![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটাতো ভীষন বোকা ,
একা পথ চলতেই ভাঙ্গা রাস্তায়
তিনবার হোচট খেলো , কীভাবে বলি তাকে
বোঝো না ? এটাইতো ভালোবাসা ।
রিকশায় উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলো ,
শাড়িটা এতো দ্রুত ঠিক করলো
অথচ সেতো জানতই , ছিলো না কেউ আর
আশেপাশে আমি ছাড়া ।
কীভাবে বলি , বোঝো না ? এটাইতো ভালোবাসা !
রিকশা চলার সময় হুডটা না তুলেই
কানের ভেতর সে গুজে দিলো হেডফোন
অথচ তার মোবাইলে নেই কোন গান ,
আমার অনেক আগের জানা ।
কীভাবে বলি তাকে , বোঝো না ?
কলেজের সামনে নেমেই ভাড়াটা চুকিয়ে দিয়ে
চুলটা ঠিক করার নামে আড়চোখে
তাকালো সে পেছন ঘুরে ।
কীভাবে বলি , বোঝো না ? এটাইতো ভালোবাসা ।
অথচ দিনটা শুরু হয়েছিলো , যখন প্রতিটা দিনের মতোই
মেয়েটা বাড়ির গেট দিয়ে বের হয়ে যাবার সময়
দেখেছিলো আমাকে । বলেছিলো , ভালোবাসি না ।
বলেছিলো , বোঝ না ? আমি বিবাহিতা !
©somewhere in net ltd.