![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সবসময় আমার বুকের সাথে লেপ্টে আছো । কখনোই বিদায় হয়নি তোমার । আমার স্বপ্নে তুমি থাকো , ঘুমঘুম চোখে তুমি থাকো , হাসিতে তুমি থাকো , কবিতায় তুমি থাকো । প্রতিটি নিঃশ্বাসেই তুমি থাকো ।
আমার কাছে তোমার বিদায় কখনোই হয়নি , কখনোই হবেনা । তোমার স্পর্শ সর্বক্ষনের । তুমি অবিচ্ছেদ্য , অতিনিকটের ।
তাই তোমার বিদায়ের উত্তরে আমি বিদায় বলিনি বন্ধু । বলেছি , ভালো থেকো ।
©somewhere in net ltd.