নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্পস্বল্প

তৈয়েবুর রহমান গালিব

তৈয়েবুর রহমান গালিব › বিস্তারিত পোস্টঃ

অপরাধি

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৮

কতোদিন পরে দেখলাম আবার হঠাৎ
গোশালা বাজার রোডে ,
না দেখার ভান করে এগিয়ে গেলে ,
হোচট খেলে একবার
সামলে নিয়েই তাকালে এদিক ওদিক ।

জানো , আমিও চাইনি দেখা হোক , শুধু
তোমার মুখের তিলখানা এখনো আছে কিনা
দেখবার জন্য একবার ভুল করে তাকালাম ।
সাথের পিচ্চিটা দেখতে হুবহু তোমার মতোই ,
শাড়ির কুচিটা দেয়া এখনো শেখোনি তুমি
একটু বয়সের ছাপ চোখেমুখে ।

জানো , ভাবিনি কখনো আর দেখা হবে
সেই যে গিয়েছিলে চোখ মুছতে মুছতে ,
আর ফিরলেনা ।
ভুলেই গিয়েছিলাম পুরোটুকু চেহারা ,
মনেই পড়েনা সেই কতোকাল !
অথচ বুঝে গেছি আজ তোমাকে দেখেই
বুকের ক্ষতটা যে মুছে যায় নাই , যাবে না
যেনো তাই চিৎকার করে বলে গেলে তুমি
ক্ষমা নাই , তোমার ক্ষমা নাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.