুটুল বলেছেন: ধন্যবাদ ।

২| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর গল্প। আমার খুব ভালো লেগেছে।

০১ লা জুন, ২০১৭ রাত ১১:৩২

হাসান হাফিজ টুটুল বলেছেন: ধন্যবাদ ।

৩| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আখেনাটেন বলেছেন: ভালো লিখেছেন।

০১ লা জুন, ২০১৭ রাত ১১:৩৩

হাসান হাফিজ টুটুল বলেছেন: ধন্যবাদ ।

৪| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৫৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা গল্প +

০১ লা জুন, ২০১৭ রাত ১১:৩৪

হাসান হাফিজ টুটুল বলেছেন: ধন্যবাদ ।

৫| ০২ রা জুন, ২০১৭ ভোর ৬:০৫

ফেরদৌসা রুহী বলেছেন: সব মানুষ এখনো নষ্ট হয়ে যায়নি।

০২ রা জুন, ২০১৭ রাত ১০:১৭

হাসান হাফিজ টুটুল বলেছেন: ঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.