নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্পস্বল্প

তৈয়েবুর রহমান গালিব

তৈয়েবুর রহমান গালিব › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারকে বিবাহ করবেন কেন ?

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৮

কালেরকন্ঠ rockzzzz !!!

"দীর্ঘ দাম্পত্য জীবন লাভ করবেন , যদি একজন ফিজিশিয়ানকে বিয়ে করেন ।" তারা লিখেছে ।

অবশ্যই করবেন । কেনো করবেন না ? শুধু পরেরটা নয় , দাম্পত্য জীবনের আগের লাইফটাও দীর্ঘ হবে । একজন ডাক্তারের বিবাহই তো হয় চল্লিশ বছর বয়সে ! মাশাল্লাহ । লাভ দুইদিকেই !

আর পরের লাইফ !! তাও দীর্ঘ । সারাদিন ব্যস্ত থাকেন হসপিটাল আর চেম্বার নিয়ে । দাম্পত্য জীবনের একেকটা মাস আপনার কাছে একেকটা বছর বলে মনে হবে । জীবনটা ক্ষুদ্রের মধ্যেই দীর্ঘ হয়ে যাবার কি অভিনব ব্যাবস্থা ! কালেরকন্ঠ rockzz !

এরপর লিখেছে , সেই সঙ্গে আবার বেশ কিছু সুযোগ সুবিধাও মিলবে বলে নতুন এক গবেষণায় প্রমাণ মিলেছে । ইউনিভার্সিটি অব মিশিগান মেডিক্যাল স্কুলের এক দল গবেষক তাদের গবেষণায় দেখেন , তাদের দাম্পত্য জীবনে অন্যান্য চ্যালেঞ্জও তারা সফলভাবে মোকাবিলা করেন ।

তা তো করবেই ! ডাক্তারদের থাকে এক অভিনব জীবনপদ্ধতি । দাম্পত্য জীবনে তারা একজন গাউসুল আজম হাসপাতালে নাইট দিলে আরেকজন থাকেন খাজা ইউনুসের লেকচারার । সমস্ত চ্যালেঞ্জ অফিসের টেলিফোন দিয়ে ফ্রি পয়সায় রাতের বেলায় সমাধান করে দেন । জীবন ফকফকা !

গবেষনায় প্রকাশ , ডাক্তারের বাচ্চারাও বেশ নিশ্চিন্তে থাকে ।

তা তো থাকবেই ! সারাদিন বাসায় বসে কলার সাথে দুধ খাচ্ছে না দুধের সাথে বেগুন কিনছে , দেখার তো আর কেউ নেই । ব্যাস ! পোলা সারাদিন কম্পিউটারে পরিশ্রম করে যাচ্ছে । ওই শুধু মাথা কম বলে আইসিটি পরীক্ষায় একটু পনেরো পেয়ে গেছে । আর কিছু নাহ !

গবেষণায় আরো দেখা গেছে, দম্পতিরা যদি দুজনেই ফিজিশিয়ান হন তবে সংসার আরো বেশি সুখের হয় ।

সে কি আর বলতে হয় ! সাতদিনে একবার দেখা হলে সুখি তো হবেই ! দাম্পত্য কলহ বলে কিছু নাই । মাখো মাখো শান্তি । সারাবছরে প্রতিবেশিরা বাড়ি থেকে দুজনের একটা চিৎকার জীবনে শুনে নাই । অসুখটা আসবে কোথার থেকে ?

তারা নাকি আবার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করেন ! পরিবারের প্রত্যেক সদস্যের গুরুত্ব সম্পর্কে সজাগ তারা ।

তাও ঠিক । একজন ঘোড়াঘাট , আরেকজন বহদ্দারহাট থাকলে সারারাত সজাগ তো থাকবেনই । রাতের ঘুম হারাম আর কি !

সর্বশেষ , দাম্পত্য জীবনে একজন চিকিৎসককে পাওয়ার সুবিধা সম্পর্কে বুঝতে পেরেছেন তারা ।

কেনো পারবেন না ? সবচেয়ে বড় সুবিধাটা তো পেয়েছেন প্রথম রাতেই । পরিবার পরিকল্পনা সামগ্রী নিয়ে কোন দুশ্চিন্তার অবকাশ হয় নাই ।

তাই নিশ্চিন্তে একজন ডাক্তারকে বিবাহ করুন ।

best wishes. করেন বিবাহ ! প্লিজ.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.